উরি ব্যাংক বাংলাদেশ অফিসার/ সিনিয়র অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি

উরি ব্যাংক (Woori Bank) দক্ষিণ কোরিয়ার একটি বাণিজ্যিক ব্যাংক যার সদর দপ্তর সিউলে অবস্থিত। উরি ব্যাংক বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগকারীদের সুবিধার্থে শাখা ব্যাংকিং পরিচালনা করে থাকে। সম্প্রতি উরি ব্যাংক বাংলাদেশ “অফিসার/ সিনিয়র অফিসার” পদে জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অফিসার/ সিনিয়র অফিসার পদে অনলাইনের মাধ্যমে আগামী ১২ নভেম্বর, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠকঃ নিয়মিত চাকরির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম চ্যানেল, লিংকডইন এবং গুগল নিউজ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
উরি ব্যাংক বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
প্রতিষ্ঠানের নাম:
– উরি ব্যাংক বাংলাদেশ।
পদের নামঃ
– অফিসার/ সিনিয়র অফিসার
পদসংখ্যা:
– নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা:
– স্বনামধন্য যে কোন পাবলিক/ প্রাইভেট/ ফরেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
– সন্তোষজনক একাডেমিক ট্র্যাক রেকর্ড থাকতে হবে।
– কোরিয়ান বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেশন এবং কোরিয়ান ভাষায় দক্ষতা বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
অভিজ্ঞতা:
– সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের ব্যাংকিং এর অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা:
– ৩০ থেকে ৩৫ বছর।
চাকরির ধরন:
– ফুল টাইম ও স্থায়ী।
প্রার্থীরা ধরণ:
– নারী পুরুষ উভয়েই।
কর্মক্ষেত্র:
– অফিসে।
কর্মস্থল:
– ঢাকা।
আরও চাকরির খবরঃ
– অপারেশন ম্যানেজার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক
– সারাদেশে ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগ দেবে মধুমতি ব্যাংক
– সারাদেশে ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক
অন্যান্য শর্তাবলী:
– ব্যাংকিং এর অভিজ্ঞতা অতিরিক্ত সুবিধা যোগ করবে।
– ব্যাংকিং নিয়ন্ত্রক কাঠামো এবং অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট-এর নির্দেশিকা সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে।
– বাংলা, ইংরেজি এবং কোরিয়ান ভাষায় চমৎকার উপস্থাপনা এবং যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
– এমএস অফিস, এক্সেল এবং পাওয়ার পয়েন্টে দক্ষতা থাকতে হবে।
বেতন-ভাতা:
– মাসিক বেতন আলোচনা সাপেক্ষে।
– এছাড়া ব্যাংকের নিয়ম অনুসারে অন্যান্য সকল সুযোগ ও সুবিধা প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি:
– শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
– আগ্রহী প্রার্থীদেরকে আবেদনের সাথে সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবিসহ সিভি জমা দেয়ার জন্য বলা যাচ্ছে।
– আবেদনের সাথে প্রয়োজনীয় যে সকল তথ্য জমা দিতে হবে: (১) বর্তমান পজিশন, (২) জবের বিবরণ, (৩) বর্তমান বেতন, (৪) প্রত্যাশিত বেতন, (৫) শিক্ষাগত তথ্য, (৬) বৈবাহিক অবস্থা, (৭) বর্তমান ও স্থায়ী ঠিকানা, (৮) ৩১ অক্টোবর, ২০২৩ হিসেবে বয়স, (৯) ০২ জনের রেফারেন্স।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে।
– সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখঃ
– ১২ নভেম্বর, ২০২৩।
সোর্স: বিডি জবস।
One Comment