এনজিও জব

উপজেলা প্রোগ্রাম ম্যানেজার নিয়োগ দেবে আরডিআরএস বাংলাদেশ, বেতন ৩০ হাজার

আরডিআরএস বাংলাদেশ (রংপুর দিনাজপুর রিহ্যাবিলেটেশন সার্ভিস) একটি জাতীয় মানবিক ও উন্নয়ন সংস্থা যা উত্তর-পশ্চিম বাংলাদেশের গ্রামীণ দরিদ্রদের ক্ষমতায়নের মাধ্যমে গ্রামীণ উন্নয়নের জন্য কাজ করে। আরডিআরএস আনুষ্ঠানিকভাবে জেনেভা ভিত্তিক লুথেরান ওয়ার্ল্ড ফেডারেশন/ডিপার্টমেন্ট ফর ওয়ার্ল্ড সার্ভিস (LWF/DWS) এর বাংলাদেশ ফিল্ড প্রোগ্রাম হিসাবে ৮ ফেব্রুয়ারি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই বেসরকারি উন্নয়ন সংস্থা সম্প্রতি জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটিতে “উপজেলা প্রোগ্রাম ম্যানেজার” পদে ৮ জনকে নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের থাকছে আকর্ষণীয় স্যালারি প্যাকেজ। আগ্রহী যোগ্য প্রার্থীরা উপজেলা প্রোগ্রাম ম্যানেজার পদে অনলাইনের মাধ্যমে আগামী ১৯ আগস্ট, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: দেশের সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও ও কোম্পানি সহ চলমান বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ জব আলাপ, টেলিগ্রাম চ্যানেল এবং লিংকডইন এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

প্রতিষ্ঠানের নাম:
– আরডিআরএস বাংলাদেশ।

পদের নাম:
– উপজেলা প্রোগ্রাম ম্যানেজার।

পদ সংখ্যা:
– ৮টি।

কাজের ধরন:
– প্রাথমিকের উপানুষ্ঠানিক শিক্ষা খাতের সমস্যাগুলো চিহ্নিত করা।
– সমস্যা অনুযায়ী সামগ্রিক কর্মসূচির কৌশল মূল্যায়ন করা। সেই অনুযায়ী কর্মসূচির উদ্দেশ্য অর্জনের জন্য সহযোগী এনজিওগুলোকে সহায়তা করা।

শিক্ষাগত যোগ্যতা:
– যেকোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি। বিএডসহ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা:
– প্রোগ্রাম ম্যানেজমেন্ট এবং কারিগরি ক্ষেত্রে অনানুষ্ঠানিক শিক্ষা বা শিশু শিক্ষা প্রোগ্রামে কমপক্ষে ০৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রয়োজনীয় দক্ষতা:
– কম্পিউটার দক্ষতা।

চাকরির ধরন:
– পূর্ণকালীন, চুক্তিভিত্তিক।

বয়সসীমা:
– কমপক্ষে ৩০ বছর।

অন্যান্য শর্তাবলী:
– ফিল্ড এক্সপোজারসহ এনজিওগুলোর সাথে কাজ করার অভিজ্ঞতা।
– যোগাযোগ দক্ষতা, উপস্থাপনা দক্ষতা ইত্যাদি।
– চাপের মধ্যে কাজ করার মানসিকতা থাকতে হবে।
– কম্পিউটার অপারেশনে ভালো জ্ঞান থাকতে হবে (এমএস অফিস)।

কর্মস্থল:
– মৌলভীবাজার, পঞ্চগড়, সিলেট।

আরও চাকরির খবর দেখুন

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এ বড় নিয়োগ, বেতন গ্রেডে ১০ম থেকে ১৬তম
স্নাতক পাসে অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ডাচ্-বাংলা ব্যাংক
স্নাতক পাসে অফিসার (টেম্পোরারি) নিয়োগ দেবে সিটি ব্যাংক, বেতন ৩০ হাজার
একাধিক পদে বিএসটিআই এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

বেতন-ভাতা:
– জেলা পর্যায়ে বেতন ২৬,০০০-২৭,০০০ টাকা এবং সিলেট সিটি কর্পোরেশন পর্যায়ে পদে ৩০,০০০ টাকা।
– এছাড়া টি/এ, মোবাইল বিল, সাপ্তাহিক ছুটি ২ দিন, বছরে দুটি উৎসব বোনাস।

আবেদন পদ্ধতি:
– যোগ্য এবং যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
– শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারে যোগদানের জন্য ডাকা হবে।
– যেকোনো প্ররোচনা প্রার্থীতাকে অযোগ্য ঘোষণা করবে।
– মহিলাদের আবেদন করার জন্য বিশেষভাবে উত্সাহিত করা হয়।
– RDRS কোনো আবেদন চূড়ান্ত করার অধিকার সংরক্ষণ করে।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
– অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন

আবেদন করুন

আবেদনের শেষ তারিখ:
– ১৯ আগস্ট, ২০২৩।

সোর্স: বিডি জবস।

এ সম্পর্কিত আরও

Leave a Reply

Back to top button