বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (Bengal Commercial Bank Limited) বাংলাদেশের সদ্য অনুমতিপ্রাপ্ত একটি তফসিলি বাণিজ্যিক ব্যাংক। সম্প্রতি ব্যাংকটিতে “ইউনিট হেড (আরএম, সেক্যুরেড লোন, এসএমই বিজনেস)” পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ইউনিট হেড পদে অনলাইনের মাধ্যমে ১২ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: দেশের সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও ও কোম্পানি সহ চলমান বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ জব আলাপ, টেলিগ্রাম চ্যানেল এবং লিংকডইন এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
প্রতিষ্ঠানের নাম:
– বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।
পদের নামঃ
– ইউনিট হেড (আরএম, সেক্যুরেড লোন, এসএমই বিজনেস)
পদসংখ্যা:
– নির্ধারিত নয়।
কাজের ধরন:
– এসএমই অ্যাকাউন্টে বিনিয়োগ সুবিধা পর্যবেক্ষণ করা।
– ঝুঁকিপূর্ণ সম্পদের গুণমান বজায় রাখা।
– এসএমইর সুবিধাগুলোর পর্যায়ক্রমিকভাবে পর্যালোচনা নিশ্চিত করা।
– সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সকল প্রকার নীতির সম্মতি অনুসরণ ও বজায় রাখা।
শিক্ষাগত যোগ্যতা:
– যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
– শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ থাকা যাবে না।
অভিজ্ঞতা:
– একটি স্বনামধন্য ব্যাংক/এফআই-এর এসএমই/ কর্পোরেট রিলেশনশিপ ম্যানেজমেন্ট টিমে কাজ করার ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
– এসএমই ব্যাংকিংয়ে প্রাসঙ্গিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।
বয়সসীমা:
– নূন্যতম ২২ বছর।
চাকরির ধরন:
– পূর্ণকালীন।
কর্মক্ষেত্র:
– অফিস।
আরও চাকরির খবর দেখুন:
– ঢাকায় ট্রেড সার্ভিস অফিসার নিয়োগ দেবে আইসিবি ইসলামিক ব্যাংক
– ঢাকায় বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স
– ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার গ্রেড-II নিয়োগ দেবে সাউথইস্ট ব্যাংক, বেতন ২৮ হাজার
– ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) নেবে এক্সিম ব্যাংক, বেতন ৪০ হাজার ৫০০
– সারাদেশে অফিসার/ অ্যাসোসিয়েট ম্যানেজার নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক
অন্যান্য শর্তাবলী:
– ব্যাংকিং/আর্থিক পরিষেবা, এসএমই পণ্য এবং সম্মতিতে শক্তিশালী জ্ঞান
– নিয়ন্ত্রক কাঠামো, ক্রেডিট মূল্যায়ন, আইসিআরআরএস এবং এসএমই ব্যবসার উপর প্রুডেন্সিয়াল নির্দেশিকা সম্পর্কে জ্ঞান।
– ব্যাংকের কার্যক্রম ও প্রক্রিয়া সম্পর্কে ভালো জ্ঞান।
– কেন্দ্রীভূত পরিবেশে কাজ করার অভিজ্ঞতা এবং রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং একটি অতিরিক্ত সুবিধা হবে।
– চমৎকার আন্তঃব্যক্তিক, জনসম্পর্ক, দল গঠন এবং লোক পরিচালনার দক্ষতা।
– চমৎকার যোগাযোগ এবং আন্তঃব্যক্তিক দক্ষতা মাইক্রোসফ্ট অফিস অ্যাপ্লিকেশন পরিচালনা করার জন্য যথেষ্ট জ্ঞান।
কর্মস্থল:
– বাংলাদেশের যেকোনো জায়গায়।
বেতন-ভাতা:
– নির্বাচিত প্রার্থীদের জন্য থাকছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের চমৎকার প্যাকেজ অফার।
– অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের পদ দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়াঃ
– কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
– মনে রাখবেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক একটি ইকুয়াল কর্মসংস্থান প্রতিষ্ঠান।
– যে কোন ধরনের প্ররোচনামূলক কর্মকান্ড প্রার্থিতা অযোগ্য ঘোষণা করবে।
– বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক কোন কারণ দর্শানো ছাড়াই যে কোন আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে।
– কোনো প্ররোচনা স্বয়ংক্রিয়ভাবে প্রার্থিতা অযোগ্য ঘোষণা করবে।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে।
– সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ:
– ১২ সেপ্টেম্বর, ২০২৩।
সোর্সঃ বিডি জবস।