
ওয়ান ব্যাংক লিমিটেড বাংলাদেশের বেসরকারি খাতের একটি বাণিজ্যিক ব্যাংক। এটি ১৯৯৯ সালে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। সম্প্রতি ওয়ান ব্যাংক জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রতিষ্ঠানটির ইসলামী ব্যাংকিং বিভাগে “টিএসও-টিম লিডার” পদে ২৩ শূন্যপদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা টিএসও-টিম লিডার পদে অনলাইনের মাধ্যমে আগামী ০৯ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: দেশের সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও ও কোম্পানি সহ চলমান বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ জব আলাপ, টেলিগ্রাম চ্যানেল এবং লিংকডইন এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
ব্যাংকের নাম:
– ওয়ান ব্যাংক লিমিটেড।
বিভাগের নাম:
– ইসলামী ব্যাংকিং বিভাগ।
পদের নাম:
– টিএসও-টিম লিডার।
পদ সংখ্যা:
– ২৩টি।
কাজের ধরন:
– বিভিন্ন ইসলামী দায়/আমানত এবং সম্পদ/বিনিয়োগ পণ্য এবং ক্রেডিট কার্ডের বিপণন ও বিক্রয়।
– কর্পোরেট, এসএমই এবং খুচরা বিনিয়োগের জন্য সম্ভাব্য ক্লায়েন্টদের চিহ্নিত করা।
– প্রতিষ্ঠানের বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের জন্য দায়বদ্ধতা।
শিক্ষাগত যোগ্যতা:
– ইসলামিক স্টাডিজ/আরবি, ব্যবসায়িক ডিসিপ্লিন/মার্কেটিং বা অন্য যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি।
অভিজ্ঞতা:
– সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে।
– ফ্রেশারদেরও আবেদন করতে উৎসাহিত করা হয়।
চাকরির ধরন:
– চুক্তিভিত্তিক।
বয়সসীমা:
– ২৪ থেকে ৩৫ বছর।
আরও চাকরির খবর দেখুন:
– স্নাতক পাসে ম্যানেজার নিয়োগ দেবে ব্র্যাক
– অভিজ্ঞতা ছাড়াই অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ডাচ্-বাংলা ব্যাংক
– সারাদেশে অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে ডাচ্-বাংলা ব্যাংক
– একাধিক পদে জনবল নিয়োগ দেবে গ্রাম উন্নয়ন কর্ম (গাক), পদ সংখ্যা ৪৪৩
অন্যান্য শর্তাবলী:
– ইসলামী শরীয়াহ, ইসলামী সম্পদ ও দায়বদ্ধতা পণ্যের জ্ঞান।
– শারীরিক সুস্থতা এবং মাঠ পর্যায়ে কাজ করার ইচ্ছা।
– চাপের মধ্যে কাজ করতে সক্ষম।
– আন্তরিক মনোভাবের সাথে কঠোর পরিশ্রমী হতে হবে।
– বন্ধুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং ইতিবাচক মনোভাব।
– দলের খেলোয়াড় হিসেবে কাজ করতে সক্ষম।
কর্মস্থল:
– চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, ফেনী, খুলনা, সাতক্ষীরা, সিলেট ও চট্টগ্রামের হাটহাজারী।
বেতন-ভাতা:
– মাসিক বেতন ১৫,০০০-২২,০০০ টাকা।
– কর্মক্ষমতার উপর ভিত্তি করে বিক্রয় কমিশন।
আবেদনের নিয়ম:
– আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে।
– অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ:
– ৯ সেপ্টেম্বর, ২০২৩।
সোর্স: বিডি জবস।