ওয়ান ব্যাংক জব

শূন্যপদে টিএসও-টিম লিডার নিয়োগ দেবে ওয়ান ব্যাংক

ওয়ান ব্যাংক লিমিটেড বাংলাদেশের বেসরকারি খাতের একটি বাণিজ্যিক ব্যাংক। এটি ১৯৯৯ সালে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। সম্প্রতি ওয়ান ব্যাংক জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রতিষ্ঠানটির ইসলামী ব্যাংকিং বিভাগে “টিএসও-টিম লিডার” পদে ২৩ শূন্যপদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা টিএসও-টিম লিডার পদে অনলাইনের মাধ্যমে আগামী ০৯ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: দেশের সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও ও কোম্পানি সহ চলমান বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ জব আলাপ, টেলিগ্রাম চ্যানেল এবং লিংকডইন এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

ব্যাংকের নাম:
– ওয়ান ব্যাংক লিমিটেড।

বিভাগের নাম:
– ইসলামী ব্যাংকিং বিভাগ।

পদের নাম:
– টিএসও-টিম লিডার।

পদ সংখ্যা:
– ২৩টি।

কাজের ধরন:
– বিভিন্ন ইসলামী দায়/আমানত এবং সম্পদ/বিনিয়োগ পণ্য এবং ক্রেডিট কার্ডের বিপণন ও বিক্রয়।
– কর্পোরেট, এসএমই এবং খুচরা বিনিয়োগের জন্য সম্ভাব্য ক্লায়েন্টদের চিহ্নিত করা।
– প্রতিষ্ঠানের বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের জন্য দায়বদ্ধতা।

শিক্ষাগত যোগ্যতা:
– ইসলামিক স্টাডিজ/আরবি, ব্যবসায়িক ডিসিপ্লিন/মার্কেটিং বা অন্য যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি।

অভিজ্ঞতা:
– সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে।
– ফ্রেশারদেরও আবেদন করতে উৎসাহিত করা হয়।

চাকরির ধরন:
– চুক্তিভিত্তিক।

বয়সসীমা:
– ২৪ থেকে ৩৫ বছর।

আরও চাকরির খবর দেখুন:

স্নাতক পাসে ম্যানেজার নিয়োগ দেবে ব্র্যাক
অভিজ্ঞতা ছাড়াই অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ডাচ্-বাংলা ব্যাংক
সারাদেশে অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে ডাচ্-বাংলা ব্যাংক
একাধিক পদে জনবল নিয়োগ দেবে গ্রাম উন্নয়ন কর্ম (গাক), পদ সংখ্যা ৪৪৩

অন্যান্য শর্তাবলী:
– ইসলামী শরীয়াহ, ইসলামী সম্পদ ও দায়বদ্ধতা পণ্যের জ্ঞান।
– শারীরিক সুস্থতা এবং মাঠ পর্যায়ে কাজ করার ইচ্ছা।
– চাপের মধ্যে কাজ করতে সক্ষম।
– আন্তরিক মনোভাবের সাথে কঠোর পরিশ্রমী হতে হবে।
– বন্ধুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং ইতিবাচক মনোভাব।
– দলের খেলোয়াড় হিসেবে কাজ করতে সক্ষম।

কর্মস্থল:
– চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, ফেনী, খুলনা, সাতক্ষীরা, সিলেট ও চট্টগ্রামের হাটহাজারী।

বেতন-ভাতা:
– মাসিক বেতন ১৫,০০০-২২,০০০ টাকা।
– কর্মক্ষমতার উপর ভিত্তি করে বিক্রয় কমিশন।

আবেদনের নিয়ম:
– আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
– অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন

আবেদন করুন

আবেদনের শেষ তারিখ:
– ৯ সেপ্টেম্বর, ২০২৩।

সোর্স: বিডি জবস।

Leave a Reply

Back to top button