ট্রাস্ট ব্যাংক জব

ট্রাস্ট ব্যাংক ডাইরেক্ট সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ বিজ্ঞপ্তি

5/5 - (1 vote)

ট্রাস্ট ব্যাংক লিমিটেড (Trust Bank Limited) বাংলাদেশের বেসরকারী ব্যাংকগুলোর মধ্যে অন্যতম। এটি বাংলাদেশ আর্মি ওয়েল ফেয়ার ট্রাস্ট তথা সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি বেসরকারী মালিকানার বাণিজ্যিক ব্যাংক। সম্প্রতি ট্রাস্ট ব্যাংক “ডাইরেক্ট সেলস রিপ্রেজেন্টেটিভ, এসএমই সেলস- কন্ট্রাক্টচুয়াল (TRO/ARO)” পদে জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ডাইরেক্ট সেলস রিপ্রেজেন্টেটিভ পদে আগামী ১৫ নভেম্বর, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠকঃ নিয়মিত চাকরির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম চ্যানেল, লিংকডইন এবং গুগল নিউজ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

ট্রাস্ট ব্যাংক ডাইরেক্ট সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নামঃ
– ট্রাস্ট ব্যাংক লিমিটেড।

পদের নামঃ
– ডাইরেক্ট সেলস রিপ্রেজেন্টেটিভ।

পদ মর্যাদা:
– ট্রেইনি রিলেশনশীপ অফিসার/ অ্যাসিস্ট্যান্ট রিলেশনশীপ অফিসার।

পদ সংখ্যাঃ
– নির্ধারিত নয়।

দায় দায়িত্বঃ
– পরিকল্পনা, অর্জন, নতুন ব্যবসা পরিচালনা এবং মাসিক নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য অর্জন।
– নতুন গ্রাহকের সংখ্যা বৃদ্ধি এবং এসএমই ব্যবসার জন্য বিক্রয় কৌশল বিকাশ করা।
– নিজের সম্পদ পোর্টফোলিওর NPL পুনরুদ্ধার করার জন্য অর্জিত গ্রাহকের ধারণ নিশ্চিত করুন এবং প্রাসঙ্গিক কর্তৃপক্ষকে সমর্থন করুন।
– আর্থিক বিশ্লেষণের মাধ্যমে সম্ভাব্য ঋণগ্রহীতার ক্রেডিট যোগ্যতা মূল্যায়ন করুন।
– সময়মত প্রক্রিয়াকরণের জন্য শাখা ক্রেডিট অফিসারের সাথে সহযোগিতা করুন।
– বোর্ডের আগে ক্লায়েন্ট ব্যবসায় সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করুন এবং মূল্যায়ন করুন।
– ডকুমেন্টেশনে নিয়ন্ত্রক সম্মতি নিশ্চিত করুন।
– দৈনিক কল / বিক্রয় প্রতিবেদন প্রস্তুত করুন (দৈনিক/সাপ্তাহিক/মাসিক)।
– বিদ্যমান / নতুন উভয় গ্রাহকদের জন্য সর্বোত্তম গ্রাহক পরিষেবা নিশ্চিত করুন।

শিক্ষাগত যোগ্যতাঃ
– যে কোন বিষয়ে ব্যাচেলর/ স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

অভিজ্ঞতাঃ
– আগ্রহী প্রার্থীদের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ন্যূনতম ০২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীর বয়স:
– ২৫ থেকে ৩২ বছর।

চাকরির ধরণঃ
– চুক্তিভিত্তিক।

কর্মক্ষেত্রঃ
– অফিসে।

কর্মস্থলঃ
– বাংলাদেশের যেকোন স্থানে।

আরও চাকরির খবরঃ

সাউথইস্ট ব্যাংক প্রবেশনারি অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি
গ্লোবাল ইসলামী ব্যাংক প্রবেশনারি অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি
আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেড সার্ভিস অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক

অন্যান্য শর্তাবলীঃ
– আইনি যাচাই, ঋণ ডকুমেন্টেশন, এবং বন্ধকী পদ্ধতিতে প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে।
– আন্তঃব্যক্তিক এবং চমৎকার যোগাযোগ দক্ষতা থাকতে হবে (মৌখিক এবং লিখিত)।
– উৎসাহী, অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ এবং ফলাফল ভিত্তিক হতে হবে।
– শক্তিশালী আলোচনার দক্ষতা থাকতে হবে।
– দলবদ্ধ হয়ে কাজের আগ্রহ থাকতে হবে।
– কল/ বিক্রয় প্রতিবেদন প্রস্তুত করতে হবে (দৈনিক/ সাপ্তাহিক/ মাসিক)।
– বিদ্যমান/ নতুন উভয় গ্রাহকদের জন্য সর্বোত্তম গ্রাহক সেবা নিশ্চিত করতে হবে।

বেতন-ভাতাঃ
– আলোচনা সাপেক্ষে।
– ব্যাংকের নিয়ম অনুসারে আকর্ষনীয় ভাতা এবং তৎসহ সকল সুযোগ ও সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়াঃ
– আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
– সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন

আবেদন করুন

আবেদনের শেষ তারিখঃ
– ১৫ নভেম্বর, ২০২৩।

সোর্স: ট্রাস্ট ব্যাংক লিমিটেড।

Leave a Reply

Back to top button