ইস্টার্ন ব্যাংক জব

স্নাতক পাসে ট্রেইনি রিলেশনশিপ অফিসার নেবে ইস্টার্ন ব্যাংক, বেতন ২৮ হাজার

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (Eastern Bank Limited) বাংলাদেশের বেসরকারী ব্যাংকিং খাতের অন্যতম শীর্ষ একটি ব্যাংক। সম্প্রতি ইস্টার্ন ব্যাংক লিমিটেড “ট্রেইনি রিলেশনশিপ অফিসার” পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ট্রেইনি রিলেশনশিপ অফিসার পদে আগামী ১৭ আগস্ট, ২০২৩ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: দেশের সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও ও কোম্পানি সহ চলমান বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ জব আলাপ, টেলিগ্রাম চ্যানেল এবং লিংকডইন এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

প্রতিষ্ঠানের নাম:
– ইস্টার্ন ব্যাংক লিমিটেড

পদের নাম:
– ট্রেইনি রিলেশনশিপ অফিসার

পদসংখ্যা:
– নির্ধারিত নয়।

দায়-দায়িত্ব:
– অনুমোদিত কেপিআই অনুযায়ী নতুন ব্যবসার পরিকল্পনা, পরিচালনা এবং মাসিক ব্যবসার লক্ষ্য অর্জন করা।
– নতুন গ্রাহক সংখ্যা বৃদ্ধি করা এবং খুচরা ও এসএমই ব্যাংকিং পণ্যের বিক্রয় কৌশল প্রসার করা।
– শাখা দ্বারা নির্ধারিত মাসিক বিক্রয় ম্যাট্রিক্স পরিচালনা করা ইত্যাদি।

শিক্ষাগত যোগ্যতা:
– যেকোন বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রী/ গ্রাজুয়েশন থাকতে হবে।

অভিজ্ঞতা:
– সংশ্লিষ্ট বিষয়ে ৬ মাসের অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
– তবে ফ্রেশাররাও আবেদন করতে করতে পারবেন।

চাকরির ধরন:
– ফুল টাইম ও স্থায়ী।

কর্মক্ষেত্র:
– অফিসে।

কর্মস্থল:
– বাংলাদেশের যেকোন স্থানে।

আরও দেখুন:
পূবালী ব্যাংকের একাধিক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
একাধিক পদে বিএসটিআই এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
ট্রেইনি রিলেশনশিপ ম্যানেজার নিয়োগ দেবে সিটি ব্যাংক, বেতন ৪৫ হাজার

অতিরিক্ত শর্তাবলী:
– ইংরেজি এবং বাংলায় চমৎকার মৌখিক এবং লিখিত যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
– অনলাইন সফটওয়্যার মডিউল এবং এমএস অফিস প্যাকেজে কাজ করার জন্য পর্যাপ্ত কম্পিউটার সাক্ষরতা থাকতে হবে।
– চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন-ভাতা:
– মাসিক বেতন- ২৮,০০০ টাকা।
– এছাড়া ব্যাংকের নিয়ম অনুযায়ী সকল সুবিধা ও ভাতা প্রদান করা হবে।
– পারফরম্যান্সের ভিত্তিতে ১ বছর পর স্থায়ী পদের জন্য লিখিত পরীক্ষায় বসার যোগ্য হিসেবে বিবেচিত হবে।

আবেদনের প্রক্রিয়া:
– শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
– আগ্রহী প্রার্থীরা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
– অনলাইনে মাধ্যমে সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন

আবেদন করুন

আবেদনের শেষ তারিখ:
– ১৭ আগস্ট, ২০২৩।

সোর্সঃ ইস্টার্ন ব্যাংক লিমিটেড

Leave a Reply

Back to top button