স্নাতক পাসে ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, বেতন ২৮ হাজার
আগ্রহী যোগ্য প্রার্থীরা ট্রেইনি অফিসার পদে আগামী ১৭ আগস্ট, ২০২৩ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন
ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (Eastern Bank Limited) বাংলাদেশের বেসরকারি খাতের একটি বাণিজ্যিক ব্যাংক। এটি ১৯৯২ সালে কার্যক্রম শুরু করে। বর্তমানে ব্যাংকটি কর্পোরেট ব্যাংকিং সেবায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। সম্প্রতি ইস্টার্ন ব্যাংক লিমিটেড “ট্রেইনি অফিসার- কার্ডস অ্যাকুইজিশন” পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ট্রেইনি অফিসার পদে আগামী ১৭ আগস্ট, ২০২৩ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: দেশের সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও ও কোম্পানি সহ চলমান বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ জব আলাপ, টেলিগ্রাম চ্যানেল এবং লিংকডইন এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
প্রতিষ্ঠানের নাম:
– ইস্টার্ন ব্যাংক লিমিটেড
পদের নাম:
– ট্রেইনি অফিসার- কার্ডস অ্যাকুইজিশন
পদসংখ্যা:
– নির্ধারিত নয়।
দায়-দায়িত্ব:
– নতুন ক্রেডিট কার্ড এবং সম্পূরক অ্যাপ্লিকেশনের সোর্সিং।
– শতভাগ কার্ড সক্রিয়করণ এবং কার্ডের ব্যবহার নিশ্চিত করা।
– অ্যাপ্লিকেশন প্রকাশের জন্য ক্রেডিট আলোচনা প্রদান।
– প্রয়োজনীয় গ্রাহক সেবা প্রদান।
– শূন্য জালিয়াতি নিশ্চিত করা।
– ক্রমাগত নতুন গ্রাহক এবং কোম্পানি পরিদর্শন করে এবং লাইন ম্যানেজার এবং বিভাগীয় প্রধানের কাছে ভিজিট রিপোর্ট জমা দিয়ে ব্যবসার বৃদ্ধি ত্বরান্বিত করা।
আরও চাকরির খবর দেখুন:
– স্নাতক পাসে ট্রেইনি রিলেশনশিপ অফিসার নেবে ইস্টার্ন ব্যাংক, বেতন ২৮ হাজার
– স্নাতক পাসে অফিসার (টেম্পোরারি) নিয়োগ দেবে সিটি ব্যাংক, বেতন ৩০ হাজার
– ট্রেইনি রিলেশনশিপ ম্যানেজার নিয়োগ দেবে সিটি ব্যাংক, বেতন ৪৫ হাজার
শিক্ষাগত যোগ্যতা:
– যেকোন বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রী/ গ্রাজুয়েশন থাকতে হবে।
অভিজ্ঞতা:
– সংশ্লিষ্ট বিষয়ে ৬ মাসের অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
– তবে ফ্রেশাররাও আবেদন করতে করতে পারবেন।
চাকরির ধরন:
– ফুল টাইম ও স্থায়ী।
কর্মক্ষেত্র:
– অফিসে।
কর্মস্থল:
– ঢাকা, চট্টগ্রাম।
অতিরিক্ত শর্তাবলী:
– ইংরেজি এবং বাংলায় চমৎকার মৌখিক এবং লিখিত যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
– অনলাইন সফটওয়্যার মডিউল এবং এমএস অফিস প্যাকেজে কাজ করার জন্য পর্যাপ্ত কম্পিউটার সাক্ষরতা থাকতে হবে।
– চূড়ান্ত নিয়োগের পর ঢাকা ও চট্টগ্রামে কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন-ভাতা:
– মাসিক বেতন- ২৮,০০০ টাকা।
– এছাড়া ব্যাংকের নিয়ম অনুযায়ী সকল সুবিধা ও ভাতা প্রদান করা হবে।
– পারফরম্যান্সের ভিত্তিতে ১ বছর পর স্থায়ী পদের জন্য লিখিত পরীক্ষায় বসার যোগ্য হিসেবে বিবেচিত হবে।
আবেদনের প্রক্রিয়া:
– শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
– আগ্রহী প্রার্থীরা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে।
– অনলাইনে মাধ্যমে সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ:
– ১৭ আগস্ট, ২০২৩।
সোর্সঃ ইস্টার্ন ব্যাংক লিমিটেড।