নভোএয়ার বাংলাদেশের একটি বেসরকারি বিমান সংস্থা যেটি প্রধানত আভ্যন্তরীন গন্তব্যে যাত্রীসেবা প্রদান করে থাকে। এই এয়ারলাইনটি প্রতিদিন ৯টি গন্তব্যে মোট ২৫টি ফ্লাইট পরিচালনা করে থাকে। সম্প্রতি নভোএয়ার লিমিটেডে ‘ট্রেইনি ইঞ্জিনিয়ার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ট্রেইনি ইঞ্জিনিয়ার পদে আগামী ০২ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: দেশের সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও ও কোম্পানি সহ চলমান বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ জব আলাপ, টেলিগ্রাম চ্যানেল এবং লিংকডইন এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
প্রতিষ্ঠানের নাম:
– নভোএয়ার লিমিটেড
পদের নাম:
– ট্রেইনি ইঞ্জিনিয়ার
পদসংখ্যা:
– নির্ধারিত নয়
দায় দায়িত্ব:
– লাইন এবং বেস রক্ষণাবেক্ষণ কাজ
– রক্ষণাবেক্ষণের কাজে টাইপ রেটেড ইঞ্জিনিয়ার/এএমইদের প্রযুক্তিগত সহায়তা প্রদান করুন
– রুটিন এবং অ-রুটিন রক্ষণাবেক্ষণ সম্পাদন করুন
– তিন শিফটে প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করুন
শিক্ষাগত যোগ্যতা:
– যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস/এভিওনিক্স) বিষয়ে স্নাতক হতে হবে।
– বিদেশী ডিগ্রিধারী প্রার্থীদের সমতা শংসাপত্র জমা দিতে হবে।
অভিজ্ঞতা:
– প্রয়োজন নেই।
চাকরির ধরন:
– ফুল টাইম
প্রার্থীর ধরন:
– নারী-পুরুষ
বয়সসীমা:
– ২১ থেকে ৩০ বছর
কর্মস্থল:
– বাংলাদেশের যে কোনো স্থান
আরও চাকরির খবর দেখুন:
– এসএসসি পাসে অফিস সহকারী নিয়োগ দেবে এয়ার অ্যাস্ট্রা
– এইচএসসি পাসে জিএসই অপারেটর নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স, বেতন ৩০ হাজার
– অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স, বেতন ৩০ হাজার
– সিভিল সার্জনের কার্যালয় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, পদ সংখ্যা ২৭৯
অন্যান্য শর্তাবলী:
– নির্বাচিত প্রার্থীদের কমপক্ষে ৫ বছরের জন্য NOVOAIR পরিষেবা দেওয়ার জন্য একটি জামিন বন্ড স্বাক্ষর করতে হবে।
– প্রার্থীকে অবশ্যই দলের পরিবেশের মধ্যে চমৎকার সেবা প্রদানের স্বাভাবিক ক্ষমতা থাকতে হবে।
– দৃঢ় আন্তঃব্যক্তিক ও যোগাযোগ দক্ষতার প্রদর্শনী যা প্রকৃত সাংস্কৃতিক সংবেদনশীলতা প্রতিফলিত করে।
– স্বাধীনভাবে এবং সময়ের চাপে কাজ করার ক্ষমতা।
– প্রার্থীদের ক্রমাগত শিখতে ইচ্ছুক হতে হবে।
– ভালো কম্পিউটার দক্ষতা থাকতে হবে।
বেতন:
– আলোচনা সাপেক্ষে
– কোম্পানির নীতি অনুযায়ী প্রতিযোগিতামূলক আর্থিক ও অ-আর্থিক সুবিধা।
আবেদনের নিয়ম:
– আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে।
– অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন
বিঃদ্রঃ
– NOVOAIR লিমিটেড নিয়োগ প্রক্রিয়ার যেকোনো পর্যায়ে কোনো ফি নেয় না।
– অনুগ্রহ করে মনে রাখবেন যে NOVOAIR একটি সমান সুযোগ নিয়োগকারী।
– চূড়ান্ত বাছাইয়ের আগে বা পরে যেকোনো ধরনের প্ররোচনা প্রার্থীতাকে অযোগ্য ঘোষণা করবে।
আবেদনের শেষ সময়:
– ০২ সেপ্টেম্বর, ২০২৩
সোর্স: বিডি জবস।