ওয়ান ব্যাংক জব

ঢাকায় ট্রেইনি সেলস অফিসার নিয়োগ দেবে ওয়ান ব্যাংক

ওয়ান ব্যাংক লিমিটেড বাংলাদেশের বেসরকারি খাতের একটি বাণিজ্যিক ব্যাংক। এটি ১৯৯৯ সালে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। সম্প্রতি ওয়ান ব্যাংক জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সম্প্রতি ওয়ান ব্যাংক তাদের ক্রেডিট কার্ড ডিপার্টমেন্ট-এ মাল্টিড্রাইভ সার্ভিসেস লিমিটেড (ওয়ান ব্যাংকস রিক্রুটিং এজেন্সী) এর মাধ্যমে “ট্রেইনি সেলস অফিসার” পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ট্রেইনি সেলস অফিসার লিডার পদে অনলাইনের মাধ্যমে আগামী ২৯ আগস্ট, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: দেশের সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও ও কোম্পানি সহ চলমান বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ জব আলাপ, টেলিগ্রাম চ্যানেল এবং লিংকডইন এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

ব্যাংকের নাম:
– ওয়ান ব্যাংক লিমিটেড।

বিভাগের নাম:
– ক্রেডিট কার্ড ডিপার্টমেন্ট।

পদের নাম:
– ট্রেইনি সেলস অফিসার।

পদ সংখ্যা:
– নির্ধারিত নয়।

দায় দায়িত্ব:
– লক্ষ্য ভিত্তিতে ব্যাংকিং পণ্য (শুধুমাত্র সব ধরনের ক্রেডিট কার্ড) বিক্রি করার ক্ষমতা এবং ইচ্ছা।

শিক্ষাগত যোগ্যতা:
– যেকোন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা:
– অভিজ্ঞতার প্রয়োজন নেই।
– অভিজ্ঞ প্রার্থীদের জন্য ক্রেডিট কার্ড বিক্রয় অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন:
– চুক্তিভিত্তিক।

বয়সসীমা:
– ২২ থেকে ৩০ বছর।

কর্মস্থল:
– ঢাকা।

বেতন-ভাতা:
– মাসিক বেতন ১৮,০০০-২০,০০০ টাকা।

আরও চাকরির খবরঃ

সারাদেশে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (জেনারেল) নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
শূন্যপদে টিএসও-টিম লিডার নিয়োগ দেবে ওয়ান ব্যাংক
অভিজ্ঞতা ছাড়াই অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ডাচ্-বাংলা ব্যাংক
স্নাতক পাসে ম্যানেজার নিয়োগ দেবে ব্র্যাক

আবেদনের নিয়ম:
– আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
– অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন

আবেদন করুন

Walk in Interview

ট্রেইনি সেলস অফিসার পদে চূড়ান্ত নির্বাচনের জন্য “২৯ আগস্ট, ২০২৩ (মঙ্গলবার) সকাল ১০.৩০ এএম” একটি সাক্ষাৎকারে সময়সূচী।

স্থান: কার্ড বিসনেস, রিটেল ব্যাংকিং ডিভিশন,
জালালাবাদ ভবন, ১১ তলা (ওয়াশা ভবনের বিপরীতে), ২২ কাওরান বাজার, সি/এ, ঢাকা ১২১৫।

বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
– মাল্টিড্রাইভ সার্ভিসেস লিমিটেড,
২০/২ পশ্চিম পান্থপথ, ২য় তলা (স্কয়ার হাসপাতালের বিপরীতে), উত্তর ধানমন্ডি, ঢাকা।

আবেদনের শেষ তারিখ:
– ২৯ আগস্ট, ২০২৩।

সোর্স: বিডি জবস।

Leave a Reply

Back to top button