সারাদেশে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (জেনারেল) নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড বাংলাদেশের সদ্য অনুমতিপ্রাপ্ত একটি তফসিলি বাণিজ্যিক ব্যাংক। সম্প্রতি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক “ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (জেনারেল)” পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উল্লেখিত ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগ্রহীরা আগামী ১৫ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: দেশের সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও ও কোম্পানি সহ চলমান বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ জব আলাপ, টেলিগ্রাম চ্যানেল এবং লিংকডইন এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
ব্যাংকের নাম:
– বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।
পদের নামঃ
– ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (জেনারেল)
পদসংখ্যা:
– নির্ধারিত নয়।
দায় দায়িত্ব:
– নির্বাচিত ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (জেনারেল) ব্যাংকের বিভিন্ন স্থানে যেমন বিভাগ, শাখা, উপ-শাখা ইত্যাদিতে তাদের পোস্টিং এর উপর ভিত্তি করে বিস্তৃত পরিসরের ব্যবসায়িক ও অপারেশনাল কার্যভার গ্রহণ করবেন।
শিক্ষাগত যোগ্যতা:
– যেকোনো স্বীকৃত ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ০৪ (চার) বছরের স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি।
– অথবা যেকোনো স্বীকৃত ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে B.Sc ইঞ্জিনিয়ারিং।
– স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.০০ বা সমমানের ফলাফল এসএসসি এবং এইচএসসি স্তরে জিপিএ ৫.০০ এর মধ্যে ৪.০০।
– শিক্ষা জীবনের কোন ক্ষেত্রেই তৃতীয় বিভাগ/শ্রেণী বা সমমানের ফলাফল অনুমোদিত নয়।
– শুধুমাত্র প্রকাশিত একাডেমিক ফলাফল গ্রহণ করা হবে।
অভিজ্ঞতা:
– প্রয়োজন নেই।
বয়সসীমা (১৫ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে):
– সবোর্চ্চ ৩০ বছর।
চাকরির ধরন:
– ফুল টাইম ও স্থায়ী।
কর্মক্ষেত্র:
– অফিসে।
কর্মস্থল:
– বাংলাদেশের যেকোনো স্থানে।
– ঢাকার বাইরে যেতে অনিচ্ছুক প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।
অন্যান্য শর্তাবলী:
– চমৎকার মৌখিক এবং লিখিত যোগাযোগ দক্ষতা।
– এমএস অফিস অ্যাপ্লিকেশনগুলিতে পর্যাপ্ত কম্পিউটার সাক্ষরতা।
– নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের যোগদানের তারিখ থেকে ন্যূনতম ০৩ (তিন) বছরের জন্য ব্যাংকে পরিষেবা দেওয়ার জন্য একটি “জামানত বন্ড” স্বাক্ষর করতে হবে।
আরও চাকরির খবর দেখুন:
– স্নাতক পাসে টেলার/ হেড টেলার (ক্যাশ ক্যাডার) নিয়োগ দেবে মধুমতি ব্যাংক
– শূন্যপদে টিএসও-টিম লিডার নিয়োগ দেবে ওয়ান ব্যাংক
– অভিজ্ঞতা ছাড়াই অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ডাচ্-বাংলা ব্যাংক
– স্নাতক পাসে ম্যানেজার নিয়োগ দেবে ব্র্যাক
বেতন ও সুযোগ-সুবিধাঃ
– বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড আকর্ষণীয় ও প্রতিযোগিতা মূলক বেতন এবং সুবিধা অফার করে।
– এক বছরের প্রবেশন পিরিয়ড শেষে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (জেনারেল) থেকে অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে পদোন্নতি প্রাপ্ত হবেন এবং ব্যাংকের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়াঃ
– আবেদনের কোন হার্ড কপি গ্রহণ করা হবে না।
– কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
– মনে রাখবেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক একটি ইকুয়াল কর্মসংস্থান প্রতিষ্ঠান।
– যে কোন ধরনের প্ররোচনামূলক কর্মকান্ড প্রার্থিতা অযোগ্য ঘোষণা করবে।
– বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক কোন কারণ দর্শানো ছাড়াই যে কোন আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে।
– আগ্রহী প্রার্থীদের সাম্প্রতিক তোলা পাসপোর্ট আকারের ছবি সহ অনলাইনে আবেদন করুন।
– আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে।
– অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন
আবেদনের শেষ সময়:
– ১৫ সেপ্টেম্বর, ২০২৩।
সোর্স: বিডি জবস।