ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) নিয়োগ দেবে সাউথইস্ট ব্যাংক, বেতন ২৬ হাজার
সাউথইস্ট ব্যাংক লিমিটেড (Southeast Bank Limited) বাংলাদেশের একটি বেসরকারি ব্যানিজ্যিক ব্যাংক। ব্যাংকটি বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স পায় ২৩ মার্চ, ১৯৯৫ এবং প্রথম শাখার যাত্রা শুরু করে ২৫ মে, ১৯৯৫। সাউথইস্ট ব্যাংক দক্ষ জনশক্তি নিয়োগের লক্ষ্যে “ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ)- ফিমেল” পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) পদে আগামী ৩১ আগস্ট, ২০২৩ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: দেশের সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও ও কোম্পানি সহ চলমান বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ জব আলাপ, টেলিগ্রাম চ্যানেল এবং লিংকডইন এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
প্রতিষ্ঠানের নাম:
– সাউথইস্ট ব্যাংক লিমিটেড (Southeast Bank Limited)।
পদের নামঃ
– ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ)- ফিমেল
পদ সংখ্যা:
– নির্ধারিত নয়৷
শিক্ষাগত যোগ্যতা:
– যেকোন বিষয়ে যেকোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
– এসএসসি এবং এইচএসসিতে ৫.০০ স্কেলে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং স্নাতকে ৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ২.৮০ থাকতে হবে।
– একাডেমিক ক্যারিয়ারে তৃতীয় শ্রেনী/ বিভাগ/ ক্লাস এবং সমমানের জিপিএ গ্রহনযোগ্য নয়।
অভিজ্ঞতা:
– অভিজ্ঞতার প্রয়োজন নেই।
বয়সসীমা (৩১ জুলাই, ২০২৩ তারিখে):
– সর্বোচ্চ ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছরের বেশি না হওয়া।
চাকরির ধরন:
– ফুল টাইম ও স্থায়ী।
প্রার্থীর ধরন:
– শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কর্মক্ষেত্র:
– অফিসে (ক্যাশ বিভাগ)।
জব লোকেশন:
– বাংলাদেশের যেকোন স্থানে।
অন্যান্য শর্তাবলীঃ
– প্রার্থীর অবশ্যই ইংরেজিতে সাবলীলতার সাথে চমৎকার আন্তঃব্যক্তিক এবং যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
– কম্পিউটার অ্যাপ্লিকেশনে কাজের জ্ঞান থাকতে হবে।
আরও চাকরির খবর দেখুন:
– এসএসসি পাসে অফিস সহায়ক নিয়োগ দেবে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি
– স্নাতক পাসে ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, বেতন ২৮ হাজার
– সারাদেশে সেলস অফিসার নিয়োগ দেবে ওয়ালটন, পদ সংখ্যা ৩০
– উপজেলা প্রোগ্রাম ম্যানেজার নিয়োগ দেবে আরডিআরএস বাংলাদেশ, বেতন ৩০ হাজার
বেতন ও ভাতাঃ
– নির্বাচিত প্রার্থীদের ০২ (দুই) বছর সময়কালের জন্য প্রবেশনারি হিসাবে নিয়োগ দেওয়া হবে৷
– ১ম বছর মাসিক সর্বসাকুল্যে বেতন ২৬,০০০ টাকা।
– ২য় বছর মাসিক সর্বসাকুল্যে বেতন ৩০,০০০ টাকা।
– প্রবেশন পিরিয়ড সফলভাবে সমাপ্তির পরে ব্যাংকের নিয়মিত বেতন ও অন্যান্য সকল সুযোগ সুবিধাসহ অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) হিসাবে মাসিক মোট বেতন হবে- ৩৬,০০০ টাকা।
– চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের তারিখ থেকে ০৩ (তিন) বছর ব্যাংকে সেবা দেওয়ার জন্য একটি ৩০০ টাকার সিউরিটি বন্ড কাম সার্ভিস এগ্রিমেন্ট সম্পাদন করতে হবে।
আবেদনের প্রক্রিয়াঃ
– শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে।
– কোন কারণ ছাড়াই ব্যাংক যে কোন আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে।
– সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখঃ
– ৩১ আগস্ট, ২০২৩।
সোর্স: সাউথইস্ট ব্যাংক লিমিটেড।