এক্সিম ব্যাংক লিমিটেড (Exim Bank Limited) বাংলাদেশের বেসরকারি খাতের শরিয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংকের অন্যতম একটি। সম্প্রতি এক্সিম ব্যাংক দক্ষ জনশক্তি নিয়োগের লক্ষ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটিতে “ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ)” পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে আগামী ২০ আগস্ট, ২০২৩ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: দেশের সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও ও কোম্পানি সহ চলমান বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ জব আলাপ, টেলিগ্রাম চ্যানেল এবং লিংকডইন এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
প্রতিষ্ঠানের নাম:
– এক্সিম ব্যাংক লিমিটেড।
পদের নামঃ
– ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার
পদসংখ্যা:
– নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা:
– স্বনামধন্য যে কোন বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে ৪ বছরের স্নাতক ডিগ্রি সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
– স্নাতক এবং স্নাতকোত্তর উভয় স্তরে ন্যূনতম CGPA ২.২৫ বা দ্বিতীয় শ্রেণি থাকতে হবে।
– মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় স্তরে GPA ২.৫০ অথবা ‘ও’ লেভেলে ৩-বি এর সাথে এবং ‘এ’ লেভেলে ২-বি এর সাথে কমপক্ষে ২-এ থাকতে হবে।
– শিক্ষাজীবনের কোন পর্যায়ে তৃতীয় বিভাগ/ শ্রেণি/ সমমানের সিজিপিএ গ্রহনযোগ্য নয়।
অভিজ্ঞতা:
– আবশ্যক নয়।
বয়সসীমা (২০ আগস্ট, ২০২৩ তারিখে):
– সর্বোচ্চ ৩০ বছর।
– তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সবোর্চ্চ ৩২ বছর।
চাকরির ধরন:
– ফুল টাইম ও স্থায়ী।
প্রার্থীর ধরণ:
– নারী পুরুষ উভয়েই।
কর্মক্ষেত্র:
– অফিসে।
আরও চাকরির খবর দেখুন:
▣ ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগ দেবে এক্সিম ব্যাংক, বেতন ৫২ হাজার
▣ সারাদেশে অফিসার/ অ্যাসোসিয়েট ম্যানেজার নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক
▣ ঢাকায় অডিট অফিসার (অফিসার-পিও) নিয়োগ দেবে মধুমতি ব্যাংক
▣ টেকনিক্যাল অফিসার নেবে প্ল্যান ইন্টারন্যাশনাল, বেতন ৫৫ হাজার ২০
অতিরিক্ত শর্তাবলীঃ
– যোগদানের সময় প্রবেশন পিরিয়ড সহ ব্যাংকে ন্যূনতম ৫ বছর মেয়াদে সার্ভিস দেয়ার জন্য সিওরিটি বন্ড দিতে হবে।
– কম্পিউটার সাক্ষরতা থাকতে হবে (এমএস অফিস, ই-মেইল, ইন্টারনেটে ভাল দক্ষতা)।
– বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় চমৎকার যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
– মাল্টি-টাস্কিং ক্ষমতা এবং শক্তিশালী উপস্থাপনা দক্ষতা থাকতে হবে।
কর্মস্থল:
– বাংলাদেশের যে কোন স্থানে।
বেতন-ভাতাঃ
– মাসিক বেতন প্রবেশন পিরিয়ডে ২৮,০০০ টাকা (কনসোলিডেটেড)।
– এক বছর প্রবেশন পিরিয়ড শেষে ব্যাংকের রেগুলার এমপ্লয়ি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) হিসেবে মাসিক গ্রোস বেতন হবে ৪০,৫০০ টাকা।
– এছাড়া ব্যাংকের নিয়ম অনুযায়ী অন্যান্য সকল সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন।
আবেদনের পদ্ধতিঃ
– কেবলমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
– ব্যাংক কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে।
– সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখঃ
– ২০ আগস্ট, ২০২৩।
সোর্সঃ এক্সিম ব্যাংক লিমিটেড।
One Comment