টিএমএসএস প্রজেক্ট ম্যানেজার নিয়োগ বিজ্ঞপ্তি

ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) বাংলাদেশের একটি ক্ষুদ্রঋণ ভিত্তিক এনজিও। ১৯৮০ সালে অশোক ফেলো, প্রফেসর ডঃ হোসনে আরা বেগম বাংলাদেশের বগুড়ায় টিএমএসএস প্রতিষ্ঠা করেন। টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি সংস্থার কার্যক্রম-১ ডোমেইনের এখতিয়ারে বিদেশী দাতা সহায়তাপুষ্ট প্রকল্প বাস্তবায়নের জন্য “প্রজেক্ট ম্যানেজার” পদে যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিকট হতে আবেদন আহবান করা হচ্ছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা প্রজেক্ট ম্যানেজার পদে আগামী ১৪ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠকঃ নিয়মিত চাকরির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম চ্যানেল, লিংকডইন এবং গুগল নিউজ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
প্রতিষ্ঠানের নাম:
– ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস)।
পদের নাম:
– প্রজেক্ট ম্যানেজার।
পদ সংখ্যা:
– ০২ জন।
দায়িত্বসমূহ:
– কর্মী ব্যবস্থাপনা, Budget বিশ্লেষণ Case Story প্রস্তুত করা।
– Privet Sector Engagement সহ কৃষি, মৎস ও পশু পালন বিষয়ক কাজ উপকারভোগীদের সাথে কাজ করা।
– তৃণমূল পর্যায়ে বিভিন্ন Event বাস্তবায়ন করা।
জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি বেসরকারি ব্যক্তি/প্রতিষ্ঠানের সহিত যোগাযোগ মিটিং, সেমিনার প্রশিক্ষণ বাস্তবায়ন করা।
শিক্ষাগত যোগ্যতা:
– যে কোন বিষয়ে স্নাতকোত্তর/সমমান ডিগ্রী।
অভিজ্ঞতা:
– আগ্রহী প্রার্থীদের মোট ০৫ বছরের অভিজ্ঞতা তার মধ্যে এককভাবে Migration ও Climate Migration বিষয়ে প্রকল্প পরিচালনায় ০২ বছরের অভিজ্ঞতা।
বয়স:
– সর্বোচ্চ ৪০ বছর।
অতিরিক্ত যোগ্যতা:
– LFA, ToC, Result-base Frame Work সম্পর্কে স্পষ্ট ধারনা।
– জেলা ও উপজেলা পর্যায়ে CTC, DMCs, DAE, DoF, TTC সমূহের সহিত কাজ করার অভিজ্ঞতা।
– Computer এ MS Word, MS Excel, PowerPoint সহ বিভিন্ন Web Portal, Online Platfrom ব্যবহারে অভিজ্ঞতা।
– দাতা Report সহ সংস্থার Report নিজস্ব ইংরেজীতে প্রস্তুত করতে সক্ষম।
কর্মস্থল:
– মাদারীপুর।
বেতন-ভাতা:
– মাসিক বেতন ৪৮,০০০/- টাকা।
আরও চাকরির খবরঃ
– মেঘনা গ্রুপ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি
– মধুমতি ব্যাংক অফিসার ক্রেডিট (ইও-এফএভিপি) নিয়োগ বিজ্ঞপ্তি
– কমিউনিটি ব্যাংক রিলেশনশিপ অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি
– একাধিক পদে অফিসার নিয়োগ দেবে এসকেএস ফাউণ্ডেশন
আবেদন করার পূর্বে ভালভাবে পডুন:
১। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে SMS/মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে।
২। প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত (লভ্যাংশসহ ফেরতেযোগ্য) প্রদান করতে হবে।
৩। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।
৪। ইতিপূর্বে যারা টিএমএসএস-এর চাকরি হতে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টিএমএসএস-এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে। তবে টিএমএসএস কর্তৃক চাকুরিচ্যুত কর্মীর আবেদন করার আবশ্যকতা নাই।
৫। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেওয়া হবে।
৬। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৭। প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত (লভ্যাংশসহ ফেরতযোগ্য) প্রদান করতে হবে।
৮। কর্তৃপক্ষ কোন কারণ বা ব্যাখ্যা ব্যতিরেকে আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
আবেদন প্রক্রিয়া:
– আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে।
– সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ:
– ১৪ ডিসেম্বর, ২০২৩ইং।
সোর্স: বিডি জবস।
One Comment