মধুমতি ব্যাংক জব

স্নাতক পাসে টেলার/ হেড টেলার (ক্যাশ ক্যাডার) নিয়োগ দেবে মধুমতি ব্যাংক

বাংলাদেশের বেসরকারি খাতের ৪র্থ প্রজন্মের ব্যাংক হিসেবে অন্যতম একটি মধুমতি ব্যাংক লিমিটেড। সম্প্রতি মধুমতি ব্যাংক দক্ষ জনশক্তি নিয়োগের লক্ষ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটিতে “টেলার/ হেড টেলার (ক্যাশ ক্যাডার)- এও থেকে ইও” পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা টেলার/ হেড টেলার পদে আগামী ১৪ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: দেশের সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও ও কোম্পানি সহ চলমান বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ জব আলাপ, টেলিগ্রাম চ্যানেল এবং লিংকডইন এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

ব্যাংকের নাম:
– মধুমতি ব্যাংক লিমিটেড।

পদের নামঃ
– টেলার/ হেড টেলার (ক্যাশ ক্যাডার)

পদ মর্যাদা:
– এও থেকে ইও

পদ সংখ্যা:
– নির্ধারিত নয়৷

দায়-দায়িত্বঃ
– দৈনন্দিন ক্যাশ হ্যান্ডলিং করা এবং ব্যাংকের ক্যাশ কাউন্টারে ক্যাশ পরিচালনা করা।
– চেক যাচাইকরণের পরে পেমেন্ট করা।
– হেড টেলার/ সুপারভাইজারকে কোন সন্দেহজনক কার্যকলাপ/ লেনদেনের প্রতিবেদন করা।
– ক্যাশ সম্পর্কিত অন্যান্য সেবা সরবরাহ করা।
– সকল লেনদেন তাত্ক্ষণিক এবং নির্ভুলভাবে ব্যাংকের নীতি ও পদ্ধতি অনুসরণ করে সংরক্ষণ করা।
– ব্যাংকের সুপারভাইজার/ ম্যানেজমেন্ট কর্তৃক নির্ধারিত অন্য যে কোন কাজ/ দায়িত্ব পালন করা।

শিক্ষাগত যোগ্যতা:
– যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোন বিষয়ে স্নাতক ডিগ্রি।
– শিক্ষা জীবনের কোন ক্ষেত্রে তৃতীয় বিভাগ/ ক্লাস গ্রহনযোগ্য নয়।

অভিজ্ঞতা:
– ব্যাংকের ক্যাশ ফাংশন/ ডেস্কে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা (১৪ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে):
– সর্বনিম্ন ২৫ বছর।

চাকরির ধরণ:
– ফুল টাইম ও স্থায়ী৷

কর্মক্ষেত্র:
– অফিসে।

কর্মস্থল:
– বাংলাদেশের যে কোন স্থানে।

আরও চাকরির খবর দেখুন:
শূন্যপদে টিএসও-টিম লিডার নিয়োগ দেবে ওয়ান ব্যাংক
অভিজ্ঞতা ছাড়াই অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ডাচ্-বাংলা ব্যাংক
সিভিল সার্জনের কার্যালয় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, পদ সংখ্যা ২৭৯
ঢাকায় কর্পোরেট সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, বেতন ৪০ হাজার

অন্যান্য শর্তাবলীঃ
– নতুন প্রার্থীদের আবেদন করার দরকার নেই।
– সার্ভিসের মাঝে বিরতি প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।
– MS Word, Excel, Power Point এ দক্ষ হতে হবে।
– শক্তিশালী যোগাযোগ দক্ষতা থাকতে হবে (মৌখিক এবং লিখিত)।

বেতন ভাতা:
– বেতন আলোচনা সাপেক্ষে।
– এছাড়াও কোম্পানি কর্তৃক অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদনের প্রক্রিয়া:
– বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
– আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
– অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন

আবেদন করুন

আবেদনের শেষ সময়:
– ১৪ সেপ্টেম্বর, ২০২৩।

সোর্সঃ মধুমতি ব্যাংক।

Leave a Reply

Back to top button