কোম্পানি জব

সিনিয়র অফিসার নিয়োগ দেবে এসিআই গোদরেজ এগ্রোভেট, বেতন ৪৫ হাজার

রেটিং দিন

এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড হল একটি যৌথ উদ্যোগ কোম্পানি যা এসিআই লিমিটেড, বাংলাদেশ এবং গোদরেজ অ্যাগ্রোভেট লিমিটেড, ভারতের ৫০:৫০ শেয়ার দ্বারা গঠিত। সম্প্রতি এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড “সিনিয়র অফিসার – অ্যাকাউন্টস” পদে জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা সিনিয়র অফিসার পদে অনলাইনের মাধ্যমে আগামী ২৪ অক্টোবর, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠকঃ নিয়মিত চাকরির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম চ্যানেল, লিংকডইন এবং গুগল নিউজ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড সিনিয়র অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নামঃ
– এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড

পদের নামঃ
– সিনিয়র অফিসার – অ্যাকাউন্টস

পদ সংখ্যাঃ
– নির্ধারিত নয়।

জব কনটেক্সট:
– ফিড মিল অ্যাকাউন্ট অপারেশনে দৈনন্দিন অ্যাকাউন্ট-সম্পর্কিত কাজের সমন্বয়।

দায় দায়িত্বঃ
– পেটি ক্যাশ এবং ক্যাশ রিকন্সিলিয়েশন বজায় রাখা
– স্থানীয় ক্রয় এবং ক্ষুদ্র নগদ বিল চেক করতে এবং অর্থপ্রদান প্রক্রিয়াকরণ।
– এসএপি-তে পরিবহন বিল এবং স্থানীয় ক্রয়ের এন্ট্রি প্রস্তুত করা।
– ইনভয়েসিং, গেট পাস সাইনিং এবং ভ্যাট সফটওয়্যারে ভ্যাট চালান পোস্ট করার জন্য।
– ভ্যাট সফ্টওয়্যার বজায় রাখা এবং প্রতিদিন আপডেট রাখা।
– পেমেন্টের জন্য উপস্থিতি এবং ওভারটাইম ঘন্টা এবং শ্রম বিল প্রক্রিয়াকরণ পরীক্ষা করতে।
– ব্যবস্থাপনার প্রয়োজন অনুযায়ী দৈনিক/মাসিক MIS প্রস্তুত করা।
– শিফটিং ডিউটি করতে ইচ্ছুক।

শিক্ষাগত যোগ্যতাঃ
– ইউজিসি অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং/ফাইনান্সে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।

অভিজ্ঞতাঃ
– সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরণঃ
– ফুল টাইম।

প্রার্থীর ধরণঃ
– নারী পুরুষ উভয়েই।

বয়সসীমাঃ
– বয়স ২৮ থেকে ৩৫ বছর।

কর্মক্ষেত্রঃ
– অফিসে।

কর্মস্থলঃ
– নারায়ণগঞ্জ।

আরও চাকরির খবরঃ

সারাদেশে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক
মাস্টার্স পাসে রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগ দেবে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ
স্নাতক পাসে ট্রেইনি রিলেশনশিপ অফিসার নেবে ইস্টার্ন ব্যাংক, বেতন ২৮ হাজার
ঢাকায় বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে রকমারি, বেতন ৩৫ হাজার

অন্যান্য শর্তাবলীঃ
– ভাল যোগাযোগ এবং কম্পিউটারের উপর চমৎকার কমান্ড, দর কষাকষির দক্ষতা এবং দায়িত্ব পরিবর্তনের স্বীকৃতি।

বেতন-ভাতাঃ
– মাসিক বেতন ৪০,০০০ থেকে ৪৫,০০০ টাকা।

কোম্পানীর সুযোগ সুবিধাদি:
– বেতন পর্যালোচনা: বার্ষিক
– উৎসব ভাতা: ২টি (বার্ষিক)
– গ্র্যাচুইটি, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স, স্বাস্থ্য বীমা, লিভ এনক্যাশমেন্ট, প্রভিডেন্ট ফান্ড (PF), ছুটির ভাড়া সহায়তা (LFA)।

আবেদন প্রক্রিয়াঃ
– আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
– সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন

আবেদন করুন

আবেদনের শেষ তারিখঃ
– ২৪ অক্টোবর, ২০২৩।

সোর্স: বিডি জবস।

এ সম্পর্কিত আরও

Leave a Reply

Back to top button