একাধিক পদে অফিসার নিয়োগ দেবে এসকেএস ফাউণ্ডেশন
এসকেএস ফাউণ্ডেশন জাতীয় পর্যায়ের একটি স্বীকৃত বেসরকারী উন্নয়নমূলক সংস্থা যা, ১৯৮৭ সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) সনদ সহ একাধিক প্রতিষ্ঠান কর্তৃক সনদ প্রাপ্ত। উক্ত সংস্থায় ঋণ কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে নিম্নে উল্লিখিত পদে কর্মী নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ডাক/কুরিয়ার/সরাসরি অথবা ই-মেইলের মাধ্যমে আগামী ২৫ নভেম্বর, ২০২৩ এর মধ্যে আবেদনপত্র পাঠাতে পারবেন।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠকঃ নিয়মিত চাকরির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম চ্যানেল, লিংকডইন এবং গুগল নিউজ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
এসকেএস ফাউণ্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি
১. পদের নাম: সহকারী রিজিওনাল ম্যানেজার।
পদ সংখ্যা:
– ১০ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
– যে কোন বিষয়ে মাস্টার্স।
– এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে একসাথে ০৫ টি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিং এ দক্ষ হতে হবে।
– মোটর সাইকেল চালনায় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়স:
– অনুর্ধ্ব ৪০ বছর।
বেতন-ভাতা:
– শিক্ষানবিশকালে (৪ মাস) মাসিক সর্বসাকুল্যে ৪০,০০০/- এবং শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন-ভাতা হবে ৪৬,৩০০/- এছাড়াও মোবাইল ভাতা ১,০০০/-, জ্বালানী ভাতা ৩,৫০০/-।
– দূরত্ব ভাতা ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন।
– এরিয়া পরিচালনা করার মানসিকতা থাকতে হবে।
২. পদের নাম: সহকারী এরিয়া ম্যানেজার।
পদ সংখ্যা:
– ২০ জন।
শিক্ষাগত যোগ্যতা:
– যে কোন বিষয়ে মাস্টার্স।
অভিজ্ঞতা:
– এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিং এ দক্ষ হতে হবে।
– মোটর সাইকেল চালনায় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়স:
– অনুর্ধ্ব ৪০ বছর।
বেতন-ভাতা:
– শিক্ষানবিশকালে (৪ মাস) মাসিক সর্বসাকুল্যে ৩৫,০০০/- এবং শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন-ভাতা হবে ৩৮,৪০০/-।
– এছাড়াও মোবাইল ভাতা ৭০০/, জ্বালানী ভাতা ৩,০০০/-।
– দুরত্ব ভাতা, আবাসন ভাতা (প্রযোজ্য ক্ষেত্রে) ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন।
– ব্রাঞ্চ পরিচালনা করার মানসিকতা থাকতে হবে।
৩. পদের নাম: সহকারী ব্রাঞ্চ ম্যানেজার।
পদের সংখ্যা:
– ১০০ জন।
শিক্ষাগত যোগ্যতা:
– যে কোন বিষয়ে মাস্টার্স।
অভিজ্ঞতা:
– এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে ২ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স:
– অনুর্ধ্ব ৩৫ বছর।
বেতন-ভাতা:
– শিক্ষানবিশকালে (৪ মাস) মাসিক সর্বসাকুল্যে ২৫,০০০/- টাকা।
– এছাড়াও দুরত্ব ভাতা, আবাসন ভাতা (প্রযোজ্য ক্ষেত্রে) ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন।
৪. পদের নাম: ফিল্ড এ্যাসিস্ট্যান্ট।
পদের সংখ্যা:
– ১০০ জন।
শিক্ষাগত যোগ্যতা:
– কমপক্ষে অনার্স/ডিগ্রি পাস।
অভিজ্ঞতা:
– এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে ২ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স:
– অনুর্ধ্ব ৩৫ বছর।
বেতন-ভাতা:
– শিক্ষানবিশকালে (৪ মাস) মাসিক সর্বসাকুল্যে ১৮,০০০/- এবং শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন-ভাতা হবে ২৩,৯০০/-।
– এছাড়াও দুরত্ব ভাতা, আবাসন ভাতা (প্রযোজ্য ক্ষেত্রে) ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন।
৫. পদের নাম: ট্রেইনি ফিল্ড স্টাফ।
পদের নাম:
– ২০০ জন।
শিক্ষাগত যোগ্যতা:
– যে কোন বিষয়ে মাস্টার্স/স্নাতক/ডিগ্রি পাস।
অভিজ্ঞতা:
– এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।
– মোটরসাইকেল চালনার দক্ষতা থাকতে হবে।
বয়স:
– অনুর্ধ্ব ৩৫ বছর।
বেতন-ভাতাঃ
– প্রশিক্ষণকালীন সময়ে মাসিক সম্মানী হবে সর্বসাকুল্যে ১০,০০০/-।
– সন্তোষজনক ভাবে দুই (২) মাস প্রশিক্ষণকাল সমাপ্ত করার পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতাসহ অনান্য সুবিধাদি প্রদান করা হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা:
– সাপ্তাহিক ২ দিন ছুটি, পি.এফ, গ্রাচুয়িটি, চিকিৎসা সেবা সহায়তা, বৈশাখী ভাতা, উৎসব ভাতা এবং ব্যয়বহুল স্থান ও চরে অবস্থিত ব্রাঞ্চে কাজের জন্য বিশেষ যাতায়াত ভাতা প্রদান করা হবে।
– সংশ্লিষ্ট কাজে অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
সাধারণ শর্তাবলী:
– শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে।
– সকল পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত (ফেরতযোগ্য) প্রদান করতে হবে।
– সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া অন্যান্যদের আবেদন গ্রহণযোগ্য হবে না।
– সংশ্লিষ্ট কাজে অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
– উক্ত নিয়োগের ক্ষেত্রে কোন প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকুন।
কর্মস্থল:
– বাংলাদেশের যেকোনো স্থানে।
আরও চাকরির খবরঃ
– নিটল-নিলয় গ্রুপ অফিসার/সিনিয়র অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি
– একাধিক পদে নিয়োগ দেবে বুরো বাংলাদেশ
– ওয়ান ব্যাংক সিনিয়র অফিসার – প্রিন্সিপাল অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি
– ঢাকায় বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নিয়োগ দেবে পদ্মা ব্যাংক সিকিউরিটিজ
আবেদন প্রক্রিয়া:
– খামের উপরে এবং আবেদনপত্রের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
– আগ্রহী প্রার্থীরা ডাক/কুরিয়ার/সরাসরি অথবা
ই-মেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন।
– আগ্রহী প্রার্থীরা লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত (ইমেইল ও মোবাইল নম্বর উল্লেখসহ), ০২ কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয় পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপি পাঠাতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা:
উপ-পরিচালক,
মানব সম্পদ বিভাগ,
এসকেএস ফাউণ্ডেশন,
কলেজ রোড, উত্তর হরিণ সিংহা,
গাইবান্ধা- ৫৭০০।
অথবা, নিচের ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন
hr@sks-bd.org
আবেদনের শেষ তারিখ:
– ২৫ নভেম্বর, ২০২৩ ইং।
সোর্স: এসকেএস ফাউণ্ডেশন।
৩ Comments