কোম্পানি জব

স্নাতক পাসে সেলস অফিসার নিয়োগ দেবে ওয়ালটন প্লাজা

রেটিং দিন

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি হচ্ছে একটি বাংলাদেশী ব্র্যান্ড; যার সদর দপ্তর ঢাকায় অবস্থিত। সম্প্রতি ওয়ালটন তাদের ওয়ালটন প্লাজা ‘সেলস অফিসার’ পদে জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা ওয়ালটন প্লাজা সেলস অফিসার পদে অনলাইনের মাধ্যমে আগামী ৩১ অক্টোবর, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠকঃ নিয়মিত চাকরির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম চ্যানেল, লিংকডইন এবং গুগল নিউজ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

ওয়ালটন প্লাজা সেলস অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম:
– ওয়ালটন প্লাজা

বিভাগের নাম:
– সেলস

পদের নাম:
– সেলস অফিসার

পদসংখ্যা:
– ২০ টি।

দায় দায়িত্ব:
– শোরুম থেকে ওয়ালটন ব্র্যান্ডের পণ্যের সরাসরি বিপণন এবং বিক্রয় (যেমন, রেফ্রিজারেটর, ফ্রিজার, টিভি, এসি, সেলফোন, কম্পিউটার, হোম অ্যাপ্লায়েন্সেস, বৈদ্যুতিক যন্ত্রপাতি ইত্যাদি)
– মাসিক বিক্রয় লক্ষ্য অর্জন।
– শোরুমে সমস্ত গ্রাহকদের যত্ন সহকারে উপস্থিত থাকুন এবং পরিচালনা করুন।

শিক্ষাগত যোগ্যতা:
– সিএসই/ইইই-তে ডিপ্লোমা বা সিএসই/ইইই-তে বিএসসি বা যেকোনো স্বনামধন্য ইনস্টিটিউট/বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক।

অভিজ্ঞতা:
– প্রয়োজন নেই।

বয়সসীমা:
– সবোর্চ্চ ৩০ বছর।

চাকরির ধরন:
– ফুল টাইম।

প্রার্থীর ধরণ:
– নারী পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

কর্মস্থল:
– কক্সবাজার।

আরও চাকরির খবরঃ

এসএসসি পাসে সেলসম্যান/ ক্যাশিয়ার নিয়োগ দেবে মীনা বাজার, বেতন ২০ হাজার
স্নাতক পাসে ট্রেইনি অফিসার (কার্ডস অ্যাকুইজিশন) নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক
অভিজ্ঞতা ছাড়াই ট্রেইনি এক্সিকিউটিভ নিয়োগ দেবে প্রাণ গ্রুপ
ঢাকায় বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে রকমারি, বেতন ৩৫ হাজার

প্রয়োজনীয় দক্ষতা:
– ভাড়া বিক্রয় প্রক্রিয়া সম্পর্কে ভাল জ্ঞান।

বেতন-ভাতা:
– মাসিক বেতন আলোচনা সাপেক্ষে।
– এছাড়াও কোম্পানি কর্তৃক অন্যান্য সুযোগ-সুবিধা।

আবেদনের নিয়ম:
– আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
– অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন

আবেদন করুন

অথবা, আগ্রহী প্রার্থীদের একটি কভার লেটার এবং একটি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি, সম্পূর্ণ সিভি সহ পদের নাম উল্লেখ পূর্বক নিচের ঠিকানায় সিভি পাঠাতে পারবেন।

সিভি পাঠানোর ঠিকানা:
Head of HRM (Plaza), Walton Group,
Corporate Office, Plot No-1088, Block-I, Road No-Sabrina Sobhan
(5th Avenue), Bashundhara, Dhaka-1229.

আবেদনের শেষ সময়:
– ৩১ অক্টোবর, ২০২৩।

সোর্স: বিডি জবস।

Leave a Reply

Back to top button