এনআরবি ব্যাংক জব

সারাদেশে রিলেশনশিপ অফিসার (অফিসার-পিও) নিয়োগ দেবে এনআরবি ব্যাংক

এনআরবি ব্যাংক লিমিটেড বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের ৪র্থ প্রজন্মের অত্যন্ত পরিচিত ব্যাংকের একটি। বাংলাদেশের ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানের সেক্টরে এই ব্যাংকটি একটি মৌলিক ভূমিকা পালন করে। সম্প্রতি দক্ষ জনশক্তি নিয়োগের লক্ষ্যে ব্যাংকটির কার্ড ডিভিশনের কার্ডস কালেকশন এন্ড মনিটরিং ডিপার্টমেন্ট-এ “রিলেশনশিপ অফিসার (অফিসার-পিও)” পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা রিলেশনশিপ অফিসার পদে আগামী ২৫ আগস্ট, ২০২৩ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: দেশের সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও ও কোম্পানি সহ চলমান বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ জব আলাপ, টেলিগ্রাম চ্যানেল এবং লিংকডইন এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

প্রতিষ্ঠানের নাম:
– এনআরবি ব্যাংক লিমিটেড।

পদের নামঃ
– রিলেশনশিপ অফিসার

পদ সংখ্যা:
– নির্ধারিত নয়৷

পদ মর্যাদা:
– অফিসার থেকে প্রিন্সিপাল অফিসার।

এ সম্পর্কিত আরও

শিক্ষাগত যোগ্যতা:
– স্বনামধন্য যেকোনো প্রতিষ্ঠান থেকে এমবিএ/ মাস্টার্স/ গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা:
– ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানে পদ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা:
– সর্বোচ্চ ৩৫ বছর।
– অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

চাকরির ধরণ:
– ফুল টাইম ও স্থায়ী৷

প্রার্থীর ধরণ:
– নারী পুরুষ উভয়েই৷

কর্মক্ষেত্র:
– অফিসে।

কর্মস্থল:
– বাংলাদেশের যে কোন স্থানে।

আরও দেখুন:
স্নাতক পাসে অফিসার (টেম্পোরারি) নিয়োগ দেবে সিটি ব্যাংক, বেতন ৩০ হাজার
স্নাতক পাসে ট্রেইনি রিলেশনশিপ অফিসার নেবে ইস্টার্ন ব্যাংক, বেতন ২৮ হাজার
পূবালী ব্যাংকের একাধিক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

অতিরিক্ত শর্তাবলীঃ
– আর্থিক এবং বাজেটের প্রয়োজনীয়তার উপর ফোকাস সহ চমৎকার সম্পর্ক পরিচালনার দক্ষতা থাকতে হবে।
– Word, Excel, Outlook, PowerPoint ইত্যাদি বিষয়ে চমৎকার জ্ঞান থাকতে হবে।
– চমৎকার যোগাযোগ এবং সামাজিক দক্ষতা থাকতে হবে।
– অত্যন্ত যোগ্য প্রার্থীর জন্য শর্ত শিথিল করা হতে পারে।

বেতন ও ভাতা:
– আলোচনা সাপেক্ষে।
– এছাড়াও ব্যাংকের নিয়ম ও পলিসি অনুযায়ী সকল সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদনের প্রক্রিয়া:
– শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
– আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
– অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন

আবেদন করুন

আবেদনের শেষ তারিখ:
– ২৫ আগস্ট, ২০২৩।

সোর্স: বিডি জবস।

Leave a Reply

Back to top button