ব্র্যাক ব্যাংক লিমিটেড (BRAC Bank Limited) বাংলাদেশের স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম। এটি মূলত; বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক কর্তৃক পরিচালিত আর্থিক প্রতিষ্ঠান। সম্প্রতি ব্যাংকটি তাদের এমার্জিং কর্পোরেট বিভাগে “অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার / রিলেশনশিপ ম্যানেজার” পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার/রিলেশনশিপ ম্যানেজার পদে আগামী ২০ আগস্ট, ২০২৩ পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: দেশের সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও ও কোম্পানি সহ চলমান বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ জব আলাপ, টেলিগ্রাম চ্যানেল এবং লিংকডইন এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
প্রতিষ্ঠানের নাম:
– ব্র্যাক ব্যাংক লিমিটেড।
বিভাগ:
– এমার্জিং কর্পোরেট।
পদের নাম:
– অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার/রিলেশনশিপ ম্যানেজার।
পদ মর্যাদা:
– অফিসার থেকে এসপিও
পদ সংখ্যা:
– নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা:
– ইউজিসি অনুমোদিত বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি।
অভিজ্ঞতা:
– আর্থিক সেবাসমূহ সম্পর্কে ন্যূনতম ৩ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স:
– নির্ধারিত নয়
চাকরির ধরন:
– ফুল টাইম ও স্থায়ী৷
প্রার্থীর ধরণ:
– নারী পুরুষ উভয়েই।
কর্মস্থল:
– বাংলাদেশের যেকোন স্থানে।
আরও চাকরির খবর দেখুন
- ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার গ্রেড-II নিয়োগ দেবে সাউথইস্ট ব্যাংক, বেতন ২৮ হাজার
- ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) নেবে এক্সিম ব্যাংক, বেতন ৪০ হাজার ৫০০
- ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগ দেবে এক্সিম ব্যাংক, বেতন ৫২ হাজার
- স্নাতক পাসে ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, বেতন ২৮ হাজার
অন্যান্য শর্তাবলীঃ
– সব ধরনের ব্যাংকিং পণ্যের যথাযথ জ্ঞান (ডিপোজিট, ফান্ডেড এবং নন-ফান্ডেড);
– ট্রেড ফাইন্যান্স সহ যৌগিক সুবিধাগুলি বোঝা এবং বোঝানোর ক্ষমতা;
– কম্পিউটার সাক্ষরতা (এমএস অফিস);
– ভাল আন্তঃব্যক্তিক এবং যোগাযোগ দক্ষতা;
– একটি দলে কাজ করার ক্ষমতা।
– গ্রাহককেন্দ্রিকতায় দক্ষ, স্ব-চালিত।
বেতন ও ভাতাঃ
– বেতন আলোচনা সাপেক্ষে।
– ব্যাংকের নিয়ম অনুসারে আকর্ষনীয় বেতন ও ভাতা এবং তৎসহ সকল সুযোগ ও সুবিধা প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়াঃ
– শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
– ব্র্যাক ব্যাংক কোন কারণ দর্শানো ছাড়াই যে কোন আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে।
– ব্র্যাক ব্যাংক নিয়োগ প্রক্রিয়ার যে কোন পর্যায়ে কোন ফি গ্রহণ করে না।
– মনে রাখবেন ব্র্যাক ব্যাংক একটি ইকুয়াল কর্মসংস্থান প্রতিষ্ঠান।
– যে কোন ধরনের প্ররোচনামূলক কর্মকান্ড প্রার্থিতা অযোগ্য ঘোষণা করবে।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে।
– সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখঃ
– ২০ আগস্ট, ২০২৩।
সোর্সঃ ব্র্যাক ব্যাংক লিমিটেড।
আবেদন করতে পারচি না
কেন ভাই?