এনজিও জব

স্নাতক পাসে রিসেপশনিস্ট কাম কম্পিউটার অপারেটর নিয়োগ দেবে আশা এনজিও

রেটিং দিন

আশা এনজিও বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান। বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিনের সমীক্ষায় আশা বিশ্বের শীর্ষতম ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা হিসেবে স্বীকৃত। আশা এনজিও দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্য নিয়ে ১৯৭৮ সালে যাত্রা শুরু করে। সম্প্রতি আশা এনজিও ‘রিসেপশনিস্ট কাম কম্পিউটার অপারেটর’ পদে জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা রিসেপশনিস্ট কাম কম্পিউটার অপারেটর পদে আগামী আগামী ০৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠকঃ নিয়মিত চাকরির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম চ্যানেল, লিংকডইন এবং গুগল নিউজ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

আশা এনজিও রিসেপশনিস্ট কাম কম্পিউটার অপারেটর নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম:
– আশা এনজিও

পদের নাম:
– রিসেপশনিস্ট কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা:
– ০৪ জন

দায় দায়িত্ব:
– স্বাগত/স্বাগত জানান রোগী এবং দর্শনার্থীদের, ব্যক্তিগতভাবে বা টেলিফোনে; উত্তর বা অনুসন্ধানের উল্লেখ করুন।
– পণ্য বিক্রয়ের সমস্ত পরিষেবা চার্জ গ্রহণ করুন এবং গ্রাহকদের নগদ মেমো/রসিদ প্রদান করুন।
– সুবিধার সমস্ত রিপোর্টের ডাটা এন্ট্রি সহ কম্পিউটারের সমস্ত কাজ বজায় রাখা।
– তত্ত্বাবধায়ক/কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত অন্যান্য সম্পর্কিত এবং আইনানুগ দায়িত্ব পালন করা।
– অফিস/তত্ত্বাবধায়ক দ্বারা নির্ধারিত অন্য কোনো আইনগত দায়িত্ব গ্রহণ করুন।

শিক্ষাগত যোগ্যতা:
– যেকোন বিষয়ে স্নাতক ডিগ্রি।

অভিজ্ঞতা:
– সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন:
– ফুল টাইম

বয়সসীমা:
– বয়স সর্বোচ্চ ৩০ বছর।

কর্মক্ষেত্র:
– অফিস।

কর্মস্থল:
– ব্রাহ্মণবাড়িয়া, দিনাজপুর, কিশোরগঞ্জ, কুড়িগ্রাম, নীলফামারী।

আরও চাকরির খবরঃ

স্নাতক পাসে রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে উপায়
ঢাকায় অফিসার (ইন্টারনাল অডিট) নিয়োগ দেবে আইডিএলসি ফাইন্যান্স
এসএসসি পাসে সিকিউরিটি গার্ড নিয়োগ দেবে ব্র্যাক
সারাদেশে সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ

অন্যান্য শর্তাবলী:
– ওয়ার্ডের ভালো কমান্ড, বাংলা টাইপিংয়ের পাশাপাশি মাইক্রোসফট অফিস প্যাকেজ যেমন: ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, আউটলুক (ইমেল) এবং ওয়েব ব্রাউজিং অগ্রাধিকার পাবে।
– চমৎকার যোগাযোগ দক্ষতা।
– ইংরেজি ভাষা দক্ষতা।

বেতন-ভাতা:
– মাসিক বেতন ২০,০০০/-
– প্রবেশনকাল ১ (এক) বছর এবং সফলভাবে প্রবেশনারি মেয়াদ শেষ হওয়ার পর কর্মচারীকে ASA-এর নিয়মিত বেতন স্কেলে বেতন দেওয়া হবে।

অন্যান্য সুবিধা:
– কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক বেতন বৃদ্ধি, উৎসব ভাতা, নববর্ষ ভাতা (বৈশাখী) এবং কর্মচারীদের গ্রুপ বেনিফিট ফান্ডের মতো সমস্ত গ্রহণযোগ্য সুবিধাগুলি প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া:
– শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নিয়োগ পদ্ধতির জন্য ডাকা হবে।
– ASA একটি অনুদান মুক্ত, স্বনির্ভর এবং ধূমপানমুক্ত ক্ষুদ্রঋণ সংস্থা।
– আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
– সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন

আবেদন করুন

আবেদনের শেষ তারিখ:
– ০৭ অক্টোবর, ২০২৩।

সোর্স: বিডি জবস।

Leave a Reply

Back to top button