সাপ্তাহিক প্রথম আলো চাকরি বাকরিঃ ১০ নভেম্বর, ২০২৩

বাংলাদেশের জনপ্রিয় দৈনিক পত্রিকাগুলোর মধ্যে প্রথম আলো অন্যতম। প্রথম আলো পত্রিকা একটি অন্যতম জনপ্রিয় অংশ হলো প্রতি সপ্তাহে প্রকাশিত প্রথম আলো চাকরি বাকরি।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠকঃ নিয়মিত চাকরির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম চ্যানেল, লিংকডইন এবং গুগল নিউজ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
দেশে বেকার তরুণদের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে চাকরির বিজ্ঞপ্তি খোঁজা তরুণদের সংখ্যাও বাড়ছে। তাই দিনে দিনে প্রথম আলো থেকে প্রকাশিত সাপ্তাহিক চাকরির পত্রিকার কদরও বাড়ছে।
টেকনো ইনফো বিডি‘র সাপ্তাহিক চাকরির পত্রিকা ক্যাটাগরিতে তাই যুক্ত হয়েছে বাংলাদেশের বহুল প্রচলিত দৈনিক প্রথম আলো পত্রিকার সাপ্তাহিক আয়োজন প্রথম আলো চাকরি বাকরি।
আমরা জানি প্রথম আলো পত্রিকায় সাপ্তাহিক ভাবে পুরো সপ্তাহের সরকারি, বেসরকারি, ব্যাংক, বীমা, এনজিও, কোম্পানি সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি ও ক্যারিয়ার পরামর্শ প্রকাশ করা হবে থাকে। তাই সপ্তাহের শেষে এই পত্রিকায় ব্যাপক চাহিদা লক্ষ্য করা যায়।
টেকনো ইনফো বিডি’র সাপ্তাহিক আয়োজন সাপ্তাহিক চাকরির পত্রিকা ক্যাটাগরিতে প্রথম আলো চাকরি বাকরি পত্রিকার ১০ নভেম্বর, ২০২৩ এর PDF কপি প্রকাশ করা হয়েছে। আশা করছি আমাদের পাঠকদের উপকারে আসবে।
প্রথম আলো চাকরির সংবাদ, প্রথম আলো নিয়োগ বিজ্ঞপ্তি, প্রথম আলো জব সার্কুলার, প্রথম আলো চাকরি বাকরি, প্রথম আলো চাকরি, সরকারি চাকরি, প্রথম আলো সাপ্তাহিক চাকরির পত্রিকা ইত্যাদি বিষয়াদি এখন থেকে টেকনো ইনফো বিডিতে নিয়মিত ভাবে উপস্থাপন করা হবে আশা করি আমাদের সাথেই থাকবেন।
প্রথম আলো চাকরি বাকরি পত্রিকা ১০ নভেম্বর, ২০২৩
পত্রিকা নাম | প্রথম আলো চাকরি বাকরি |
চাকরির ধরণ | সরকারি/ বেসরকারি |
ক্যাটাগরি | চাকরির পত্রিকা |
প্রকাশের তারিখ | ১০ নভেম্বর, ২০২৩ |
বয়সসীমা | ১৮-৬০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | ৫ম শ্রেণি থেকে স্নাতকোত্তর |
আবেদনের মাধ্যম | অনলাইন/ডাকযোগ/সরাসরি/কুরিয়ার |
বড় ফাইল হওয়ায় লোড নিতে একটু সময় লাগতে পারে দয়াকরে অপেক্ষা করুন
Prothom Alo Chakri Bakri 20 November, 2023 [PDF/Image Download] করুন উপরের ছবির উপর ক্লিক করে।
প্রথম আলো চাকরির নিয়োগ সার্কুলার প্রতি শুক্রবার প্রকাশ করে থাকি। বিভিন্ন সরকারি চাকরির সার্কুলার, দেশের বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, কোম্পানি, এনজিও, সংস্থা, ফাউন্ডেশন, হাসপাতাল এবং সব নিয়োগের চাকরির খবর প্রথম আলো ফিচারে প্রকাশিত হয়। চাকরি বাকরি পত্রিকাতে উল্লেখিত পদে আকর্ষণীয় বেতন ও সুবিধাসহ পাবেন।
আরও চাকরির খবরঃ
– সাউথইস্ট ব্যাংক প্রবেশনারি অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি
– গ্লোবাল ইসলামী ব্যাংক প্রবেশনারি অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি
– ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক
সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি টেকনো ইনফো বিডি’তে নিয়মিত প্রকাশ করে থাকি। ব্যাংক, সরকারি, এনজিও, কোম্পানি জব সহ আকর্ষনীয় সব চাকরি বিজ্ঞপ্তি আমাদের ওয়েবসাইটে পাবেন।
One Comment