ঢাকায় প্রোগ্রাম অফিসার নিয়োগ দেবে আশা এনজিও, বেতন ৪০,০০০

আশা এনজিও বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান। বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিনের সমীক্ষায় আশা বিশ্বের শীর্ষতম ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা হিসেবে স্বীকৃত। আশা এনজিও দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্য নিয়ে ১৯৭৮ সালে যাত্রা শুরু করে। সম্প্রতি আশা এনজিও ‘প্রোগ্রাম অফিসার’ পদে জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা প্রোগ্রাম অফিসার পদে আগামী আগামী ০৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠকঃ নিয়মিত চাকরির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম চ্যানেল, লিংকডইন এবং গুগল নিউজ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
প্রতিষ্ঠানের নাম:
– আশা
বিভাগের নাম:
– হেলথ
পদের নাম:
– প্রোগ্রাম অফিসার
পদসংখ্যা:
– ০২ জন।
দায় দায়িত্ব:
– বাংলাদেশের বিভিন্ন এলাকায় অবস্থিত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত পর্যবেক্ষণ পরিদর্শন করা।
– প্রয়োজনে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা,
স্বাস্থ্যকেন্দ্রগুলিতে দ্রুত ওষুধের প্রাপ্যতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা,
– স্বাস্থ্যকেন্দ্রের বার্ষিক বাজেট প্রণয়নে প্রয়োজনীয় ইনপুট প্রদান,
– স্বাস্থ্য শিবির সংগঠিত করুন এবং স্বাস্থ্য শিবিরে সহায়তা প্রদান করুন,
– বার্ষিক প্রতিবেদন, লিফলেট, ব্রোশিওর, প্রশিক্ষণ ম্যানুয়াল এবং অন্যান্য আইইসি উপকরণগুলির বিকাশে অবদান রাখুন,
– দুর্যোগের সময় জরুরি চিকিৎসা শিবিরের আয়োজন এবং ত্রাণ কার্যক্রমের ব্যবস্থা করা,
– স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন দিবস পালনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ,
– প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্য কোন বৈধ কাজ।
– অফিস/তত্ত্বাবধায়ক দ্বারা নির্ধারিত অন্য কোনো আইনগত দায়িত্ব গ্রহণ করুন।
শিক্ষাগত যোগ্যতা:
– যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সোশ্যাল সায়েন্স/সোশ্যাল ওয়েলফেয়ারে স্নাতকোত্তর ডিগ্রি।
– MPH আগ্রাধিকার পাবেন।
অভিজ্ঞতা:
– সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ০৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা:
– সবোর্চ্চ ৪০ বছর।
চাকরির ধরন:
– ফুল টাইম
প্রার্থীর ধরন:
– নারী পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
কর্মস্থল:
– ঢাকা।
আরও চাকরির খবরঃ
– এসএসসি পাসে সিকিউরিটি গার্ড নিয়োগ দেবে ব্র্যাক
– ঢাকায় ইন্টার্ন নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, বেতন ১৫ হাজার
– ওয়েলফেয়ার অফিসার নিয়োগ দেবে আকিজ প্লাস্টিকস, বেতন ৩০ হাজার
– ঢাকায় সিএফও নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
অন্যান্য শর্তাবলী:
– বাংলা এবং ইংরেজিতে ন্যূনতম টাইপিং গতি 25WPM।
– আবেদনকারীকে অবশ্যই অধূমপায়ী হতে হবে।
– ব্যাপক ভ্রমণের ইচ্ছা।
– প্রত্যন্ত অঞ্চল ভিত্তিক দরিদ্র ও প্রান্তিক মানুষের সাথে কাজ করার মনোভাব।
– এমএস অফিস প্যাকেজে দক্ষতা।
– পেশাদারিত্বের সাথে স্মার্ট এবং ভালভাবে পরিচিত।
– ইংরেজি ও বাংলায় ভালো লিখিত ও মৌখিক যোগাযোগ দক্ষতা।
বেতন-ভাতা:
– মাসিক বেতন ৪০,০০০ টাকা।
– প্রবেশনকাল ১ (এক) বছর এবং সফলভাবে প্রবেশনারি মেয়াদ শেষ হওয়ার পর কর্মচারীকে ASA-এর নিয়মিত বেতন স্কেলে বেতন দেওয়া হবে।
অন্যান্য সুবিধা:
– কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক বেতন বৃদ্ধি, উৎসব ভাতা, নববর্ষ ভাতা (বৈশাখী) এবং কর্মচারীদের গ্রুপ বেনিফিট ফান্ডের মতো সমস্ত গ্রহণযোগ্য সুবিধাগুলি প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া:
– শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নিয়োগ পদ্ধতির জন্য ডাকা হবে।
– ASA একটি অনুদান মুক্ত, স্বনির্ভর এবং ধূমপানমুক্ত ক্ষুদ্রঋণ সংস্থা।
– আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে।
– সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ:
– ০৭ অক্টোবর, ২০২৩।
সোর্স: বিডি জবস।
One Comment