ঢাকায় এসএএম অফিসার নিয়োগ দেবে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট পরিচালিত একটি প্রতিষ্ঠান। সম্প্রতি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ “স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট অফিসার (এসএএম অফিসার)” পদে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট অফিসার পদে আগামী ১৮ অক্টোবর, ২০২৩ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠকঃ নিয়মিত চাকরির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম চ্যানেল, লিংকডইন এবং গুগল নিউজ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট অফিসার (এসএএম অফিসার) নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম:
– কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
পদের নাম:
– স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট অফিসার (এসএএম অফিসার)
পদ মর্যাদা:
– অফিসার।
পদসংখ্যা:
– নির্ধারিত নয়।
দায় দায়িত্ব:
– বাংলাদেশ ব্যাংক এবং অভ্যন্তরীণ নির্দেশিকা অনুসারে এনপিএল পোর্টফোলিওর পুনরুদ্ধার/নিয়মিতকরণ/পুনঃনির্ধারণ মনিটর করা।
– এনপিএল ব্যবস্থাপনার জন্য কার্যকর নীতি প্রণয়ন/সহায়তা করা।
অনিয়মিত, শ্রেণীবদ্ধ, লিখিত এবং অন্যান্য অপরাধী গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ/পুনরুদ্ধারের লক্ষ্য অর্জন নিশ্চিত করুন।
– সময়মত পুনরুদ্ধারের জন্য অপরাধী গ্রাহকদের নিয়মিত পরিদর্শন এবং ব্যাপক পর্যবেক্ষণ।
– বিশেষ সম্পদের জন্য অ্যাকাউন্ট প্ল্যান/পুনরুদ্ধারের কৌশল নির্ধারণ করুন এবং বরাদ্দকৃত অপরাধী গ্রাহকদের কাছ থেকে ঋণ পুনরুদ্ধার সর্বাধিক করার জন্য সমস্ত বিকল্প অনুসরণ করুন।
শিক্ষাগত যোগ্যতা:
– স্বনামধন্য যেকোন বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে ন্যূনতম স্নাতকোত্তর/ মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
– একাডেমিক রেকর্ডে কোন তৃতীয় বিভাগ/ সমমানের গ্রেড থাকা যাবে না।
অভিজ্ঞতা:
– নেতৃস্থানীয় বাণিজ্যিক ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানে প্রাসঙ্গিক ক্ষেত্রে ৩ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন:
– ফুল টাইম ও স্থায়ী।
কর্মক্ষেত্র:
– অফিসে।
কর্মস্থল:
– ঢাকা।
আরও চাকরির খবরঃ
– ঢাকায় অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক
– ঢাকায় প্রোগ্রাম অফিসার নিয়োগ দেবে আশা এনজিও, বেতন ৪০,০০০
– টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে শপআপ, বেতন ৪০ হাজার
অতিরিক্ত শর্তাবলীঃ
– স্মার্ট, টিম প্লেয়ার, চৌকস মানসিকতা এবং করণীয় মনোভাবের সাথে যুক্ত হতে হবে।
– ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
– বাংলা ও ইংরেজি ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
– ভাল কম্পিউটার স্কিল বিশেষ করে Microsoft Word, Excel, PowerPoint-এ দক্ষতা থাকতে হবে।
– চাপ নিয়ে কাজ করার ক্ষমতা থাকতে হবে।
বেতন-ভাতা:
– মাসিক বেতন আলোচনা সাপেক্ষে।
– কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া:
– কেবলমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
– কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড নিয়োগের ক্ষেত্রে সমান সুযোগ দিয়ে থাকে।
– আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে।
– সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ:
– ১৮ অক্টোবর, ২০২৩।
সোর্স: বিডি জবস।