বাংলাদেশ নৌবাহিনী জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি “২০২৪-বি অফিসার ক্যাডেট” ব্যাচে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অফিসার ক্যাডেট পদে আগামী ৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: দেশের সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও ও কোম্পানি সহ চলমান বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ জব আলাপ, টেলিগ্রাম চ্যানেল এবং লিংকডইন এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
প্রতিষ্ঠানের নাম:
– বাংলাদেশ নৌবাহিনী
পদের নাম:
– ২০২৪-বি অফিসার ক্যাডেট
পদ সংখ্যা:
– নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা:
– বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ-৫.০০ এবং অন্যটিতে কমপক্ষে জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিত বিষয় থাকতে হবে।
– ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য ‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে কমপক্ষে তিনটি বিষয়ে ‘এ’ গ্রেড ও তিনটি বিষয়ে ‘বি’ গ্রেড থাকতে হবে এবং ‘এ’ লেভেলে কমপক্ষে দুটি বিষয়ে ‘বি’ গ্রেড অবশ্যই থাকতে হবে। তবে উভয় পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিত এ দুটি বিষয় থাকা বাধ্যতামূলক।
– ২০২৩ সালের এইচএসসি বা সমমান পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
শারীরিক যোগ্যতা:
– পুরুষ: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।
– নারী: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।
বয়সসীমা (১ জুলাই ২০২৪ তারিখে):
– সাড়ে ১৬ বছর থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৩ বছর।
বৈবাহিক অবস্থা:
– নারী-পুরুষ উভয়কে অবশ্যই অবিবাহিত হতে হবে।
জাতীয়তা:
– শুধু বাংলাদেশের পুরুষ ও নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
যারা অযোগ্য হবেন:
– নৌ, সেনা ও বিমান বাহিনী অথবা যে কোন সরকারি চাকরি হইতে অপসারিত হলে।
– আইএসএসবি কর্তিৃক দুইবার প্রত্যাখ্যাত হলে।
– নৌ, সেনা ও বিমানবাহিনীর মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে।
– যেকোনো বিচারালয় থেকে দন্ডপ্রাপ্ত হলে।
– ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
বেতন ও ভাতা:
– সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবে।
– বিনামূল্যে পােষাক, থাকা, খাওয়া ও চিকিৎসার সুবিধা।
– হ্রাসকৃত মূল্যে পরিবারের জন্য রেশন ক্রয়ের সুবিধা।
– অবসর গ্রহণকালে অবসর ভাতা এবং গ্র্যাচুইটির সুবিধা।
– চাকুরীকালীন যােগ্যতার ভিত্তিতে জুনিয়র কমিশন্ড অফিসার, নন-কমিশন্ড অফিসার এবং বিশেষ যােগ্যতার একজন নাবিকের ক্ষেত্রে কমিশন্ড অফিসার পদে পদোন্নতির সুযােগ।
– চাকুরীরত অবস্থায় মৃত্যুবরণ করলে অথবা পঙ্গু হলে পদধীভিত্তিক বীমা সুবিধা এবং পরিবারের জন্য বেনেভােলেন্ট ফান্ডের আর্থিক সুবিধা।
আরও সরকারি চাকরি দেখুন:
– এসএসসি পাসে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এ ১৮ জনের চাকরির সুযোগ
– কর কমিশনারের কার্যালয় এ ৩১ জনের চাকরি সু্যোগ, সবোর্চ্চ বেতন ২৬ হাজার ৫৯০
– এসএসসি পাসে অফিস সহায়ক নিয়োগ দেবে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি
প্রয়োজনীয় কাগজপত্র:
– আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে যথাযথ সময়ে মূল কপিটি নৌ দপ্তরে প্রেরণ করতে হবে।
– ফটোকপি এবং নিচে দেওয়া অন্যান্য কাগজপত্র সাক্ষাৎকারের সময় সঙ্গে আনতে হবে।
– যারা অনলাইনে আবেদন করবে তারা অনলাইনের কপিটি প্রাথমিক সাক্ষাৎকারের সময় জমা দিবে।
– সম্প্রতি তোলা রঙিন পাসপোর্ট সাইজের এক কপি ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও মার্কশিটের ফটোকপি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ ওয়ার্ড কাউন্সিলর/ পৌরসভার মেয়র কর্তিক নাগরিকত্ব সনদপত্র
এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার নিকট হইতে চারিত্রিক সনদপত্র নিতে হবে।
আবেদন প্রক্রিয়া:
– আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল সার্কুলার দেখুন নিচে
আবেদনের শেষ তারিখ:
– ৭ অক্টোবর, ২০২৩।
সোর্স: বাংলাদেশ নৌবাহিনী।
One Comment