ব্র্যাক ব্যাংক লিমিটেড (BRAC Bank Limited) বাংলাদেশের স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম। এটি মূলত; বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক কর্তৃক পরিচালিত আর্থিক প্রতিষ্ঠান। সম্প্রতি ব্যাংকটি তাদের ইনফরমেশন সিকিউরিটি ডিপার্টমেন্ট অফ টেকনোলজি ডিভিশনের কার্ড সিস্টেমস-এ “অফিসার/ অ্যাসোসিয়েট ম্যানেজার” পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিসার/ অ্যাসোসিয়েট ম্যানেজার পদে আগামী ১৯ আগস্ট, ২০২৩ পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: দেশের সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও ও কোম্পানি সহ চলমান বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ জব আলাপ, টেলিগ্রাম চ্যানেল এবং লিংকডইন এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
প্রতিষ্ঠানের নাম:
– ব্র্যাক ব্যাংক লিমিটেড।
বিভাগ:
– ইনফরমেশন সিকিউরিটি ডিপার্টমেন্ট অফ টেকনোলজি।
পদের নাম:
– অফিসার/ অ্যাসোসিয়েট ম্যানেজার
পদ সংখ্যা:
– নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা:
– স্বনামধন্য যেকোন বিশ্ববিদ্যালয় থেকে প্রাসঙ্গিক ক্ষেত্রে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি ধারীরা আবেদন করতে পারবেন।
– কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইইই/ টেলিকমিউনিকেশনে ডিগ্রি ধারীদের অগ্রাধিকার দেয়া হবে।
– সন্তোষজনক একাডেমিক ট্র্যাক রেকর্ড থাকতে হবে।
অভিজ্ঞতা:
– কার্ড/ এডিসি/ ইলেক্ট্রনিক ব্যাংকিং সম্পর্কিত সিস্টেমের সাথে ন্যূনতম ২ থেকে ৪ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন:
– ফুল টাইম ও স্থায়ী৷
প্রার্থীর ধরণ:
– নারী পুরুষ উভয়েই।
কর্মস্থল:
– বাংলাদেশের যেকোন স্থানে।
আরও চাকরির খবর দেখুন
– স্নাতক পাসে ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, বেতন ২৮ হাজার
– স্নাতক পাসে অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ডাচ্-বাংলা ব্যাংক
– স্নাতক পাসে অফিসার (টেম্পোরারি) নিয়োগ দেবে সিটি ব্যাংক, বেতন ৩০ হাজার
– স্নাতক পাসে ট্রেইনি রিলেশনশিপ অফিসার নেবে ইস্টার্ন ব্যাংক, বেতন ২৮ হাজার
অন্যান্য শর্তাবলীঃ
– কার্ড সিস্টেম, পেমেন্ট গেটওয়ে এবং মার্চেন্ট অ্যাকোয়ারিং প্ল্যাটফর্ম সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে।
– QR কোড, NFC, মোবাইল ওয়ালেট এবং POS প্রযুক্তি সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
– VISA, MC, JCB/ NPSB অপারেশন সহ পেমেন্ট সিস্টেম ডোমেইনের স্পষ্ট ধারণা থাকতে হবে।
– ওরাকল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং ইউনিক্স প্ল্যাটফর্মের প্রাথমিক জ্ঞান থাকতে হবে।
– PCIDSS এবং সাইবার নিরাপত্তা সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
– প্রয়োজনে ২৪/৭ সাপোর্ট দিতে ইচ্ছুক থাকতে হবে।
– সৃজনশীল এবং উদ্ভাবনী মনোভাব সম্পন্ন হতে হবে।
– চমৎকার যোগাযোগ, আন্তঃব্যক্তিক এবং উপস্থাপনা দক্ষতা থাকতে হবে।
– গ্রাহককেন্দ্রিকতা, স্ব-চালিত এবং সময়সীমা পূরণের ক্ষমতা সম্পর্কে সচেতন হতে হবে।
– সক্রিয়, উৎসাহী এবং উদ্যমী মনোভাবাপন্ন হতে হবে।
বেতন ও ভাতাঃ
– বেতন আলোচনা সাপেক্ষে।
– ব্যাংকের নিয়ম অনুসারে আকর্ষনীয় বেতন ও ভাতা এবং তৎসহ সকল সুযোগ ও সুবিধা প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়াঃ
– শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
– ব্র্যাক ব্যাংক কোন কারণ দর্শানো ছাড়াই যে কোন আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে।
– ব্র্যাক ব্যাংক নিয়োগ প্রক্রিয়ার যে কোন পর্যায়ে কোন ফি গ্রহণ করে না।
– মনে রাখবেন ব্র্যাক ব্যাংক একটি ইকুয়াল কর্মসংস্থান প্রতিষ্ঠান।
– যে কোন ধরনের প্ররোচনামূলক কর্মকান্ড প্রার্থিতা অযোগ্য ঘোষণা করবে।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে।
– সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখঃ
– ১৯ আগস্ট, ২০২৩।
সোর্সঃ ব্র্যাক ব্যাংক লিমিটেড।