ব্র্যাক ব্যাংক লিমিটেড (BRAC Bank Limited) বাংলাদেশের স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম। এটি মূলতঃ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক কর্তৃক পরিচালিত আর্থিক প্রতিষ্ঠান। সম্প্রতি ব্র্যাক ব্যাংক তাদের অল্টারনেট ডেলিভারি চ্যানেল (এডিসি) এ “অফিসার” পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিসার (এডিসি) পদে আগামী ১২ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: দেশের সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও ও কোম্পানি সহ চলমান বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ জব আলাপ, টেলিগ্রাম চ্যানেল এবং লিংকডইন এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
ব্র্যাক ব্যাংক অফিসার (এডিসি) নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম:
– ব্র্যাক ব্যাংক লিমিটেড
বিভাগের নাম:
– অল্টারনেট ডেলিভারি চ্যানেল (এডিসি)
পদের নাম:
– অফিসার (এডিসি)
পদসংখ্যা:
– নির্ধারিত নয়।
দায় দায়িত্ব:
– নিশ্চিত করুন যে এটিএম টার্মিনালগুলোতে অর্ডারের নির্দেশ অনুযায়ী নগদ এবং স্টেশনারি সঠিকভাবে মজুত রয়েছে
– নির্ধারিত সময়ের মধ্যে সিডিএম-এ ডিপোজিট সংগ্রহ নিশ্চিত করুন।
– 24/7 ভিত্তিতে এটিএম/সিডিএম বুথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা।
– এটিএম/সিডিএম বুথের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা।
শিক্ষাগত যোগ্যতা:
– যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নূন্যতম স্নাতক ডিগ্রি।
– একাডেমিক ফলাফল ভালো থাকতে হবে।
অভিজ্ঞতা:
– ন্যূনতম ২ বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
– প্রাসঙ্গিক ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে অগ্রাধিকার পাবেন।
চাকরির ধরন:
– ফুল টাইম
প্রার্থীর ধরন:
– নারী-পুরুষ
বয়সসীমা:
– নির্ধারিত নয়।
আরও চাকরির খবরঃ
– একাধিক জেলায় সেলস্ এক্সিকিউটিভ নিয়োগ দেবে বিডিজবস
– স্নাতক পাসে ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগ দেবে ব্র্যাক
– একাধিক পদে অফিসার নিয়োগ দেবে ডাচ্-বাংলা ব্যাংক
– স্নাতক পাসে অফিসার নিয়োগ দেবে এনআরবি ব্যাংক
অন্যান্য শর্তাবলী:
– ভাল আন্তঃব্যক্তিক যোগাযোগ দক্ষতা;
– মাইক্রোসফ্ট অফিস প্যাকেজের উপর ভালো দখল থাকতে হবে।
– কর্মক্ষেত্রে ভৌগলিক গতিশীলতা এবং নমনীয়তা;
– গ্রাহককেন্দ্রিকতা, স্ব-চালিত, এবং সময়সীমা পূরণ করার ক্ষমতা সম্পর্কে সচেতন।
আবেদন প্রক্রিয়াঃ
– আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে।
– সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ:
– ১২ সেপ্টেম্বর ২০২৩।
সোর্স: ব্র্যাক ব্যাংক।