এয়ার অ্যাস্ট্রা হল বাংলাদেশের একটি বেসরকারি মালিকানাধীন যাত্রীবাহী বিমান সংস্থা। এটির সদর দপ্তর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত। এই বিমান সংস্থাটি অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের অধীনে পরিচালিত হয়। সম্প্রতি এয়ার অ্যাস্ট্রা এয়ারলাইন্সে ‘অফিস সহকারী কাম ক্লিনার’ পদে জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা অফিস সহকারী কাম ক্লিনার পদে আগামী ০৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: দেশের সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও ও কোম্পানি সহ চলমান বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ জব আলাপ, টেলিগ্রাম চ্যানেল এবং লিংকডইন এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
প্রতিষ্ঠানের নাম:
– এয়ার অ্যাস্ট্রা এয়ারলাইন্স
পদের নাম:
– অফিস সহকারী কাম ক্লিনার
পদসংখ্যা:
– নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা:
– এইচএসসি/এসএসসি
অভিজ্ঞতা:
– প্রয়োজন নেই।
বয়সসীমা:
– ১৮ থেকে ৩০ বছর।
চাকরির ধরন:
– ফুল টাইম
প্রার্থীর ধরণ:
– শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন।
স্টেশন সমূহ:
– ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, সিলেট, যশোর, রাজশাহী, বরিশাল।
কর্মস্থল
– বাংলাদেশের যেকোনো স্থানে।
আরও চাকরির খবর দেখুন:
– বাংলাদেশ নৌবাহিনী ২০২৪-বি অফিসার ক্যাডেট পদে নিয়োগ বিজ্ঞপ্তি
– অভিজ্ঞতা ছাড়াই মার্কেটিং অ্যান্ড সেলস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে উত্তরা মটরস
– মাস্টার্স পাসে ইউনিট হেড নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
– ঢাকায় এমটিও পদে নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, বেতন ২৫ হাজার
অন্যান্য শর্তাবলী:
– শারিরিক ভাবে সুঠামদেহ ও উচ্চতার অধিকারী হতে হবে।
– চলমান শিক্ষার্থীরা আবেদনের জন্য প্রযোজ্য নয়।
বেতন:
– আলোচনা সাপেক্ষে
– এছাড়াও কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া:
– আগ্রহী প্রার্থীরা অনলাইন বা ডাকযোগে আবেদন করতে পারবেন।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে।
– সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন
অথবা,
– আগ্রহী প্রার্থীদের পূর্নাঙ্গ জীবন বৃতান্ত (স্টেশন/জেলার নাম উল্লেখকৃত), ০২ কপি পাসপোর্টি সাইজ ছবি এবং সকল প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী ০৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখের মধ্যে এইচ আর ডিপার্টমেন্ট, এয়ার এ্যাষ্ট্রার নিচের ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
এয়ার এ্যাষ্ট্রাঃ লেভেল ০৬, সিয়াম টাওয়ার, প্লট ১৫,ঢাকা-ময়মনসিংহ রোড, সেক্টর ০৩, উত্তরা, ঢাকা -১২৩০।
বিঃদ্রঃ
- সকলের অবগতির জন্য জানান যাচ্ছে যে, এ্যাষ্ট্রা এয়ারওয়েজের সকল নিয়োগ এয়ারলাইন্সের এইচ আর ডিপার্টমেন্টের মাধ্যমে হয়ে থাকে। এইচ আর ডিপার্টমেন্টের সার্কুলারের বাহিরে কোন নিয়োগ প্রক্রিয়া হয় না এবং নিয়োগের ক্ষেত্রে কোন ধরণের ব্যাংক ড্রাফট বা টাকা প্রদানের দরকার হয় না।
- চাকুরি প্রত্যাশীদের সব ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার অনুরোধ করা হল।
আবেদনের শেষ সময়:
– ০৬ সেপ্টেম্বর ২০২৩।
সোর্স: বিডি জবস।