কোম্পানি জব

ঢাকায় এমটিও পদে নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, বেতন ২৫ হাজার

কর্ণফুলী গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহত্তম শিল্প কোম্পানি। এই কোম্পানির অধীনে থাকা শিল্পগুলির মধ্যে রয়েছে বন্দর, মাল পরিবহন, পণ্য স্থানান্তর বিদ্যা, গণমাধ্যম, স্বাস্থ্যসেবা, আবাসন, অটোমোবাইল, বীমা ইত্যাদি। সম্প্রতি শীর্ষস্থানীয় এই শিল্পপ্রতিষ্ঠানে ‘এমটিও’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা এমটিও পদে অনলাইনের মাধ্যমে আগামী ৩১ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: দেশের সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও ও কোম্পানি সহ চলমান বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ জব আলাপ, টেলিগ্রাম চ্যানেল এবং লিংকডইন এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

প্রতিষ্ঠানের নাম:
– কর্ণফুলী গ্রুপ

বিভাগের নাম:
– মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং

পদের নাম:
– এমটিও

পদ সংখ্যা:
– ০৪ জন

দায় দায়িত্ব:
– মাঠ পর্যায়ে বাজার সক্রিয়করণ প্রচার ব্যবস্থাপনা (লুব জোন, ওয়ার্কশপ, মেকানিক পয়েন্ট ইত্যাদি)
– দেশের বিভিন্ন এলাকায় বাজার ব্র্যান্ডিং কার্যক্রম। ইভেন্ট এবং সক্রিয়করণ ব্যবস্থাপনা।
– বিপণন জরিপ এবং তথ্য সংগ্রহ কার্যক্রম এবং একাধিক গ্রাহকের সাথে দেখা ইভেন্ট এবং প্রোগ্রামের ব্যবস্থা।
– পণ্য জ্ঞান শেয়ারিং এবং গ্রাহকদের ব্রিফিং।
– তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং সংক্ষিপ্ত করে প্রতিবেদন তৈরি করুন।
– প্রতিষ্ঠানের মান প্রতিষ্ঠা ও প্রয়োগ করে মানসম্পন্ন সেবা বজায় রাখে।
– প্রয়োজন অনুসারে সম্পর্কিত ফলাফলগুলি সম্পাদন করে দলীয় প্রচেষ্টায় অবদান রাখে।
– ম্যানেজমেন্ট থেকে অন্য কোনো অতিরিক্ত দায়িত্ব।

শিক্ষাগত যোগ্যতা:
– যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মার্কেটিং/বিজনেস স্ট্যাডিজ থেকে স্নাতক ডিগ্রি।

অভিজ্ঞতা:
– পদ সংশ্লিষ্ট ক্ষেত্রে ০১ থেকে ০২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
– লুব্রিকেন্ট ব্যবসার জন্য ব্র্যান্ড মার্কেটিং এর অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে।

আরও চাকরির খবর দেখুন:

এইচএসসি পাসে জিএসই অপারেটর নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স, বেতন ৩০ হাজার
টেকনিক্যাল অফিসার নেবে প্ল্যান ইন্টারন্যাশনাল, বেতন ৫৫ হাজার ২০
ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগ দেবে এক্সিম ব্যাংক, বেতন ৫২ হাজার
কর কমিশনারের কার্যালয় এ ৩১ জনের চাকরি সু্যোগ, সবোর্চ্চ বেতন ২৬ হাজার ৫৯০

চাকরির ধরন:
– চুক্তিভিত্তিক

প্রার্থীর ধরন:
– নারী-পুরুষ উভয়েই।

বয়সসীমা:
– ২৫ থেকে ৩০ বছর।

অন্যান্য শর্তাবলী:
– ভাল আচরণ এবং ভাল উপস্থাপনা দক্ষতা।
– গ্রাহক লেনদেনের দক্ষতা।
– লক্ষ্য এবং লক্ষ্য অর্জনের জন্য শক্তিশালী শক্তি স্তর।
– কম্পিউটার অ্যাপ্লিকেশনের কাজের জ্ঞান, বিশেষ করে এমএস-অফিসে।

কর্মস্থল:
– ঢাকা

বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা:
– ১৫,০০০ থেকে ২৫,০০০ টাকা।
– T/A, মোবাইল বিল
– উৎসব বোনাস: ২টি
– এছাড়া কোম্পানির নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া:
– আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
– সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন

আবেদন করুন

আবেদনের শেষ সময়:
– ৩১ আগস্ট ২০২৩।

এ সম্পর্কিত আরও

Leave a Reply

Back to top button