কোম্পানি জব

ইবনে সিনা ন্যাচারাল মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি

5/5 - (1 vote)

দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি (আইপিআই) বাংলাদেশের একটি ঔষুধ উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান। এটি ১৯৮৩ সালে ইবনে সিনা ট্রাস্ট কর্তৃক প্রতিষ্ঠিত হয়। ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিঃ ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের একটি সহযোগী প্রতিষ্ঠান। ইবনে সিনা ন্যাচারাল ক্যারিয়ার গঠনে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইবনে সিনা ন্যাচারাল তাদের সেলস এন্ড মার্কেটিং বিভাগে “মেডিকেল প্রমোশন অফিসার” পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা মেডিকেল প্রমোশন অফিসার পদে ২৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠকঃ নিয়মিত চাকরির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম চ্যানেল, লিংকডইন এবং গুগল নিউজ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

ইবনে সিনা ন্যাচারাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

প্রতিষ্ঠানের নামঃ
– ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিঃ।

বিভাগের নাম:
– সেলস এন্ড মার্কেটিং।

পদের নামঃ
– মেডিকেল প্রমোশন অফিসার

পদ সংখ্যাঃ
– নির্ধারিত নয়।

দায় দায়িত্বঃ
– সমস্ত স্তরের স্বাস্থ্যসেবা পেশাদারদের কাছে আপডেট করা চিকিৎসা এবং পণ্যের তথ্যের সাহায্যে সঠিক এবং কার্যকর যোগাযোগের মাধ্যমে প্রেসক্রিপশন তৈরি করে চাহিদা তৈরি করে বিক্রয় লক্ষ্য অর্জনের জন্য আবেদনকারী দায়ী থাকবে।
– স্বাস্থ্যসেবা পেশাদার, প্রতিষ্ঠান এবং ফার্মেসির সাথে পেশাদার সম্পর্ক গড়ে তোলা এবং বজায় রাখা অতিরিক্ত দায়িত্ব হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ
– যেকোনো বিষয়ে স্নাতক। (এইচএসসি পর্যন্ত বিজ্ঞান অগ্রাধিকার প্রদান করা হবে)।

অভিজ্ঞতাঃ
– প্রয়োজন নেই।

চাকরির ধরণঃ
– ফুল টাইম।

প্রার্থীর ধরণঃ
– শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমাঃ
– ২২ থেকে ৩২ বছর।

কর্মস্থলঃ
– বাংলাদেশের যেকোন স্থানে।

অন্যান্য শর্তাবলীঃ
– বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করতে প্রস্তুত।
– বাংলা ও ইংরেজি উভয় ভাষায়ই চমৎকার যোগাযোগ দক্ষতা।
– সুস্থ শারীরিক ও মানসিক স্বাস্থ্যের সাথে গতিশীল, কঠোর পরিশ্রমী এবং স্ব-প্রণোদিত।
– উদ্ভাবনী এবং ভাল পরিকল্পনা ক্ষমতা পছন্দ করা হয়।

আরও চাকরির খবরঃ

আইসিবি ইসলামিক ব্যাংক অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি
একাধিক পদে অফিসার নিয়োগ দেবে এসকেএস ফাউণ্ডেশন
মেঘনা গ্রুপ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি

বেতন-ভাতাঃ
– মাসিক বেতন ২০,৫৩০-২২,১৭০/-

অন্যান্য সুযোগ-সুবিধা:
– টি/এ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, পারফরম্যান্স বোনাস, লাভের ভাগ
– বেতন পর্যালোচনা: বার্ষিক
– উৎসব বোনাস: ২টি
– কোম্পানির নীতি অনুযায়ী।

আবেদনের পূর্বে পড়ুন

– মূল এনআইডি এবং সমস্ত একাডেমিক সার্টিফিকেট অবশ্যই ওয়াক-ইন-ইন্টারভিউয়ের সময় দেখাতে হবে।
– উপস্থিত প্রার্থীদের আবেদন করতে হবে না।
– চাকরির মধ্যে / অভ্যন্তরীণ প্রার্থীদের যথাযথ চ্যানেলের মাধ্যমে আবেদন করতে হবে।
– অসম্পূর্ণ বা স্বাক্ষরবিহীন বা ভুল/মিথ্যা তথ্যের আবেদন সরাসরি প্রত্যাখ্যান করা হবে।

ওয়াক-ইন-ইন্টারভিউ:

যোগাযোগ নম্বর সহ সম্পূর্ণ জীবনবৃত্তান্ত, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ফটো ৩ কপি, সমস্ত একাডেমিক সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি এবং প্রদত্ত তারিখ এবং ঠিকানায় জাতীয় পরিচয়পত্রের অনুলিপি (সমস্ত যথাযথভাবে সত্যায়িত) এবং আবেদনের সাথে উপস্থিত হন।

সাক্ষাৎকারের তারিখ: ২৪ এবং ২৫ নভেম্বর, ২০২৩ (সকাল ৯.০০ টা থেকে ১২.০০ পিএম পর্যন্ত)।

ঠিকানা: তানিন সেন্টার, ৩ আসাদ গেট, মিরপুর রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।

উত্তীর্ণ প্রার্থীদের ০২ ডিসেম্বর, ২০২৩ থেকে শুরু হওয়া এক মাসব্যাপী প্রশিক্ষণের অংশগ্রহণ করেন হবে।
অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে

আবেদনের শেষ তারিখঃ
– ২৫ নভেম্বর, ২০২৩।

সোর্স: বিডি জবস।

Leave a Reply

Back to top button