কোম্পানি জব

সারাদেশে মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ

কর্ণফুলী গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহত্তম শিল্প কোম্পানি। এই কোম্পানির অধীনে থাকা শিল্পগুলির মধ্যে রয়েছে বন্দর, মাল পরিবহন, পণ্য স্থানান্তর বিদ্যা, গণমাধ্যম, স্বাস্থ্যসেবা, আবাসন, অটোমোবাইল, বীমা ইত্যাদি। সম্প্রতি শীর্ষস্থানীয় কর্ণফুলী গ্রুপ ‘সিনিয়র মার্কেটিং অফিসার/মার্কেটিং অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা সিনিয়র মার্কেটিং অফিসার/মার্কেটিং অফিসার পদে অনলাইনের মাধ্যমে আগামী ২০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: দেশের সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও ও কোম্পানি সহ চলমান বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ জব আলাপ, টেলিগ্রাম চ্যানেল এবং লিংকডইন এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

কর্ণফুলী গ্রুপ সিনিয়র মার্কেটিং অফিসার/মার্কেটিং অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম:
– কর্ণফুলী গ্রুপ

বিভাগের নাম:
– স্বরাজ ট্রাক্টর বিভাগ

পদের নাম:
– সিনিয়র মার্কেটিং অফিসার/মার্কেটিং অফিসার

পদ সংখ্যা:
– নির্ধারিত নয়।

দায় দায়িত্ব:
– বিক্রয় এবং সংগ্রহ লক্ষ্য নিশ্চিত করুন।
– মাসিক পরিকল্পনা যেমন 3 MRF, ডিলার কমিশন, এজেন্ট/ব্রোকার নিয়োগ, মাসিক বিপণন পরিকল্পনা এবং আন্দোলন প্রতিবেদন পরিকল্পনা প্রস্তুত করা।
– পণ্য প্রদানের আগে পার্টির মূল্যায়ন সম্পূর্ণ করতে।
– পণ্য সরবরাহের আগে বিক্রয় সম্পর্কিত সমস্ত নথি পাওয়া উচিত।

শিক্ষাগত যোগ্যতা:
– যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পাওয়ার/অটোমোবাইলে স্নাতক বা ডিপ্লোমা।

অভিজ্ঞতা:
– পদ সংশ্লিষ্ট ক্ষেত্রে (সেলস, মার্কেটিং ও অটোমোবাইল) ন্যূনতম ০১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
– ট্রাক্টর/কৃষি সরঞ্জাম এবং অটোমোবাইলে অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য হবে।
– ফ্রেশারদেরও আবেদন করতে উৎসাহিত করা হয়।

চাকরির ধরন:
– ফুল টাইম।

প্রার্থীর ধরন:
– শুধুমাত্র পুরুষদের আবেদন করার অনুমতি দেওয়া হয়।

বয়সসীমা:
– ২৪ থেকে ৩০ বছর।

আরও চাকরির খবরঃ

ঢাকায় কি অ্যাকাউন্ট ম্যানেজার নিয়োগ দেবে ফুডপান্ডা বাংলাদেশ
সারাদেশে টেরিটরি অফিসার /টেরিটরি ম্যানেজার নিয়োগ দেবে উপায়
ঢাকায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে এসিআই মটরস
ঢাকায় কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ দেবে ডিজিগন টেকনোলজিস
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, বেতন ৪০ হাজার

অন্যান্য শর্তাবলী:
– ভাল আচরণ এবং ভাল উপস্থাপনা দক্ষতা।
– গ্রাহক লেনদেনের দক্ষতা।
– লক্ষ্য এবং লক্ষ্য অর্জনের জন্য শক্তিশালী শক্তি স্তর।
– কম্পিউটারের প্রাথমিক জ্ঞান থাকতে হবে।

কর্মস্থল:
– বাংলাদেশের যেকোনো স্থানে।

বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা:
– মাসিক বেতন আলোচনা সাপেক্ষে।
– T/A, মোবাইল বিল, ট্যুর ভাতা, পারফরম্যান্স বোনাস, লাভ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, বীমা
– উৎসব বোনাস: ২
– এছাড়া কোম্পানির নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া:
– আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
– সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন

আবেদন করুন

আবেদনের শেষ সময়:
– ২০ সেপ্টেম্বর, ২০২৩।

সোর্স: বিডি জবস।

এ সম্পর্কিত আরও

Leave a Reply

Back to top button