সরকারি জব

ঢাকায় ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেবে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন স্বায়ত্তশাসিত সংস্থা। এসডিএফ মূলত সমাজের দরিদ্র, কম সুবিধাভোগী এবং দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, পরিবেশ, কৃষি এবং মানবাধিকার উন্নয়নের জন্য প্রতিষ্ঠানটি কাজ করে থাকে। সম্প্রতি সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন “ব্যবস্থাপনা পরিচালক” নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা ব্যবস্থাপনা পরিচালক পদে সরাসরি বা ডাকযোগে আগামী ১৭ সেপ্টেম্বর, ২০২৩ মধ্যে আবেদন করতে পারবেন।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: দেশের সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও ও কোম্পানি সহ চলমান বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ জব আলাপ, টেলিগ্রাম চ্যানেল এবং লিংকডইন এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম:
– সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)।

পদের নাম:
– ব্যবস্থাপনা পরিচালক

পদসংখ্যা:
– ১টি

শিক্ষাগত যোগ্যতা:
– স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি।
– শিক্ষাজীবনে সব পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা শ্রেণি থাকতে হবে এবং কমপক্ষে দুটি পরীক্ষায় প্রথম শ্রেণি বা বিভাগ থাকতে হবে।
– দেশের ভেতরের বা বাইরের আর কোনো উচ্চতর ডিগ্রি থাকলে তার সনদপত্র সংযুক্ত করতে হবে।

অভিজ্ঞতা:
– সরকারি/স্বায়ত্তশাসিত/স্বনামধন্য বেসরকারি সংস্থায় প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে শীর্ষ ব্যবস্থাপনিক পদে বা শীর্ষপদের এক ধাপ বা দুই ধাপ নিচের পদে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতাসহ ন্যূনতম ২৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
– ঋণদাতা সংস্থার (বিশ্বব্যাংক/এডিবি/জাইকা/ইউএনডিপিসহ বিভিন্ন সংস্থা) সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
– বাংলা ও ইংরেজি ভাষায় রিপোর্ট লেখায় সাবলীল হতে হবে।
– নেতৃত্বের দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা:
– নূন্যতম ৫৫ থেকে ৬০ বছর।

চাকরির ধরন:
– তিন বছরের চুক্তিভিত্তিক

কর্মস্থল:
– প্রধান কার্যালয়, ঢাকা

বেতন স্কেল:
– মাসিক বেতন ১,৫১,২৫০ থেকে ২,৫১,২৫০ টাকা (গ্রেড–১)

আরও চাকরির খবরঃ

ঢাকায় সিনিয়র অফিসার নিয়োগ দেবে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল
হিসাব পরিচালক নিয়োগ দেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
একাধিক পদে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিতে সরকারি চাকরি, পদ সংখ্যা ৯০
নূন্যতম এইচএসসি পাসে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে চাকরির সুযোগ
এসএসসি পাসে কম্পাউন্ডার নিয়োগ দেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

সুযোগ–সুবিধা:
– সার্বক্ষণিক ব্যবহারের জন্য গাড়ি, মুঠোফোন বিল, বাড়িভাড়া ভাতা, দুটি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, আপ্যায়ন ভাতা, চিকিৎসা ভাতাসহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন শর্তাবলী:
– বিলম্বে প্রাপ্ত বা অসম্পূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
– প্রাথমিক বাছাই-এর পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবলমাত্র উপযুক্ত প্রার্থীগণকে এসডিএফ বোর্ড কর্তৃক গঠিত বাছাই কমিটি কর্তৃক আয়োজিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, মৌখিক ও অন্যান্য পরীক্ষার জন্য আমন্ত্রণ জানানো হবে।
– পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
– কোন কারণ দর্শানো ব্যতিরেকেই যে কোন আবেদনপত্র বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

আবেদন প্রক্রিয়া:
– আবেদনকারীর নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, ফোন/মুঠোফোন নম্বর, ই-মেইল, জন্মতারিখ, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, পদের নামসহ কর্মদক্ষতার পূর্ণাঙ্গ বিবরণ উল্লেখ করে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে।
– এরপর আবেদনপত্রের সফট কপি ই–মেইলে পাঠাতে হবে।
– ই–মেইল ঠিকানা: chairman@sdfbd.org

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
– চেয়ারপারসন,
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ),
২২/২২, খিলজি রোড, মোহাম্মদপুর,
ঢাকা-১২০৭।

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)

আবেদনের শেষ তারিখ:
– ১৭ সেপ্টেম্বর, ২০২৩।

সোর্স: সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)।

এ সম্পর্কিত আরও

Leave a Reply

Back to top button