কোম্পানি জব

সারাদেশে ম্যানেজার (হাউস কিপিং) নিয়োগ দেবে ইবনে সিনা ট্রাস্ট

5/5 - (1 vote)

ইবনে সিনা ট্রাস্ট হলো বাংলাদেশের একটি অলাভজনক ও স্বাস্থ্যসেবামূলক কল্যাণ ট্রাস্ট। ইবনে সিনা ট্রাস্টটি ৩০ জুন ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়ে দেশ জুড়ে বেশ কয়েকটি ল্যাবরেটরি, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, পরামর্শ কেন্দ্র এবং ওষুধ শিল্প প্রতিষ্ঠা করেছে। সম্প্রতি ইবনে সিনা ট্রাস্ট “ম্যানেজার (হাউস কিপিং)” পদে লোকবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ম্যানেজার (হাউস কিপিং) পদে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠকঃ নিয়মিত চাকরির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম চ্যানেল, লিংকডইন এবং গুগল নিউজ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

প্রতিষ্ঠানের নামঃ
– ইবনে সিনা ট্রাস্ট

পদের নামঃ
– ম্যানেজার (হাউস কিপিং)।

পদ সংখ্যাঃ
– নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতাঃ
– যে কোনো বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি।
– ডিপ্লোমা ইন হসপিটালিটি ম্যানেজমেন্টসহ অধিকতর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কিছুটা শিথিলযোগ্য।

অভিজ্ঞতাঃ
– দেশে বিদেশে উচ্চতর ট্রেনিংসহ প্রতিষ্ঠিত কোনো হাসপাতাল/ ডায়াগনোস্টিক সেন্টারে হাউসকিপিং বিভাগে সমপদে ন্যূনতম ০৩ বছরের অভিজ্ঞতাসহ মোট কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরণঃ
– ফুল টাইম।

প্রার্থীর ধরণঃ
– শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমাঃ
– আগ্রহী প্রার্থীদের বয়স ৩০ থেকে ৪০ বছর হতে হবে।

কর্মক্ষেত্রঃ
– অফিস।

কর্মস্থলঃ
– বাংলাদেশের যেকোনো স্থানে।

আরও চাকরির খবরঃ
স্নাতক পাসে সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ট্রান্সকম ইলেক্ট্রনিক্স
সারাদেশে অফিসার (সেলস) নিয়োগ দেবে গাজী গ্রুপ, পদ সংখ্যা ৩০
ঢাকায় এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স, বেতন ৩০ হাজার
স্নাতক পাসে সিলেট অঞ্চলে ক্রেডিট অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক

অন্যান্য শর্তাবলী:
– কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
– আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখে বয়স সর্বোচ্চ ৪৫ (পঁয়তাল্লিশ) বছর।
– কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিটির আংশিক বা সম্পূর্ণ বাতিল করার অথবা যে কোনো শর্ত শিথিল বা সংযোজন করার ক্ষমতা সংরক্ষণ করে।
– অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য করা হবে।

বেতন-ভাতাঃ
– আলোচনা সাপেক্ষে।
– প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।

আবেদন প্রক্রিয়াঃ
– আগ্রহী প্রার্থীরা অনলাইন বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
– সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন

আবেদন করুন

Hard Copy

আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত [ক। নাম, খ। পিতা ও মাতার নাম, গ। বর্তমান ঠিকানা, ঘ। স্থায়ী ঠিকানা (ক-ঘ পর্যন্ত বাংলা ও ইংরেজীতে) ঙ। জন্ম তারিখ ও জমা দেয়ার শেষ তারিখে বয়স, চ। মোবাইল নাম্বার, ছ। শিক্ষাগত যোগ্যতা, জ। বর্তমান থেকে ক্রমানুসারে অভিজ্ঞতা], সকল প্রকার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্যতোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবিসহ খামের উপর পদের নাম উল্লেখপূর্বক নিচের ঠিকানায় আবেদন পাঠাতে পারবেন।

আবেদন পাঠানোর ঠিকানা:
বরাবর
সেক্রেটারী,
দি ইবনে সিনা ট্রাস্ট,
বাড়ি# ৪৮, রোড নং# ৯/এ, ধানমন্ডি আর/এ,
ঢাকা-১২০৯।

আবেদনের শেষ তারিখঃ
– ১৮ অক্টোবর, ২০২৩।

সোর্স: বিডি জবস।

Leave a Reply

Back to top button