
ব্র্যাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা, যা ১৯৭২ সালে বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করে। দারিদ্র্য ও বৈষম্যের মধ্যে বসবাসরত বিশ্বের ১০ কোটিরও বেশি মানুষের পাশে থেকে ব্র্যাক তাদের সম্ভাবনাময় জীবনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সম্প্রতি ব্র্যাক তাদের মাইক্রোফাইন্যান্স বিভাগে “ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম” পদে জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম পদে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: দেশের সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও ও কোম্পানি সহ চলমান বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ জব আলাপ, টেলিগ্রাম চ্যানেল এবং লিংকডইন এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
ব্র্যাক ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম:
– ব্র্যাক
বিভাগের নাম:
– মাইক্রোফাইন্যান্স
পদের নামঃ
– ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম।
পদসংখ্যা:
– নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতাঃ
– ইউজিসি অনুমোদিত যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে নূন্যতম স্নাতক ডিগ্রি।
– একাডেমিক পর্যায়ে প্রথম শ্রেণি/বিভাগ বা সমমান সিজিপিএ (৩.০০ বা তার বেশি) থাকতে হবে।
অভিজ্ঞতা:
– সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
চাকরির ধরন:
– ফুল টাইম ও স্থায়ী।
কর্মস্থল:
– বাংলাদেশের যেকোন স্থানে।
অতিরিক্ত শর্তাবলীঃ
– প্রার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী ও যোগাযোগ দক্ষতা থাকতে হবে। কারণ প্রতিষ্ঠানটি এই প্রজেক্টর মাধ্যমে নেক্সট জেনারেশন অব লিডারস তৈরি করতে যাচ্ছে।
– যারা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, শুধু তাদেরকেই আবেদন করতে বলা হয়েছে।
আবেদন প্রক্রিয়া:
– আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে।
– সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন
সংস্থা হিসেবে ব্র্যাক বিশ্বাস করে যে,
- প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট আমাদের প্রতিটি কর্মী, সহযোগী, সংস্থাসমূহ কর্মসূচীতে অংশগ্রহণকারী এবং জনগোষ্ঠীর যে কোন ধরণের ক্ষয়ক্ষতি, নিপীড়ণ, অবহেলা, হয়রানী ও শোষণ থেকে সুরক্ষা পাবার অধিকার রয়েছে।
- ব্র্যাক বয়স, জাতি, ধর্ম, লিঙ্গ, প্রতিবন্ধিতা, গোষ্ঠীগত আর্থসামাজিক পরিচয় নির্বিশেষে সকলের জন্য মানবিক মর্যাদা এবং অন্তর্ভুক্তির অধিকারকে সমর্থন করে।
- সমসুযোগভিত্তিক নিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে আমরা নারী এবং লিঙ্গ বৈচিত্রপূর্ণ ব্যক্তিদের চাকরিতে আবেদনের উৎসাহ প্রদান করি।
- আমরা প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আবেদনের জন্য স্বাগত জানাই।
- ব্র্যাক এমন একটি সংস্কৃতির চর্চা করে যেখানে প্রত্যেকেই তার সম্ভাবনা বিকাশের সুযোগ পায়।
আরও চাকরির খবরঃ
– মাস্টার্স পাসে সারাদেশে ক্রেডিট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক
– স্নাতক পাসে ম্যানেজার নিয়োগ দেবে ব্র্যাক
– ঢাকায় সেলস অফিসার নিয়োগ দেবে এসিআই
– সারাদেশে মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ
– সারাদেশে টেরিটরি অফিসার /টেরিটরি ম্যানেজার নিয়োগ দেবে উপায়
আবেদনের শেষ তারিখ:
– ১৫ সেপ্টেম্বর, ২০২৩।
সোর্স: ব্র্যাক।
One Comment