জুনিয়র অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফার্মাসিউটিক্যাল্স

স্কয়ার ফার্মাসিউটিক্যাল্স পিএলসি বাংলাদেশের একটি স্বনামধন্য ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। সম্প্রতি স্কয়ার ফার্মাসিউটিক্যাল্স “জুনিয়র অফিসার, কোয়ালিটি কন্ট্রোল” পদে জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা জুনিয়র অফিসার পদে আগামী ২৬ অক্টোবর, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠকঃ নিয়মিত চাকরির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম চ্যানেল, লিংকডইন এবং গুগল নিউজ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
স্কয়ার ফার্মাসিউটিক্যাল্স পিএলসি জুনিয়র অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নামঃ
– স্কয়ার ফার্মাসিউটিক্যাল্স লিমিটেড
পদের নামঃ
– জুনিয়র অফিসার
পদ সংখ্যাঃ
– নির্ধারিত নয়।
দায় দায়িত্বঃ
– কাঁচামাল, প্যাকেজিং উপকরণ এবং সমাপ্ত/সেমি-সমাপ্ত পণ্য বিশ্লেষণ করা।
– ল্যাবরেটরি যন্ত্রের অপারেটিং এবং পরিষ্কার করা
– কাঁচামাল, প্যাকেজিং উপকরণ এবং সমাপ্ত/আধা-সমাপ্ত পণ্য বিশ্লেষণের ডকুমেন্টেশন, সংকলন এবং রেকর্ড রাখা।
– স্বাস্থ্য এবং নিরাপত্তা, এবং পরিবেশগত মান প্রয়োগের চিন্তা করা।
– পরীক্ষাগারের প্রতিটি ধাপে গুড ল্যাবরেটরি প্র্যাকটিস (জিএলপি) নিশ্চিত করা।
শিক্ষাগত যোগ্যতাঃ
– জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন/বায়োকেমিস্ট্রিতে M.Sc/B.Sc ডিগ্রী।
অভিজ্ঞতাঃ
– প্রাসঙ্গিক ক্ষেত্রে নতুন এবং অভিজ্ঞ উভয় প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।
চাকরির ধরণঃ
– ফুল টাইম।
বয়সসীমাঃ
– সবোর্চ্চ ৩৫ বছর।
কর্মস্থলঃ
– কালিয়াকৈর প্ল্যান্ট, গাজীপুর।
আরও চাকরির খবরঃ
– অভিজ্ঞতা ছাড়াই টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ
– স্নাতক পাসে কাস্টমার রিলেশন এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন
– মাস্টার্স পাসে রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগ দেবে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ
– অভিজ্ঞতা ছাড়াই ট্রেইনি এক্সিকিউটিভ নিয়োগ দেবে প্রাণ গ্রুপ
অন্যান্য শর্তাবলীঃ
– প্রার্থীকে অবশ্যই চমৎকার পরিকল্পনা ও বাস্তবায়নের দক্ষতা থাকতে হবে।
– ভাল আন্তঃব্যক্তিক এবং যোগাযোগ দক্ষতা।
– এমএস অফিসের সাথে ভালভাবে পরিচিত।
– একটি দলে এবং পরিবর্তনশীল পরিবেশে কাজ করতে সক্ষম।
বেতন-ভাতাঃ
– আকর্ষণীয় বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়াঃ
– শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের পরবর্তী বাছাই প্রক্রিয়ার জন্য ডাকা হবে।
– সিভির হার্ড কপি গ্রহণ করা হবে না।
– স্কয়ার কখনোই নিয়োগের যে কোনো পর্যায়ে কোনো প্রার্থীর কাছ থেকে টাকা চায় না।
– স্কয়ার কঠোরভাবে ধূমপায়ীদের আবেদন করতে নিরুৎসাহিত করে।
– আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে।
– সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখঃ
– ২৬ অক্টোবর, ২০২৩।
সোর্স: স্কয়ার ফার্মাসিউটিক্যাল্স পিএলসি।
One Comment