
শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আকিজ বেকারস লিমিটেড সম্প্রতি ‘জুনিয়র অফিসার/অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা জুনিয়র অফিসার/অফিসার পদে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: দেশের সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও ও কোম্পানি সহ চলমান বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ জব আলাপ, টেলিগ্রাম চ্যানেল এবং লিংকডইন এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
আকিজ বেকারস লিমিটেড জুনিয়র অফিসার/অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম:
– আকিজ বেকারস লিমিটেড
পদের নাম:
– জুনিয়র অফিসার/অফিসার
পদসংখ্যা:
– ০১ জন
দায় দায়িত্ব:
– বিভিন্ন মন্ত্রণালয়/সরকারি দপ্তরে রপ্তানি নথির বাহক।
– রপ্তানি সংক্রান্ত কাজের জন্য লজিস্টিক সাপোর্ট
– ব্যাংক থেকে নথি আনুন/সংগ্রহ করুন
– বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন রপ্তানি প্রশংসাপত্র আনুন/সংগ্রহ করুন
– বিভিন্ন শিপিং লাইন থেকে শিপিং বিল/বিএল/অন্যান্য নথি সংগ্রহ করুন।
শিক্ষাগত যোগ্যতা:
– যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অভিজ্ঞতা:
– প্রয়োজন নেই।
চাকরির ধরণ:
– ফুল টাইম
প্রার্থীর ধরণ:
– নারী ও পুরুষ উভয়েই।
বয়সসীমা:
– সবোর্চ্চ ৩০ বছর
কর্মস্থল:
– ঢাকা
আরও চাকরির খবরঃ
– টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, বেতন ৪০ হাজার
– ঢাকায় কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ দেবে ডিজিগন টেকনোলজিস
– এইচএসসি পাসে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক
– স্নাতক পাসে অ্যাসিস্ট্যান্ট অফিসার/অফিসার নিয়োগ দেবে সিটি ব্যাংক
– সারাদেশে বিসনেস প্রমোশন অফিসার নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
– স্নাতক পাসে অ্যাসিস্ট্যান্ট অফিসার/অফিসার নিয়োগ দেবে সিটি ব্যাংক
– সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা: ২৫ আগস্ট, ২০২৩
বেতন:
– আলোচনা সাপেক্ষে
– মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি
– বেতন পর্যালোচনা: বার্ষিক
– উৎসব বোনাস: ২
আবেদন প্রক্রিয়া:
– আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে।
– সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ:
– ১০ সেপ্টেম্বর ২০২৩।
সোর্স: বিডি জবস।
One Comment