কোম্পানি জব

সারাদেশে জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ

রেটিং দিন

আকিজ গ্রুপ এর অন্যতম প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। সম্প্রতি আকিজ ফুড অ্যান্ড বেভারেজ “জুনিয়র এক্সিকিউটিভ (ক্যাশিয়ার)” পদে জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা জুনিয়র এক্সিকিউটিভ পদে আগামী অনলাইনের মাধ্যমে ৪ নভেম্বর, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠকঃ নিয়মিত চাকরির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম চ্যানেল, লিংকডইন এবং গুগল নিউজ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড জুনিয়র এক্সিকিউটিভ (ক্যাশিয়ার) নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম:
– আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

পদের নাম:
– জুনিয়র এক্সিকিউটিভ (ক্যাশিয়ার)।

পদসংখ্যা:
– নির্ধারিত নয়।

দায় দায়িত্ব:
– দৈনিক নগদ প্রতিবেদন প্রস্তুত করার পাশাপাশি নগদ বিতরণ করা এবং প্রাপ্ত করা।
– ব্যাংক এবং লেজার বই বজায় রাখা।
– পেমেন্ট নোট এবং চেক প্রস্তুত করতে
– ব্যাংক পুনর্মিলন বিবৃতি প্রস্তুত করা হচ্ছে।
– প্রাপ্তি, অর্থপ্রদান, এবং জার্নাল ভাউচার প্রস্তুত করতে।
– সমস্ত পেমেন্ট ভাউচার চেক করতে।

শিক্ষাগত যোগ্যতা:
– অ্যাকাউন্টিংয়ে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), অ্যাকাউন্টিংয়ে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডইগ্রঈ।

অভিজ্ঞতা:
– পদ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন:
– ফুল টাইম

প্রার্থীর ধরন:
– শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা:
– ২৪ থেকে ৩৫ বছর।

কর্মক্ষেত্র:
– অফিসে।

কর্মস্থল:
– বাংলাদেশের যেকোনো স্থানে।

আরও চাকরির খবরঃ

স্নাতক পাসে ট্রেইনি জুনিয়র অফিসার (জেনারেল) নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক
স্নাতক পাসে রিলেশনশিপ ম্যানেজার নিয়োগ দেবে সিটি ব্যাংক
স্নাতক পাসে সিনিয়র সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

অন্যান্য শর্তাবলী:
– অ্যাকাউন্টস, ফিন্যান্সিয়াল রিপোর্টিং, মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলে দক্ষতা থাকতে হবে।

বেতন-ভাতা:
– আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা:
– মোবাইল বিল, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, বীমা, গ্র্যাচুইটি, প্রতিবছর বেতন পর্যালোচনা, বছরে দুইটি উৎসব ভাতাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।

আবেদন প্রক্রিয়া:
– আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
– সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন

আবেদন করুন

আবেদনের শেষ তারিখ:
– ৪ নভেম্বর, ২০২৩।

সূত্র: বিডিজবস।

এ সম্পর্কিত আরও

Leave a Reply

Back to top button