সারাদেশে জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ মটরস, পদ সংখ্যা ৫০

আকিজ মটরস লিমিটেড আকিজ গ্রুপের একটি অন্যতম সহযোগী প্রতিষ্ঠান। সম্প্রতি আকিজ মটরস ‘জুনিয়র এক্সিকিউটিভ’ পদে ৫০ জনকে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা জুনিয়র এক্সিকিউটিভ পদে নির্ধারিত তারিখে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত থাকতে পারবেন।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠকঃ নিয়মিত চাকরির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম চ্যানেল, লিংকডইন এবং গুগল নিউজ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
প্রতিষ্ঠানের নাম:
– আকিজ মটরস লিমিটেড
বিভাগের নাম:
– সেলস, মার্কেটিং অ্যান্ড রিকভারি।
পদের নাম:
– জুনিয়র এক্সিকিউটিভ।
পদসংখ্যা:
– ৫০ জন।
দায় দায়িত্ব:
– সমস্ত নির্ধারিত লিঙ্কে অভ্যন্তরীণ এবং বাহ্যিক গ্রাহকদের জন্য মানসম্পন্ন নেতৃত্ব প্রদান করুন।
– নতুন গ্রাহক শনাক্ত করুন এবং নতুন পণ্যের সুযোগ অফার করুন।
– বিক্রয় বিভাগের পরিকল্পনা প্রস্তুত এবং সম্পূর্ণ করা।
– গ্রাহক ডেটা বজায় রাখুন এবং অনুসরণ করুন।
– নতুন পণ্যের সুযোগ চিহ্নিত করা।
– সংশ্লিষ্ট এলাকার পূর্বাভাস এবং বিক্রয় ট্র্যাকিং জন্য দায়ী।
– মাসিক/ত্রৈমাসিক এবং বার্ষিক ভিত্তিতে আপনার লক্ষ্য এবং রাজস্ব লক্ষ্য অনুযায়ী যানবাহন বিক্রয় করুন।
– ঋণ পুনরুদ্ধার এবং সংশ্লিষ্ট অঞ্চলের সংগ্রহ।
– বিদ্যমান, নতুন এবং সম্ভাব্য ক্লায়েন্টদের জন্য ভিজিট প্ল্যান তৈরি করুন এবং নিয়মিত ভিজিট সম্পাদন করুন।
– পর্যায়ক্রমে বিক্রয় লক্ষ্য এবং রাজস্ব পূরণের জন্য প্রয়োজনীয় কর্ম প্রণয়ন ও সম্পাদন করুন।
– বরাদ্দকৃত বিশেষ প্রকল্প।
শিক্ষাগত যোগ্যতা:
– বিবিএ (মার্কেটিং/এইচআরএম/অ্যাকাউন্টিং/ফাইন্যান্স/ব্যাংকিং)।
– মেকানিক্যাল/পাওয়ারে বিএসসি।
– অটো-মোবাইলে ডিপ্লোমাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা:
– প্রয়োজন নেই।
চাকরির ধরন:
– ফুল টাইম
প্রার্থীর ধরন:
– শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা:
– বয়স সবোর্চ্চ ৩২ বছর।
কর্মস্থল:
– বাংলাদেশের যে কোনো স্থানে।
বেতন-ভাতা:
– মাসিক বেতন ১৪,০০০ টাকা।
আরও চাকরির খবরঃ
অভিজ্ঞতা ছাড়াই অফিসার/সিনিয়র অফিসার নিয়োগ দেবে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স
– ঢাকায় সুপারভাইজার নিয়োগ দেবে বসুন্ধরা গ্রুপ
– খাদ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, পদ সংখ্যা ১ হাজার ৩৭৭
– সাপ্তাহিক প্রথম আলো চাকরি বাকরিঃ ০৬ অক্টোবর, ২০২৩
অন্যান্য সুযোগ-সুবিধা:
– টি/এ, মোবাইল বিল, ট্যুর ভাতা, পারফরম্যান্স বোনাস, ওভারটাইম ভাতা।
– লাঞ্চ সুবিধা: সম্পূর্ণ ভর্তুকি
– বেতন পর্যালোচনা: বার্ষিক
– উৎসব ভাতা: ২টি (বার্ষিক)
– কোম্পানির নীতি অনুযায়ী।
ওয়াক ইন ইন্টারভিউ
তারিখ ও সময়: ২০ অক্টোবর ২০২৩, শুক্রবার, সকাল ১০টা
উপস্থিতির স্থান: সাতরাস্তার মোড়, তেজগাঁও, আকিজ সিএনজি পাম্প, ঢাকা-১২০৮।
প্রয়োজনীয় কাগজপত্র:
আপডেট করা সিভি, দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, NID ফটোকপি, সকল শিক্ষাগত প্রশংসাপত্রের ফটোকপি।
সাক্ষাৎকারের তারিখ ও সময়:
– ২০ অক্টোবর ২০২৩ তারিখ, সকাল ১০টা।
সোর্স: বিডি জবস।
৩ Comments