এনজিও জব

একাধিক পদে জনবল নিয়োগ দেবে গ্রাম উন্নয়ন কর্ম (গাক), পদ সংখ্যা ৪৪৩

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা যা ১৯৯৩ সালে বগুড়া জেলায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। সংস্থাটি সুদীর্ঘ ৩০ বছর যাবত সমগ্র দেশে প্রায় ১০ লক্ষ পরিবারের মাঝে মাইক্রোফাইন্যান্স কার্যক্রমসহ শিক্ষা, স্বাস্থ্য ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। গ্রাম উন্নয়ন কর্ম এর চলমান মাইক্রোফাইন্যান্স কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নিম্নোক্ত পদসমূহে আগামী ৩১ আগস্ট, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: দেশের সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও ও কোম্পানি সহ চলমান বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ জব আলাপ, টেলিগ্রাম চ্যানেল এবং লিংকডইন এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

প্রতিষ্ঠানের নাম:  গ্রাম উন্নয়ন কর্ম (গাক)

১। পদের নাম: সিনিয়র জোনাল ম্যানেজার।

পদ সংখ্যা:
– ৩টি।

বয়সঃ
– সর্বোচ্চ ৫০ বছর।

শিক্ষাগত যোগ্যতাঃ
– যে কোন বিষয়ে স্নাতকোত্তর/সমমান/স্নাতক।

অভিজ্ঞতা:
– সংশ্লিষ্ট সমপদে ন্যূনতম ৩ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা, ২০-২৫টি শাখা পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

মাসিক বেতন:
– সর্বসাকুল্যে ৬৪,৪৭১/- থেকে ৭০,৩৪৩/- টাকা (মোটরসাইকেল জ্বালানী বিল, মোবাইল বিল, লাঞ্চ, শাখা পরিদর্শনে রাত্রী যাপন ভাতা ও অন্যান্য ভাতাসহ)।
– এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে ৫৪,০০০/- টাকা হতে ৭৪,২৫০/- টাকা পর্যন্ত ইনসেনটিভ পাওয়ার সুযোগ রয়েছে।
– অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষ।

২। পদের নাম: এরিয়া ম্যানেজার

পদ সংখ্যা:
– ১০টি।

বয়স:
– সর্বোচ্চ ৪৫ বছর।

শিক্ষাগত যোগ্যতাঃ
– স্নাতকোত্তর/সমমান/স্নাতক।

অভিজ্ঞতা:
– সংশ্লিষ্ট সমপদে ন্যূনতম ৩ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতাসহ ন্যূনতম ৪-৬টি শাখা পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

মাসিক বেতন:
– সর্বসাকুল্যে ৫৪,৮১৩/- টাকা (মোটরসাইকেল জ্বালানী বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা, শাখা পরিদর্শনে রাত্রী যাপন ভাতা ও অন্যান্য ভাতাসহ)।
– এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে ৩৬,০০০/- টাকা হতে ৪৯,৫০০/- টাকা পর্যন্ত ইনসেনটিভ পাওয়ার সুযোগ রয়েছে।
– অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষ।

৩। পদের নাম: সিনিয়র শাখা ব্যবস্থাপক

পদ সংখ্যা:
– ৩০টি।

বয়স:
– সর্বোচ্চ ৪০ বছর।

শিক্ষাগত যোগ্যতাঃ
– স্নাতকোত্তর/সমমান/স্নাতক।

অভিজ্ঞতা:
– মাইক্রোফাইন্যান্স কর্মসুচিতে শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম ৩ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

মাসিক বেতন:
– সর্বসাকুল্যে ৪৪,০৫৯/- টাকা (মোটরসাইকেল জ্বালানী বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা ও অন্যান্য ভাতাসহ)।
– এ ছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে ২৪,০০০/- টাকা হতে ৩৩,০০০/- টাকা পর্যন্ত ইনসেনটিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে।
– অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষ।

৪। পদের নাম: সিনিয়র ফিল্ড অফিসার।

পদ সংখ্যা:
– ১০০টি।

বয়স:
– সর্বোচ্চ ৩৫ বছর।

শিক্ষাগত যোগ্যতাঃ
– স্নাতক/সমমান। মাইক্রোফাইন্যান্স কর্মসুচিতে ন্যূনতম ৫ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

মাসিক বেতন:
– সর্বসাকুল্যে ৩২,৮৬০/-টাকা (মোটরসাইকেল জ্বালানী বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা ও অন্যান্য ভাতাসহ)।
– এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে ১৬,০০০/- টাকা হতে ২২,০০০/- টাকা পর্যন্ত ইনসেনটিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে।
– উল্লেখ্য, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

৫। পদের নাম: ফিল্ড অফিসার।

পদ সংখ্যা:
– ১৫০টি।

বয়স:
– সর্বোচ্চ ৩৫ বছর।

শিক্ষাগত যোগ্যতাঃ
– স্নাতক/সমমান।

অভিজ্ঞতা:
– যে সকল প্রার্থীর মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম ১ বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবেন।

মাসিক বেতন:
– ৬ মাস শিক্ষানবিশকাল মাসিক বেতন ১৮,০০০/- ঢাকা। মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকুরী নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্ব সাকুল্যে ২৭,৫২২/-টাকা (মোটরসাইকেল জ্বালানী বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা ও অন্যান্য ভাতাসহ)।
– এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে ১৬,০০০/- টাকা হতে ২২,০০০/- টাকা পর্যন্ত ইনসেনটিভ পাওয়ার সুযোগ এবং ফি একক আবাসন সুবিধা রয়েছে।
– উল্লেখ্য, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

আরও চাকরির খবর দেখুন:

এইচএসসি পাসে জিএসই অপারেটর নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স, বেতন ৩০ হাজার
ঢাকায় বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স
টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, ২৩ বছরেই করা যাবে আবেদন
উপজেলা প্রোগ্রাম ম্যানেজার নিয়োগ দেবে আরডিআরএস বাংলাদেশ, বেতন ৩০ হাজার

৬। পদের নাম: এ্যাসিসটেন্ট একাউন্টস অফিসার

পদ সংখ্যা:
– ৫০টি।

বয়স:
– সর্বোচ্চ ৩৫ বছর।

শিক্ষাগত যোগ্যতাঃ
– ন্যূনতম বিকম/বিবিএস।

অভিজ্ঞতা:
– যে সকল প্রার্থীর মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম এক বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবেন।

দায় দায়িত্ব:
– শাখায় অবস্থান করে সফটওয়্যারের মাধ্যমে দৈনন্দিন আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় হিসাব পরিচালনা ও সংরক্ষণ করতে হবে।

মাসিক বেতন:
– ৬ মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন ১৮,০০০/- টাকা। চাকুরী নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্ব সাকুল্যে ২১,৩২২/-টাকা (মোবাইল বিল ও লাঞ্চ ভাতাসহ)।
– এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে ১৬,০০০/- টাকা হতে ২২,০০০/- টাকা পর্যন্ত ইনসেনটিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে।
– এছাড়াও এ্যাসিসটেন্ট একাউন্টস অফিসারগণ ন্যূনতম ৫০ জন এমই সদস্যের মাইক্রোফাইন্যান্স কার্যক্রম পরিচালনা করলে মাসিক ২,০০০/- টাকা থেকে ৫,০০০/- টাকা দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন।
– শুধুমাত্র ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

৭। পদের নাম: শিক্ষানবিশ ফিল্ড অফিসার।

পদ সংখ্যা:
– ১০০টি।

শিক্ষাগত যোগ্যতাঃ
– এইচএসসি/সমমান।

বয়স:
– সর্বোচ্চ ৩২ বছর।

মাসিক বেতন:
– ৬ মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন ১৬,০০০/- টাকা।
– মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকুরী নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্ব সাকুল্যে ২৫,৫২২/- টাকা (মোটরসাইকেল জ্বালানী বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা ও অন্যান্য ভাতাসহ) প্রাপ্য হবেন।
– এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে ১৬,০০০/- টাকা হতে ২২,০০০/- টাকা পর্যন্ত ইনসেনটিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে।
– শুধুমাত্র ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

সাধারণ শর্তাবলী:
– সকল পদের প্রার্থীকে মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং কম্পিউটারে অফিস প্রোগাম ও ইন্টারনেট ব্যবহার জানা থাকতে হবে।
– উল্লেখ্য, সকল পদের ক্ষেত্রে মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকুরী বিধিমালা অনুযায়ী বছরে ৩টি উৎসব ভাতা, সিপিএফ, গ্রাচ্যুইটি, দূরত্ব ভাতা, সিটি এলাউন্স, লীভ এনক্যাশমেন্ট সুবিধা, যাতায়াত এবং দুর্ঘটনাজনিত বীমা সুবিধা প্রাপ্য হবেন।

আবেদন প্রক্রিয়া:
– আগ্রহী প্রার্থীদের ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা, উচ্চতা, ওজন, ২ জন পরিচয় প্রদানকারীর (আত্মীয় নন এমন ব্যক্তি) নাম এবং মোবাইল নম্বর, আবেদন পত্রের খামের উপর পদের নাম, নিজ জেলা ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ পূর্বক নিম্নোক্ত ঠিকানায় আবেদনপত্র প্রেরণ করতে হবে।
– নির্বাচিত প্রার্থীদের পরীক্ষা ঢাকা, কুমিল্লা, কুষ্টিয়া, যশোর এবং বগুড়ায় অনুষ্ঠিত হবে।
– শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইল ফোন/ এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
– সকল পদের ক্ষেত্রে নারী প্রার্থীদেরকে আবেদনের জন্য উৎসাহিত করা যাচ্ছে।

জীবন বৃত্তান্তের নমুনা ফরম
জীবন বৃত্তান্তের নমুনা ফরম

আবেদন পাঠানোর ঠিকানা:
বরাবর,
কো-অর্ডিনেটর,
মানবসম্পদ বিভাগ,
গ্রাম উন্নয়ন কর্ম (গাক),
প্রধান কার্যালয়,
গাক টাওয়ার, বনানী,
বগুড়া।

গাক নিয়োগ বিজ্ঞপ্তি
গাক নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদনের শেষ তারিখ:
– ৩১ আগস্ট, ২০২৩।

সোর্স: গ্রাম উন্নয়ন কর্ম (গাক)।

এ সম্পর্কিত আরও

Leave a Reply

Back to top button