কোম্পানি জব

এইচএসসি পাসে জিএসই অপারেটর নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স, বেতন ৩০ হাজার

ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পর দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশী বিমান সংস্থা। সম্প্রতি ইউএস-বাংলা এয়ারলাইন্সে “জিএসই অপারেটর” (Ground Service Equipment-GSE Operator) পদে জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক লোক নিয়োগ দেয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা জিএসই অপারেটর পদে আগামী ২৫ আগস্ট, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: দেশের সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও ও কোম্পানি সহ চলমান বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ জব আলাপ, টেলিগ্রাম চ্যানেল এবং লিংকডইন এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

প্রতিষ্ঠানের নাম:
– ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড

পদের নাম:
– জিএসই অপারেটর

পদসংখ্যা:
– নির্ধারিত নয়।

দায় দায়িত্ব:
– ব্যাগেজ টো ট্রাক্টর, এয়ারক্রাফ্ট টো ট্র্যাক্টর, গ্রাউন্ড পাওয়ার ইউনিট, এয়ার কন্ডিশনিং ভ্যান, ওয়াটার কার্ট, ফ্লাশ কার্ট, বেল্ট লোডার, প্যাসেঞ্জার স্টেপ, এয়ার স্টার্টিং ইউনিট, ক্যাটারিং হাই লিফট সহ গ্রাউন্ড হ্যান্ডলিং এর সকল প্রকার অপরেট করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:
– ন্যূনতম এইচএসসি।
– অভিজ্ঞ প্রার্থীদের জন্য শিথিলযোগ্য।
– জিএসই অপারেটর (GSE Operator) হিসেবে যে কোন এয়ারলাইন্সে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

অভিজ্ঞতা:
– কমপক্ষে ০৩ (তিন) বছরের অটো এবং ম্যানুয়াল গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

কর্ম ঘন্টাঃ
– ০৮ ঘন্টা প্রতি শিফট।

প্রয়োজনীয় দক্ষতা:
– চমৎকার যোগাযোগ দক্ষতা, ইনভেন্টরি কন্ট্রোল, মাইক্রোসফট অফিস, রিপোর্ট লেখা, স্টোর ম্যানেজমেন্ট।

বয়সসীমা:
– ২৩ থেকে ৩৫ বছর।
– অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

কর্মক্ষেত্র:
– বিমান বন্দর।

চাকরির ধরণ:
– ফুল টাইম ও স্থায়ী

প্রার্থীর ধরণ:
– নারী পুরুষ উভয়েই।

অন্যান্য শর্তাবলী:
– প্রার্থীদের অবশ্যই বিআরটি কর্তৃক ইস্যুকৃত বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
– উচ্চতাঃ ন্যূনতম ৫.৪ ইঞ্চি।
– প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। চশমা গ্রহণযোগ্য নয়।
– প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট থাকতে হবে।
– প্রার্থীদের সংশ্লিষ্ট এলাকার নাগরিকত্ব সনদ পত্র থাকতে হবে।

কর্মস্থল:
– চট্টগ্রাম, ঢাকা, সিলেট, নীলফামারী (সৈয়দপুর)।

আরও চাকরির খবর দেখুন:

ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার গ্রেড-II নিয়োগ দেবে সাউথইস্ট ব্যাংক, বেতন ২৮ হাজার
অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স, বেতন ৩০ হাজার
ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) নেবে এক্সিম ব্যাংক, বেতন ৪০ হাজার ৫০০

বেতন-ভাতা:
– ঢাকা ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা),
– চট্টগ্রাম ২৮,০০০/- (আটাশ হাজার টাকা),
– সিলেট ২৬,০০০/- (ছাব্বিশ হাজার টাকা)।

অন্যান্য সুযোগ-সুবিধা:
– ঢাকা বিমানবন্দরে কর্মরতদের ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা/দুপুরের খাবার/রাতের খাবার প্রদান করা হবে।
– ঢাকার বাহিরের বিমানবন্দরে কর্মস্থল হলে মাসিক ১৫০০/- টাকা খাবারের ভাতা প্রদান করা হবে।
– উৎসব ভাতাঃ প্রবেশন পিরিয়ড শেষে বাৎসরিক দুইটি – উৎসব ভাতা প্রদান করা হবে।
– প্রভিডেন্ট ফান্ড, মেডিকেল ইন্সুরেন্স।
– এছাড়া কোম্পানীর নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের নিয়ম:
– যেকোনো ধরনের সুপারিশ/রেফারেন্স আবেদনের ক্ষেত্রে অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
– পূর্বের কোন দূর্ঘটনায় সাজাপ্রাপ্ত/দোষী প্রমাণিত হলে প্রার্থিতা যেকোন মুহুর্তে বাতিল বলে গণ্য হবে।
– আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
– অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন

আবেদন করুন

আবেদনের শেষ সময়:
– ২৫ আগস্ট, ২০২৩।

সোর্স: বিডি জবস।

এ সম্পর্কিত আরও

Back to top button