অভিজ্ঞতা ছাড়াই অফিসার/সিনিয়র অফিসার নিয়োগ দেবে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড সাধারণ জীবন বীমা কোম্পানী। সম্প্রতি বীমা কোম্পানিটিতে “অফিসার/সিনিয়র অফিসার (শরী’আহ/জেনারেল)” পদে জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অফিসার/সিনিয়র অফিসার পদে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠকঃ নিয়মিত চাকরির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম চ্যানেল, লিংকডইন এবং গুগল নিউজ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
প্রতিষ্ঠানের নামঃ
– ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড
পদের নামঃ
– অফিসার/সিনিয়র অফিসার (শরী’আহ/জেনারেল)
পদ সংখ্যাঃ
– ২টি
দায় দায়িত্বঃ
– দাপ্তরিক
শিক্ষাগত যোগ্যতাঃ
– যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
অভিজ্ঞতাঃ
– প্রয়োজন নেই।
চাকরির ধরণঃ
– ফুল টাইম।
প্রার্থীর ধরণঃ
– নারী পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
বয়সসীমাঃ
– বয়স সর্বোচ্চ ৩০ বছর।
কর্মক্ষেত্রঃ
– অফিস।
কর্মস্থলঃ
– ঢাকা (পুরানা পল্টন, পল্টন)।
আরও চাকরির খবরঃ
– মাস্টার্স পাসে ঢাকায় ম্যানেজার নিয়োগ দেবে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ
– একাধিক প্রোগ্রামে ৪৭৫ জনকে নিয়োগ দেবে শক্তি ফাউন্ডেশন
– সারাদেশে ম্যানেজার (হাউস কিপিং) নিয়োগ দেবে ইবনে সিনা ট্রাস্ট
– সাপ্তাহিক প্রথম আলো চাকরি বাকরিঃ ০৬ অক্টোবর, ২০২৩
বেতন-ভাতাঃ
– আলোচনা সাপেক্ষে।
– T/A, ট্যুর ভাতা, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২দিন ছুটি, গ্র্যাচুইটি, ওভার টাইম ভাতা
– বেতন পর্যালোচনা: বার্ষিক
– উৎসব বোনাস: ২
আবেদন প্রক্রিয়াঃ
– আগ্রহী প্রার্থীরা অনলাইন/ সরাসরি আবেদন করতে পারবেন।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে।
– সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন
হার্ড কপি:
সিভি, জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, মানব সম্পদ বিভাগ (১৮ তলা), ফারইস্ট টাওয়ার, ৩৫ তোপখানা রোড, ঢাকা-১০০০।
আবেদনের শেষ তারিখঃ
– ২৬ অক্টোবর, ২০২৩।
সোর্স: বিডি জবস।