সারাদেশে এক্সিকিউটিভ/ সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে উত্তরা মটরস

উত্তরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ হল ঢাকায় অবস্থিত একটি বাংলাদেশী বহুমুখী সংগঠন। সম্প্রতি উত্তরা মটরস তাদের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ/ সিনিয়র এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে আগামী ৩১ অক্টোবর, ২০২৩ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠকঃ নিয়মিত চাকরির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম চ্যানেল, লিংকডইন এবং গুগল নিউজ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
প্রতিষ্ঠানের নাম:
– উত্তরা মটরস লিমিটেড
বিভাগের নাম:
– মার্কেটিং অ্যান্ড সেলস
পদের নাম:
– এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ
পদসংখ্যা:
– নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা:
– মার্কেটিং-এ মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)
– বিবিএ/মাস্টার্স/এমবিএ (মেজর ইন মার্কেটিং)।
অভিজ্ঞতা:
– পদ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা:
– ২২ থেকে ৪০ বছর।
চাকরির ধরন:
– ফুল টাইম
প্রার্থীর ধরন:
– নারী-পুরুষ উভয়েই।
কর্মস্থল:
– বাংলাদেশের যে কোনো স্থানে।
আরও চাকরির খবরঃ
– সারাদেশে টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ
– অভিজ্ঞতা ছাড়াই সহকারী কম্পিউটার প্রোগ্রামার নিয়োগ দেবে বিডিইউ
– প্রোজেক্ট ফিল্ড অফিসার নিয়োগ দেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট, বেতন ৪০ হাজার
– স্নাতক পাসে ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগ দেবে প্রাইম ব্যাংক
অন্যান্য শর্তাবলী:
– বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করতে আগ্রহী হতে হবে।
– কম্পিউটার অপারেটিং বিষয়ে ভালো জ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
– সুসজ্জিত, উদ্যমী এবং চাপের মধ্যে কাজ করার ক্ষমতা।
– ক্লায়েন্টদের পরিচালনা করার এবং সংস্থার সেট পরিষেবা নীতিগুলির সাথে তাদের সন্তুষ্ট করার ক্ষমতা।
– ইংরেজি এবং বাংলায় শক্তিশালী আন্তঃব্যক্তিক দক্ষতা।
– পরিশ্রমী এবং দায়িত্বের প্রতি ইতিবাচক মনোভাব।
– শক্তিশালী সমস্যা সমাধানের দক্ষতা।
বেতন-ভাতা:
– কোম্পানির নীতি অনুযায়ী যোগ্য প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতন প্যাকেজ এবং অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদনের নিয়ম:
– আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে।
– অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন
আবেদনের শেষ সময়:
– ৩১ অক্টোবর, ২০২৩।
সোর্স: বিডি জবস।
One Comment