বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (Bengal Commercial Bank Limited) বাংলাদেশের সদ্য অনুমতিপ্রাপ্ত একটি তফসিলি বাণিজ্যিক ব্যাংক। সম্প্রতি ব্যাংকটিতে “ডাইরেক্ট সেলস অফিসার [কনকোয়েস্ট লিমিটেড (বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকস আউটসোর্সড রিক্রুটিং এজেন্সী)]” পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ডাইরেক্ট সেলস অফিসার পদে অনলাইনের মাধ্যমে ২৪ আগস্ট ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: দেশের সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও ও কোম্পানি সহ চলমান বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ জব আলাপ, টেলিগ্রাম চ্যানেল এবং লিংকডইন এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
প্রতিষ্ঠানের নাম:
– বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।
পদের নামঃ
– ডাইরেক্ট সেলস অফিসার
পদসংখ্যা:
– ১০০টি।
দায় দায়িত্ব:
– ব্যাংকিং পণ্য বিক্রি করার ক্ষমতা/ইচ্ছা (সকল ধরণের খুচরা দায়, বিশেষ করে গাড়ি লোন, হোম লোন/আমানত সংগ্রহ/সম্পদ বিপণন/ক্রেডিট কার্ড বিক্রির জন্য)।
শিক্ষাগত যোগ্যতা:
– স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে নূন্যতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।
– বিজনেস ডিসিপ্লিন থেকে স্নাতক ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।
– শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ থাকা যাবে না।
অভিজ্ঞতা:
– ট্রেইনী ডাইরেক্ট সেলস অফিসার (G1) এর অভিজ্ঞতার প্রয়োজন নেই।
চাকরির ধরন:
– ফুল টাইম।
কর্মক্ষেত্র:
– অফিস ও ফিল্ড।
কর্মস্থল:
– চট্টগ্রাম: আনোয়ারা, আগ্রাবাদ।
– ঢাকা: কর্পোরেট শাখা, বনানী, ইমামগঞ্জ, গুলশান, দিলকুশা, সাতমসজিদ রোড শাখা, রামপুরা, উত্তরা, কামরাঙ্গীরচর, আশকোনা, জিরাবো, হেমায়েতপুর, আশুলিয়া, নামাবাজার, টঙ্গী, কেরানীগঞ্জ, হাসনাবাদ রোড, জঙ্গলপুর, রামপুরা, উত্তরা শাখা।
– নরসিংদী: বেলানগর, টাঙ্গাইল, গড়াই শাখা।
– রংপুর: সদর, হারাগাছা শাখা।
– পাবনা: কাশিনাথপুর, বগুড়া,
– কুমিল্লা: ইলিয়টগঞ্জ নোয়াখালী: চৌমোহনী এবং প্রয়োজন অনুসারে অন্যান্য প্রয়োজনীয় স্থান।
– বাংলাদেশের যেকোনো স্থানে স্থানান্তরযোগ্য।
অন্যান্য শর্তাবলী:
– ডাইরেক্ট সেলস এ ক্যারিয়ার ডেভেলপের ইচ্ছা থাকা।
– ভাল যোগাযোগ এবং উপস্থাপনা দক্ষতা থাকা।
– চমৎকার আলোচনা এবং সরাসরি বিক্রয় দক্ষতা থাকা।
– শারীরিক সুস্থতা এবং মাঠ পর্যায়ে কাজ করার ইচ্ছা থাকা।
– উদ্যমী, আত্মবিশ্বাসী, সৃজনশীল এবং লক্ষ্য ভিত্তিক হওয়া।
– সরাসরি বিক্রয় অভিজ্ঞতা একটি অতিরিক্ত সুবিধা হিসাবে বিবেচিত হবে।
আরও চাকরির খবর দেখুন:
– স্নাতক পাসে ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, বেতন ২৮ হাজার
– সারাদেশে সেলস অফিসার নিয়োগ দেবে ওয়ালটন, পদ সংখ্যা ৩০
– সারাদেশে রিলেশনশিপ অফিসার (অফিসার-পিও) নিয়োগ দেবে এনআরবি ব্যাংক
– উপজেলা প্রোগ্রাম ম্যানেজার নিয়োগ দেবে আরডিআরএস বাংলাদেশ, বেতন ৩০ হাজার
বেতন-ভাতা ও সুযোগ-সুবিধাঃ
– মোট মাসিক বেতন ১৪,০০০ টাকা থেকে ২৪,০০০ টাকা (অভিজ্ঞতার ভিত্তিতে)।
– পারফরম্যান্সের ভিত্তিতে সেলস কমিশন।
– দুটি উৎসব বোনাস।
– ব্যাংকের নিয়ম ও পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়াঃ
– কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
– মনে রাখবেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক একটি ইকুয়াল কর্মসংস্থান প্রতিষ্ঠান।
– যে কোন ধরনের প্ররোচনামূলক কর্মকান্ড প্রার্থিতা অযোগ্য ঘোষণা করবে।
– বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক কোন কারণ দর্শানো ছাড়াই যে কোন আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে।
– কোনো প্ররোচনা স্বয়ংক্রিয়ভাবে প্রার্থিতা অযোগ্য ঘোষণা করবে।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে।
– সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন
জিজ্ঞাসা: 0195863031
আবেদনের শেষ তারিখ:
– ২৪ আগস্ট, ২০২৩।
সোর্সঃ বিডি জবস।