ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল) বাংলাদেশ ও নেদারল্যান্ডের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক। প্রতিষ্ঠানটি ব্যাংকিং সেবা দেয়ার উদ্দেশ্য নিয়ে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ দ্বারা প্রতিষ্ঠিত এবং কোম্পানি আইন ১৯৯৪ দ্বারা পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে নিবন্ধিত হয় এবং ৩ জুন, ১৯৯৬ সাল থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। সম্প্রতি ডাচ্-বাংলা ব্যাংকে নিম্নবর্ণিত বিভাগসমূহে বিভাগীয় প্রধান/উপ-বিভাগীয় প্রধান/ঊর্ধ্বতন কর্মকর্তা পদের জন্য যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নিম্নবর্ণিত পদসমূহে অনলাইনের মাধ্যমে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: দেশের সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও ও কোম্পানি সহ চলমান বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ জব আলাপ, টেলিগ্রাম চ্যানেল এবং লিংকডইন এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
ডাচ্-বাংলা ব্যাংক একাধিক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
ব্যাংকের নাম:
– ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল)।
পদের নাম:
– Mobile Banking (MFS)
– Agent Banking (ABD)
– Retail Business (RBD)
– General Service (GSD)
– Treasury (Front Office)
– (Treasury Back Office )
– Small & Medium Enterprise (SME)
– Special Asset Management (SAMD)
– Credit Administration (Corporate/SME / Retail)
– Centralized Trade Service (CTS)
– Human Resources (HRD) Risk Management (RMD)
– Credit Risk Management (Corporate/SME/Retail)
– Corporate Cash Management.
পদ সংখ্যা:
– নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা:
– স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে যেকোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
– শিক্ষা জীবনের কোন পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য হবে না।
– ‘ও’ লেভেলের ক্ষেত্রে সর্বোচ্চ গ্রেডপ্রাপ্ত ৬টি বিষয় এবং এ’ লেভেলের ক্ষেত্রে সর্বোচ্চ গ্রেডপ্রাপ্ত ৩টি বিষয়ের গড়।
অভিজ্ঞতা:
– স্বনামধন্য বাণিজ্যিক ব্যাংকে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার পর্যাপ্ত অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা (৩০ সেপ্টেম্বর, ২০২৩ অনুযায়ী):
– সর্বোচ্চ ৫৫ বছর।
অন্যান্য শর্তাবলী:
– চাকরি প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে।
– যোগ্য প্রার্থীগণ উপরে উল্লিখিত যেকোন একটি পদের জন্য আবেদন করতে পারবেন।
বেতন-ভাতা:
– বেতন ও পদমর্যাদা নির্বাচিত প্রার্থীদের কর্মক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে নির্ধারিত হবে।
আরও চাকরির খবরঃ
– ঢাকায় সেলস অফিসার নিয়োগ দেবে এসিআই
– ঢাকায় কন্ট্যাক্ট সেন্টার রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে ডিজিগন টেকনোলজিস
– একাধিক পদে নিয়োগ দেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
– স্নাতক পাসে টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ
– সারাদেশে টেরিটরি ম্যানেজার নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
আবেদনের শর্তাবলী:
– কোন প্রার্থী একাধিক পদে আবেদন করলে, কোনও কারণ দর্শানো ব্যতীত সকল পদের জন্য আবেদন বাতিল বলে গণ্য হবে।
– আবেদনপত্রে কোনরকম ভুল তথ্য প্রদান করা হলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
– শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদেরকেই সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
আবেদন প্রক্রিয়া:
– সম্প্রতি তোলা স্ক্যানকৃত ছবিসহ জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ এবং সর্বশেষ পে-স্লিপ এর স্ক্যানকৃত কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
– সরাসরি আবেদনপত্র গ্রহণ করা হবে না।
– অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ:
– ৩০ সেপ্টেম্বর, ২০২৩।
সোর্স: ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড।
One Comment