কোম্পানি জব

এইচএসসি পাসে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক

গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড (জিএইচআইটি) ২০৯০ সালে প্রতিষ্ঠিত একটি বহুমাত্রিক আউটসোর্সিং পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান। সম্প্রতি গোল্ডেন হারভেস্ট ইনফোটেক ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ডাটা এন্ট্রি অপারেটর পদে ৩০০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ডাটা এন্ট্রি অপারেটর পদে অনলাইনের মাধ্যমে আগামী ০৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: দেশের সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও ও কোম্পানি সহ চলমান বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ জব আলাপ, টেলিগ্রাম চ্যানেল এবং লিংকডইন এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড (জিএইচআইটি) ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম:
– গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড (জিএইচআইটিএল)

পদের নাম:
– ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা:
– ৩০০ জন

দায় দায়িত্ব:
– সময় সীমার মধ্যে উৎস নথি থেকে পাঠ্য ভিত্তিক এবং সংখ্যাসূচক তথ্য ইনপুট করে গ্রাহক এবং অ্যাকাউন্ট ডেটা সন্নিবেশ করুন৷
– কম্পিউটার এন্ট্রির জন্য উৎস তথ্য প্রস্তুত করতে অগ্রাধিকার অনুযায়ী তথ্য সংকলন, নির্ভুলতা যাচাই এবং সাজান।
– ঘাটতি বা ত্রুটির জন্য ডেটা পর্যালোচনা করা, সম্ভব হলে কোনো অসঙ্গতি সংশোধন করুন এবং আউটপুট পরীক্ষা করুন।

শিক্ষাগত যোগ্যতা:
– এইচএসসি পাস।

অভিজ্ঞতা:
– কম্পিউটার অপারেটিং, ডাটা এন্ট্রি কাজের ০১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
– ফ্রেশারদেরও আবেদন করতে উৎসাহিত করা হয়।

চাকরির ধরন:
– ফুল টাইম

প্রার্থীর ধরন:
– নারী-পুরুষ উভয়েই।

বয়সসীমা:
– ১৮ থেকে ৪৫ বছর।

কর্মস্থল:
– ঢাকা (মিরপুর)

অন্যান্য শর্তাবলী:
– প্রার্থীদের অবশ্যই GHIT অফিসে ১০ থেকে ১২ দিনের জন্য প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে এবং তার পরে একটি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উত্তীর্ণ প্রশিক্ষণার্থীরা আমাদের সাথে যোগদানের সুযোগ পাবেন।
– 8 ঘন্টা কাজের সময় বজায় রাখতে হবে।
– ভাল টাইপিং গতি।
– ইংরেজিতে ভালো জ্ঞান
– দ্রুত শেখার ক্ষমতা।

আরও চাকরির খবরঃ

নূন্যতম এইচএসসি পাসে একাধিক পদে নৌপরিবহন অধিদপ্তরে চাকরির সুযোগ
ঢাকায় জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে সজীব গ্রুপ
ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ দেবে বেক্সিমকো কম্পিউটার্স, পদ সংখ্যা ২০০
ঢাকায় এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স

বেতন:
– আলোচনা সাপেক্ষে (উৎপাদন ভিত্তিক)।
– উৎসব ভাতা: ২

আবেদন প্রক্রিয়া:
– আগ্রহী প্রার্থীরা অনলাইন বা সরাসরি সিভি পাঠিয়ে আবেদন করতে পারবেন
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
– সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন

আবেদন করুন

অথবা ই-মেইলের মাধ্যমে আপনার সিভি পাঠান নিচের ঠিকানায় ghitl.hr@gmail.com

সরাসরি সিভি পাঠানোর ঠিকানা:
– গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড
ঠিকানা: ৭০-৭১ শহীদ তাজউদ্দীন আহমদ সরণি, মহাখালী, ঢাকা-১২১২, বাংলাদেশ।
যোগাযোগের নম্বর: 01700701030

আবেদনের শেষ তারিখ:
– ০৭ অক্টোবর, ২০২৩।

সোর্স: বিডি জবস।

এ সম্পর্কিত আরও

Leave a Reply

Back to top button