অন্যান্য চাকরি

ঢাকায় স্নাতক পাসে ডেটা অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ

রেটিং দিন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) হল বার্লিন ভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশী শাখা, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য নিবেদিত একটি নাগরিক সমাজ সংস্থা। সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তাদের আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগে “ডেটা অ্যাসিস্ট্যান্ট” পদে ২০ জনকে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ডেটা অ্যাসিস্ট্যান্ট পদে আগামী ২৯ অক্টোবর, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠকঃ নিয়মিত চাকরির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম চ্যানেল, লিংকডইন এবং গুগল নিউজ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

প্রতিষ্ঠানের নামঃ
– ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)

বিভাগের নাম:
– আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন।

পদের নামঃ
– ডেটা অ্যাসিস্ট্যান্ট (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন)।

পদ সংখ্যাঃ
– ২০জন।

দায় দায়িত্বঃ
– সুনির্দিষ্ট তথ্যাবলী ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধন করা:
– নিবন্ধিত তথ্যাবলি যাচাই বাচাই এবং প্রয়োজনীয় সংশোধন করা;
– নিবন্ধিত তথ্যাবলির ভিত্তিতে রিপোর্ট প্রস্তুতে সহায়তা করা:
– অন্যান্য ডেটা নিবন্ধন করা;
– পিডিএফ থেকে তথ্য প্রস্তুত এবং এন্ট্রি করা।

শিক্ষাগত যোগ্যতাঃ
– আবেদনকারীকে স্নাতক পাশ হতে হবে।
– শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ অথবা জিপিএ ২.৫ এর কম (৪ এর মধ্যে)/জিপিএ ৩.০ এর কম (৫ এর মধ্যে) গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতাঃ
– প্রয়োজন নেই।

প্রার্থীর ধরণঃ
– নারী পুরুষ উভয়েই।

বয়সসীমাঃ
– নির্ধারিত নয়।

কর্মক্ষেত্রঃ
– অফিসে।

কর্মস্থলঃ
– ঢাকা।

কর্মস্থল, কর্মঘণ্টা ও ছুটি:
– ডেটা অ্যাসিস্ট্যান্ট-এর কর্মস্থল হবে ধানমন্ডিস্থ টিআইবির প্রধান কার্যালয়;
– উক্ত পদের কর্মঘন্টা হবে প্রতিদিন ৮ ঘন্টা (সকাল ৯টা থেকে বিকাল ৫টা);
– কর্মদিবস ও সরকারি ছুটিসমূহ টিআইবি কর্মীর ন্যায় ডেটা অ্যাসিস্ট্যান্ট একইভাবে চর্চা করবেন;
– একজন ডেটা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারের অনুমোদন সাপেক্ষে প্রতি মাসে সর্বোচ্চ ১.৫ দিন ক্যাজুয়াল ছুটি উপভোগ করতে পারবেন।

আরও চাকরির খবরঃ

স্নাতক পাসে ট্রেইনি জুনিয়র অফিসার (জেনারেল) নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক
স্নাতক পাসে ট্রেইনি জুনিয়র অফিসার (ক্যাশ) নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক
একাধিক পদে নিয়োগ দেবে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

অন্যান্য শর্তাবলী:
– আবেদনকারীর নিজস্ব ল্যাপটপ থাকতে হবে এবং কাজের জন্যে ল্যাপটপ নিয়মিত অফিসে নিয়ে আসতে হবে।
– কম্পিউটার ব্যবহারের মৌলিক ও ব্যবহারিক জ্ঞান থাকতে হবে, বাংলা (অভ্র ও বিজয়) ও ইংরেজি টাইপিং এর দক্ষতা থাকতে হবে এবং ই-মেইল, জুম ইত্যাদি ব্যবহারে অভিজ্ঞ হতে হবে।
– পূর্বে ডাটা এন্ট্রির কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
– পেশাদারিত্ব, সুন্দর বাচনভঙ্গি, যোগাযোগ দক্ষতা, কাজের প্রতি একনিষ্ঠতা প্রার্থীর বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

বেতন-ভাতাঃ
– ডেটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য মাসিক ২২,০০০ (বাইশ হাজার টাকা মাত্র) টাকা ভাতা হিসেবে প্রদান করা হবে।
– দায়িত্ব পালনের জন্য যাতায়াত ও অন্যান্য প্রশাসনিক ব্যয়ভার টিআইবি বহন করবে।

আবেদন প্রক্রিয়াঃ
– আগ্রহী প্রার্থীকে আবেদনের জন্য টিআইবির এইচআর অ্যান্ড ওডি ইউনিট বরাবর নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী দরখাস্ত জমা দিতে হবে।
– দরখাস্তের সাথে সিভি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের অনুলিপি ও কাজের অভিজ্ঞতা থাকলে সে সংক্রান্ত ডকুমেন্টের অনুলিপি জমা দিতে হবে।
– আবেদন পত্রের সাথে অবশ্যই পাসপোর্ট সাইজের ছবি এবং যোগাযোগের ঠিকানা ও ফোন নম্বর উল্লেখ থাকতে হবে।
– আগ্রহী প্রার্থীকে সিভি ও প্রয়োজনীয় ডকুমেন্ট আগ্রহী প্রার্থীকে আবেদনের জন্য টিআইবির এইচআর অ্যান্ড ওডি ইউনিট বরাবর নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী দরখাস্ত জমা দিতে হবে। দরখাস্তের সাথে সিভি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের অনুলিপি ও কাজের অভিজ্ঞতা থাকলে সে সংক্রান্ত ডকুমেন্টের অনুলিপি জমা দিতে হবে।
– আবেদন পত্রের সাথে অবশ্যই পাসপোর্ট সাইজের ছবি এবং যোগাযোগের ঠিকানা ও ফোন নম্বর উল্লেখ থাকতে হবে।
– আগ্রহী প্রার্থীকে সিভি ও প্রয়োজনীয় ডকুমেন্ট vacancyl@ti-bangladesh.org ঠিকানায় ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
– সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন

আবেদন করুন

আবেদনের শেষ তারিখঃ
– ২৯ অক্টোবর, ২০২৩।

সোর্স: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

Leave a Reply

Back to top button