এনজিও জব

সারাদেশে ক্রেডিট অফিসার নিয়োগ দেবে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন, পদ সংখ্যা ৪০০

5/5 - (1 vote)

রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) জাতীয় পর্যায়ের একটি বেসরকারী সংস্থা। ১৯৮২ সাল থেকে দরিদ্র জনগোষ্ঠির উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে যার মধ্যে ঋণ কার্যক্রম অন্যতম। সম্প্রতি রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামে “ক্রেডিট অফিসার” নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ক্রেডিট অফিসার পদে ৬ নভেম্বর, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠকঃ নিয়মিত চাকরির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম চ্যানেল, লিংকডইন এবং গুগল নিউজ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

প্রতিষ্ঠানের নাম:
– রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)।

পদের নাম:
– ক্রেডিট অফিসার (মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম)

পদ সংখ্যা:
– ৪০০ জন।

দায় দায়িত্ব:
– মাঠ পর্যায়ের সদস্যদের তত্ত্বাবধান করা এবং লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগীতা করা।
– বার্ষিক লক্ষ্যমাত্রা, বাজেট ও পরিকল্পনা প্রনয়ন বা বাস্তবায়নের কাজ করা।
– সদস্য নির্বাচনের ক্ষেত্রে কৌশলী ভূমিকা পালন করা।
কম্পিউটার পরিচালনা করতে পারা।
– সদস্যদের সাথে কার্যকরী ও উত্তম যোগাযোগ ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে।
– সভা, সেমিনার পরিচালনার দক্ষতা থাকতে হবে।
নিজেস্ব সাইকেল/মোটরসাইকেল থাকতে হবে। – মোটরসাইকেল এর ক্ষেত্রে গাড়ীর বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:
– যেকোন বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা:
– অভিজ্ঞতার প্রয়োজন নেই।
– অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা:
– সর্বোচ্চ ৩৫ বছর।

চাকরির ধরন:
– ফুল টাইম।

অন্যান্য শর্তাবলী:
– রেজিষ্ট্রেশন ফি ২৫০/- টাকা (অফেরত যোগ্য) নগদ প্রদান করে পরীক্ষায় অংশগ্রহন করতে হবে এক্ষেত্রে কোন প্রকার টিএ,ডিএ প্রদান করা হবে না।
– চাকুরীতে যোগদানের পূর্বে নির্ধারিত নগদ (ফেরত যোগ্য) জামানত জমা এবং সংস্থার চাহিদা অনুযায়ী নিশ্চয়তা প্রদান করতে হবে। পিতা/দায়িত্বশীল ব্যক্তিকে জামিনদার হিসাবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে।
– প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
– পরীক্ষার সময় সকল মূল সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে।
– সংস্থার বিভিন্ন কর্ম-এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
– অধ্যায়নরতদের আবেদন করার প্রয়োজন নেই।

কর্মস্থল:
– বাংলাদেশের যেকোনো স্থানে।

বেতন-ভাতা:
– শিক্ষানবিশকালে বেতন: ২০,০০০/- টাকা।
– স্থায়ীকরণের পর বেতন: ২২,২৯০/- টাকা।
– আবাসন ভাতা: ১,০০০/- টাকা।
– মোটরসাইকেল ভাতা: ১,০০০/- টাকা।
– সর্বসাকুল্যে বেতন: ২৪,২৯০/- টাকা।

আরও চাকরির খবরঃ

স্নাতক পাসে শাখা ব্যবস্থাপক নিয়োগ দেবে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন
একাধিক পদে নিয়োগ দেবে ডাচ্-বাংলা ব্যাংক
অভিজ্ঞতা ছাড়াই ট্রানজেকশন সার্ভিস অফিসার নিয়োগ দেবে আইএফআইসি ব্যাংক

অন্যান্য সুযোগ-সুবিধাসমূহ:
– সকল পদের জন্য ৬ মাস শিক্ষানবিশ হিসাবে দায়িত্বপালন করতে হবে।
– সকল পদের প্রার্থীদের মাসিক বেতনের পাশাপাশি মোবাইল বিল ও নীতিমালা অনুযায়ী টিএ, ডিএ প্রদান করা হবে।
– সংস্থার নীতিমালা অনুযায়ী স্টাফ কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, বৈশাখী ভাতা (মূল বেতনের ৩০%), সিটি ভাতা মূল বেতনের উল্লেখিত হারে প্রাপ্ত হবে (ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা ও গাজীপুর সিটি কর্পোরেশন ৪০% এবং রাজশাহী, খুলনা সিটি কর্পোরেশন ২০%), কর্মস্থলে আবাসন সুবিধা ও আবাসন ভাতা, চিকিৎসা তহবিল ও স্টাফ কল্যান তহবিল হতে আর্থিক সুবিধা প্রদান করা হবে।
– আবাসন ঋণ, প্রভিডেন্ট ফান্ড ঋণ, মটরসাইকেল ও কম্পিউটার ঋণ সুবিধা আছে।
– সংস্থায় কর্মরত স্টাফদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তির সুযোগ আছে।
– সকল পদে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রয়েছে এবং কাজের গুনগত ও সংখ্যাগত অর্জনের ভিত্তিতে ইনসেন্টিভ প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া:
– আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
– সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন

আবেদন করুন

আবেদনের শেষ তারিখঃ
– ৬ নভেম্বর ২০২৩।

সোর্স: বিডি জবস।

Leave a Reply

Back to top button