আর্থিক প্রতিষ্ঠান জব

ঢাকায় বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড (IPDC Finance) বেসরকারি খাতে বাংলাদেশের প্রথম আর্থিক প্রতিষ্ঠান। সম্প্রতি প্রতিষ্ঠানটিতে ‘বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদে আগামী ৩১ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: দেশের সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও ও কোম্পানি সহ চলমান বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ জব আলাপ, টেলিগ্রাম চ্যানেল এবং লিংকডইন এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

প্রতিষ্ঠানের নাম:
– আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড

বিভাগের নাম:
– আইপিডিসি ডানা

পদের নাম:
– বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার

পদসংখ্যা:
– ০১ জন

দায় দায়িত্ব:
– অনবোর্ড অ্যাঙ্কর এবং কৌশলগত অংশীদার
– অনবোর্ডেড অ্যাঙ্কর এবং কৌশলগত অংশীদারদের সাথে সম্পর্ক বজায় রাখুন।
– কার্যকর আলোচনার মাধ্যমে রাজস্ব বাড়ান।
– অনবোর্ড এবং খুচরা বিক্রেতা সক্রিয় আন্তরিক সেবা নিশ্চিত করার জন্য মাঠ পর্যায়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান।
– অভ্যন্তরীণ এবং বাহ্যিক স্টেকহোল্ডারদের সাথে সমন্বয় করে বাজার সক্রিয়করণ এবং চ্যানেল উন্নয়ন উদ্যোগগুলি চালান।
– সহযোগিতামূলক প্রচারাভিযান ডিজাইন এবং রোল আউট করুন।

শিক্ষাগত যোগ্যতা:
– যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা:
– পদ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ থেকে ৮ অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা:
– ২৭-৩৫ বছর।

চাকরির ধরণ:
– ফুল টাইম

প্রার্থীর ধরন:
– নারী-পুরুষ উভয়েই।

আরও চাকরির খবর দেখুন:

এইচএসসি পাসে জিএসই অপারেটর নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স, বেতন ৩০ হাজার
ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) নেবে এক্সিম ব্যাংক, বেতন ৪০ হাজার ৫০০
অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স, বেতন ৩০ হাজার
টেকনিক্যাল অফিসার নেবে প্ল্যান ইন্টারন্যাশনাল, বেতন ৫৫ হাজার ২০

কর্মক্ষেত্র:
– অফিসে।

কর্মস্থল:
– ঢাকা।

অন্যান্য শর্তাবলী:
– নেতৃত্বের দক্ষতা
– সামাজিক দক্ষতা
– বিশ্লেষণাত্মক ক্ষমতা
– টেক স্যাভি
– যোগাযোগের দক্ষতা
– পরিবর্তনের জন্য উন্মুক্ততা

বেতন:
– আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুযোগ-সুবিধা:
– মোবাইল বিল, পারফরমেন্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২ ছুটি, বীমা, গ্র্যাচুইটি
– উৎসব বোনাস: ২

আবেদন প্রক্রিয়া:
– আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
– অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন

আবেদন করুন

আবেদনের শেষ সময়:
– ৩১ আগস্ট, ২০২৩।

সোর্স: বিডি জবস।

Leave a Reply

Back to top button