এনজিও জব

একাধিক পদে নিয়োগ দেবে বুরো বাংলাদেশ

5/5 - (1 vote)

Opportunity International Australia এবং Opportunity International Germany এর আর্থিক সহযোগিতায় পরিচালিত বুরো বাংলাদেশ এর মৌলিক স্বাস্থ্য শিক্ষা কর্মসূচীতে জরুরীভিত্তিতে নিম্নে উল্লিখিত পদে লোক নিয়োগের লক্ষ্যে একটি প্যানেল তৈরির জন্য দরখাস্ত আহবান করা হয়েছে। আগ্রহী উপযুক্ত প্রার্থীদের বুরো বাংলাদেশ এর নিম্নোক্ত পদসমূহে ১৯ নভেম্বর ২০২৩ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক বরাবর আবেদন পত্র প্রেরণের জন্য বলা হল।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠকঃ নিয়মিত চাকরির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম চ্যানেল, লিংকডইন এবং গুগল নিউজ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

বুরো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

১. পদের নাম: জুনিয়র প্রকল্প ব্যবস্থাপক

পদ সংখ্যা:
– ২টি

শিক্ষাগত যোগ্যতা:
– যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

অভিজ্ঞতা ও যোগ্যতা:
– স্বাস্থ্য বিষয়ক কর্মসূচিতে কমপক্ষে ৫ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা।
– এছাড়া কর্মী তত্ত্বাবধান ও পরিচালনা, ইংরেজীতে প্রকল্প প্রস্তাবনা ও বিভিন্ন প্রতিবেদন তৈরি, ইংরেজীতে যোগাযোগ এবং বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন ও পরিচালনা দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা:
-সর্বোচ্চ ৪৫ বৎসর।

বেতন ভাতা:
– মাসিক বেতন আলোচনা সাপেক্ষে।

২. পদের নাম: সহকারী মনিটরিং অফিসার।

পদ সংখ্যা:
– ২টি

শিক্ষাগত যোগ্যতা:
– যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

অভিজ্ঞতা ও যোগ্যতা:
– স্বাস্থ্য বিষয়ক কর্মসূচিতে কমপক্ষে ৫ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা।
– এছাড়া কম্পিউটার ও বিভিন্ন প্রকার ডেটাবেইস এবং সফটওয়্যার ব্যবহার।
– মনিটরিং টুলস উন্নয়ন, ডাটা এনালাইসিস ও প্রতিবেদন প্রণয়ন এবং ইংরেজীতে যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা:
-সর্বোচ্চ ৪০ বৎসর।

বেতন ভাতা:
– মাসিক বেতন আলোচনা সাপেক্ষে।

৩. পদের নাম: প্রোগ্রাম সুপারভাইজার কাম ট্রেইনার

পদ সংখ্যা:
– প্রয়োজনীয় সংখ্যক

শিক্ষাগত যোগ্যতা:
– যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

অভিজ্ঞতা ও যোগ্যতা:
– স্বাস্থ্য বিষয়ক কর্মসূচিতে কমপক্ষে ৩-৫ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা।
– এছাড়া কম্পিউটার পরিচালনা, ইংরেজীতে বিভিন্ন প্রতিবেদন তৈরী ও ডকুমেন্টেশন এবং বিভিন্ন প্রকার প্রশিক্ষণ উপকরণ এবং আইইসি ও বিসিসি উপকরণ উন্নয়ন করার দক্ষতা থাকতে হবে।

বেতন ভাতা:
– মাসিক বেতন আলোচনা সাপেক্ষে।

৪. পদের নাম: হেলথ সুপারভাইজার

পদ সংখ্যা:
– প্রয়োজনীয় সংখ্যক।

শিক্ষাগত যোগ্যতা:
– Diploma in Medical Faculty এবং বিএমডিসি সনদপ্রাপ্ত।

অভিজ্ঞতা ও যোগ্যতা:
– স্বাস্থ্য বিষয়ক কর্মসূচিতে কমপক্ষে ১-২ বছরের কাজের অভিজ্ঞতা।
– এছাড়া প্রত্যন্ত এলাকায় অবস্থান করে এবং বাই সাইকেল চালিয়ে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে।

বয়সসীমা:
-সর্বোচ্চ ৪০ বৎসর।

বেতন ভাতা:
– মাসিক বেতন আলোচনা সাপেক্ষে।

অন্যান্য শর্তাবলী:
– উল্লেখিত পদসমূহের চাকরি চুক্তিভিত্তিক (ফুল টাইম)।
– কর্মদক্ষতা ও কাজের সন্তোষজনক মূল্যায়ন এবং প্রকল্প নবায়নের উপর ভিত্তি করে ভবিষ্যতে বেতন-ভাতা ও চাকুরীর মেয়াদ বৃদ্ধি করা যাবে।
– সকল পদের কর্মস্থল হবে বাংলাদেশের যে কোন জেলায় অবস্থিত সংস্থার শাখা, এলাকা অথবা আঞ্চলিক কার্যালয়।
– বাই সাইকেল/মটর সাইকেল চালিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে এবং মটর সাইকেল চালনার ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
– নিয়োগের ক্ষেত্রে বুরো বাংলাদেশ সম-অধিকারে বিশ্বাস করো।
– বুরো বাংলাদেশ নিয়োগ সংক্রান্ত শর্তাবলীর যে কোন অংশ সংশোধন/সংযোজনসহ যে কোন আবেদনপত্র বাতিল অথবা নিয়োগ সংক্রান্ত যে কোন সিন্ধান্ত গ্রহণের পূর্ণ অধিকার সংরক্ষণ করে।

অন্যান্য সুবিধাঃ
– বাৎসরিক ৩টি উৎসব বোনাস প্রদান করা হবে।
– প্রধান ২টি ধর্মীয় উৎসব এবং পহেলা বৈশাখ।

আবেদন পদ্ধতি:
– আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ নিচের ঠিকানায় পাঠাতে পারবেন।

আবেদন পাঠানোর ঠিকানা:

নির্বাহী পরিচালক,
বুরো বাংলাদেশ,
বাড়ী নং: ১২/এ, রোড নং: ১০৪, ব্লক: সিইএন (এফ), গুলশান-২,
ঢাকা-১২১২।

বুরো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বুরো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদনের শেষ তারিখ:
– ১৯ নভেম্বর, ২০২৩।

সোর্স: বুরো বাংলাদেশ।

Leave a Reply

Back to top button