এনজিও জব

স্নাতক পাসে শাখা ব্যবস্থাপক নিয়োগ দেবে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন

রেটিং দিন

রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) জাতীয় পর্যায়ের একটি বেসরকারী সংস্থা। ১৯৮২ সাল থেকে দরিদ্র জনগোষ্ঠির উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে যার মধ্যে ঋণ কার্যক্রম অন্যতম। সম্প্রতি রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামে “শাখা ব্যবস্থাপক” নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা শাখা ব্যবস্থাপক পদে ৬ নভেম্বর, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠকঃ নিয়মিত চাকরির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম চ্যানেল, লিংকডইন এবং গুগল নিউজ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

প্রতিষ্ঠানের নাম:
– রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)।

পদের নাম:
– শাখা ব্যবস্থাপক (মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম)

পদ সংখ্যা:
– ৬০টি

দায় দায়িত্ব:
– N/A

শিক্ষাগত যোগ্যতা:
– যেকোন বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর।

অভিজ্ঞতা:
– ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট সংস্থায় শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স:
– অনুর্দ্ধ ৪০ বছর।
– অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

চাকরির ধরন:
– ফুল টাইম।

কর্মস্থল:
– বাংলাদেশের যেকোনো স্থানে।

অন্যান্য শর্তাবলী:
– মাঠ পর্যায়ের কর্মীদের তত্ত্বাবধান করা এবং লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগীতা করা।
– বার্ষিক লক্ষ্যমাত্রা, বাজেট ও পরিকল্পনা প্রনয়ন বা বাস্তবায়নের দক্ষতা থাকতে হবে।
– লক্ষ্যমাত্রা ও বাজেট অর্জনের ক্ষেত্রে কৌশলী ভূমিকা পালন করতে হবে।
– এমআরএ, পিকেএসএফ, ব্যাংক ও দাতা সংস্থার চাহিদা মোতাবেক বিভিন্ন প্রতিবেদনে প্রস্তুতে দক্ষতা থাকতে হবে।
– মাইক্রোফাইন্যান্স-এর সফটওয়্যার পরিচালনায় দক্ষ হতে হবে।
– তহবিল ব্যবস্থাপনা সর্ম্পকে অভিজ্ঞতা থাকতে হবে।
– সংস্থার বিভিন্ন বিভাগ ও মাঠ পর্যায়ের সাথে কার্যকরী ও উত্তম যোগাযোগ ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে।
– এআইএস ও এমআইএস প্রতিবেদন ক্রসচেক এবং বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহনে ব্যবস্থপনাকে সহায়তা করার দক্ষতা থাকতে হবে।
– অধিনস্থ কর্মচারীদের পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করার পাশপাশি খেলাপী ও কু-ঋণ নিয়ন্ত্রণে কার্যকরি ভূমিকা পালন করতে হবে।
– সরকারী, বেসরকারী সংস্থার সাথে সুষ্ঠ যোগাযোগ রক্ষার পাশাপাশি গণসংযোগ করার দক্ষতা থাকতে হবে।
নিয়মিত ফিল্ড ও লোনী পরিদর্শন করতে হবে।
– প্রার্থীদের কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে এবং প্রতিবেদন প্রস্তুত ও অনুপাত বিশ্লেষণের দক্ষতা থাকতে হবে।

আরও চাকরির খবরঃ

স্নাতক পাসে অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ইউনাইটেড ফাইন্যান্স
সারাদেশে জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ
অভিজ্ঞতা ছাড়াই ট্রানজেকশন সার্ভিস অফিসার নিয়োগ দেবে আইএফআইসি ব্যাংক

বেতন-ভাতা:
– শিক্ষানবিশকালে বেতন: ৩৬,০০০/- টাকা।
– স্থায়ীকরণের পর বেতন: ৩৭,৬৯৮/- টাকা।
– অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুযোগ-সুবিধাসমূহ:
– সকল পদের প্রার্থীদের মাসিক বেতনের পাশাপাশি মোবাইল বিল ও নীতিমালা অনুযায়ী টিএ, ডিএ প্রদান করা হবে।
– সংস্থার নীতিমালা অনুযায়ী স্টাফ কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, বৈশাখী ভাতা (মূল বেতনের ৩০%), সিটি ভাতা মূল বেতনের উল্লেখিত হারে প্রাপ্ত হবে (ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা ও গাজীপুর সিটি কর্পোরেশন ৪০% এবং রাজশাহী, খুলনা সিটি কর্পোরেশন ২০%), কর্মস্থলে আবাসন সুবিধা, চিকিৎসা তহবিল ও স্টাফ কল্যান তহবিল হতে আর্থিক সুবিধা প্রদান করা হবে।
– আবাসন ঋণ, প্রভিডেন্ট ফান্ড ঋণ, মটরসাইকেল ও কম্পিউটার ঋণ সুবিধা আছে।
– সংস্থায় কর্মরত স্টাফদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তির সুযোগ আছে।
– সকল পদে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রয়েছে এবং কাজের গুনগত ও সংখ্যাগত অর্জনের ভিত্তিতে ইনসেন্টিভ প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া:
– আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
– সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন

আবেদন করুন

আবেদনের শেষ তারিখঃ
– ৬ নভেম্বর, ২০২৩।

সোর্স: বিডি জবস।

Leave a Reply

Back to top button