এনজিও জব

ব্র্যাক এনজিও অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি

4.3/5 - (6 votes)

ব্র্যাক বাংলাদেশে প্রতিষ্ঠিত বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা। দারিদ্র্য ও বৈষম্যের মধ্যে বসবাসরত বিশ্বের ১০ কোটিরও বেশি মানুষের পাশে থেকে ব্র্যাক তাদের সম্ভাবনাময় জীবনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সম্প্রতি ব্র্যাক এনজিও টেকনিক্যাল, টেলিফোন ডিপার্টমেন্টে “অ্যাসিস্ট্যান্ট অফিসার” পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে আগামী ১৯ নভেম্বর, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠকঃ নিয়মিত চাকরির আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম চ্যানেল, লিংকডইন এবং গুগল নিউজ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

ব্র্যাক এনজিও অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নামঃ
– ব্র্যাক এনজিও।

বিভাগের নাম:
– টেকনিক্যাল, টেলিফোন ডিপার্টমেন্ট।

পদের নামঃ
– অ্যাসিস্ট্যান্ট অফিসার।

পদ সংখ্যাঃ
– নির্ধারিত নয়।

দায় দায়িত্বঃ
– বিভাগ অনুযায়ী PABX এক্সটেনশন এবং মোবাইল বিল প্রস্তুত করুন।
– নতুন মোবাইল সিম বিতরণ এবং নিবন্ধন নিশ্চিত করুন।
– সমস্ত মোবাইল সেট ডেলিভারি এবং রিটার্নের নথি আপডেট করুন।
– OTP-তে মোবাইল ফোন নম্বর এন্ট্রি আপডেট করা নিশ্চিত করুন।
– টেলিকম নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণের কাজগুলি নিশ্চিত করুন৷
– PABX রক্ষণাবেক্ষণ সিম বিতরণ এবং নিবন্ধন সংক্রান্ত MIS রিপোর্ট প্রস্তুত করুন।
– বিভাগীয় নথি ফাইল আপ নিশ্চিত করুন।
– সিম প্রতিস্থাপনের জন্য ব্র্যাক ফিল্ড অফিসের কর্মীদের সাথে যোগাযোগ করুন।

শিক্ষাগত যোগ্যতাঃ
– যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক।
– প্রফেশনাল ডিগ্রি/ সার্টিফিকেশন ট্রেড কোর্স/ মোবাইল এবং PABX নেটওয়ার্কে ডিপ্লোমা অগ্রাধিকার পাবে।

অভিজ্ঞতাঃ
– প্রাসঙ্গিক ক্ষেত্রে ন্যূনতম ১ বছরের কাজের অভিজ্ঞতা বা কল-সেন্টারে কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে।

চাকরির ধরণঃ
– ফুল টাইম।

প্রার্থীর ধরণঃ
– নারী পুরুষ উভয়েই।

বয়সসীমাঃ
– নির্ধারিত নয়।

কর্মক্ষেত্রঃ
– অফিসে।

কর্মস্থলঃ
– ঢাকা।

আরও চাকরির খবরঃ

ঢাকায় বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নিয়োগ দেবে পদ্মা ব্যাংক সিকিউরিটিজ
সাউথইস্ট ব্যাংক প্রবেশনারি অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক

অন্যান্য শর্তাবলীঃ
– মোবাইল অপারেটিং সিস্টেম সম্পর্কে ভাল জ্ঞান।
– ভাল কম্পিউটার অপারেটিং জ্ঞান (এমএস ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ারপয়েন্ট)।
– মোবাইল এবং PABX নেটওয়ার্কে প্রাথমিক জ্ঞান।
– ডকুমেন্টেশন এবং রেকর্ড রাখার বিষয়ে ভাল জ্ঞান।
– ডাটাবেস ব্যবস্থাপনার প্রাথমিক জ্ঞান।
– ইংরেজি পড়া এবং লেখায় সাবলীল।
– চাপের মধ্যে দিনভর কাজ করার ক্ষমতা।
– দলের সাথে কো-অপারেটিভ
– স্ব-প্রণোদিত এবং উদ্ভাবনী।

বেতন-ভাতাঃ
– মাসিক বেতন আলোচনা সাপেক্ষে।
– উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বীমা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি, সুস্থতা কেন্দ্র সুবিধা, ডে কেয়ার সুবিধা এবং অন্যান্য নীতি অনুযায়ী।

আবেদন প্রক্রিয়াঃ
– আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
– সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন

আবেদন করুন

আবেদনের শেষ তারিখঃ
– ১৯ নভেম্বর, ২০২৩।

সোর্স: ব্র্যাক এনজিও।

Leave a Reply

Back to top button